নোকিয়া 5 ক‍্যামেরা তো স‍্যামসা্ং আনতে চলেছে 6 ক‍্যামেরা ফোন,গ‍্যালাক্সি এস10 হতে পারে সেই প্রথম ডিভাইস

বিগত কিছু মাস ধরে স্যামসাঙের নতুন গ‍্যালাক্সি এস10 এর তথ্য সামনে আসছে। এই ফোনটি কে নিয়ে এখনো পর্যন্ত অনেক লিক এসে গেছে এবং প্রত‍্যেক লিকে আলাদা আলাদা কথা বলা আছে। কিছু দিন আগেই জানানো হয়েছিল যে স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 প্রথম ফোন হতে পারে যাতে 10 জিবি র‍্যাম দেখা যেতে পারে। কিছুদিন আগে খবর এসেছিল কোম্পানি এই ফোনটিকে পুরোপুরি ভাবে বেজল লেস বানাবে এবং এতে স্ক্রিনের নিচে ক‍্যামেরা থাকবে।আবার আজ স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 এর ব‍্যাপারে এক নতুন তথ্য বলা হয়েছে।খবর অনুযায়ী কোম্পানি এই ফোনকে 6 ক‍্যামেরা আর 5জি সাপোর্টের সাথে পেশ করতে পারে।

40 এমপি + 20 এমপি + 8 এমপি রেয়ার ক‍্যামেরাওয়ালা হুয়াই মেট 20 প্রো 27শে নভেম্বর হবে ভারতে লঞ্চ

এই খবর বিশ্বের প্রমুখ মিডিয়া দি ওয়াল স্ট্রীট দ্বারা সবার প্রথম দেওয়া হয়েছে।খবরে বলা হয়েছে আগামী বছর স‍্যামসাং গ‍্যালাক্সি এস সিরিজ এর দশম বর্ষপূর্তি পালন করতে চলেছে আর এই উপলক্ষে কোম্পানি নতুন কিছু পেশ করতে পারে।এই উপলক্ষে স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 এর তিনটি রেগুলার মডেল হবে সেখানে একটি মডেল ব্র‍্যান্ড 10 বেয়ন্ড এক্স সিরিজের হবে যাতে 6 ক‍্যামেরা আর 5জি সাপোর্ট দেখা যেতে পারে।

শুধু এইটুকুই নয় রিপোর্টে আরও জানানো হয়েছে যে কোম্পানি নিজের এখন‌ও পর্যন্ত সবথেকে বড় ডিসপ্লে এর গ‍্যালাক্সি এস সিরিজ এর ফোন পেশ করবে। স‍্যামসাং গ‍্যালাক্সি বেয়ন্ড 10 এ 6.7 ইঞ্চি এর স্ক্রিন দেখা যেতে পারে।খবরে এই কথাও বলা হয়েছে যে এই তথ্যটি এমন সূত্র থেকে এসেছে যে কোম্পানির অত্যন্ত বিশ্বস্ত।

5জি সাপোর্টের সঙ্গে লঞ্চ হল মোটো জেড4, এতে আছে বিশ্বের প্রথম স্ন‍্যাপড্রাগন 8150 চিপসেট

অন‍্যান‍্য স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 মডেল এর কথা হলে এখন‌ও পর্যন্ত যে তথ‍্য সামনে এসেছে তা অনুসারে কোম্পানি এই ফোনে তিনটি বিভিন্নমোডেলে পেশ করবে যা 5.8 ইঞ্চি থেকে 6.4 ইঞ্চি পর্যন্ত স্ক্রিন হতে পারে।

আরও জানা গেছে যে স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 এ এইবার রিভার্স ওয়ারলেস চার্জিং সাপোর্ট হতে পারে। অর্থাৎ ফোনটি অন্য কানেক্টেড ডিভাইস কে চার্জ করতে সক্ষম হবে। স‍্যামসাং গ‍্যালাক্সি বেয়ন্ড 10 এ অন‍্য রকমের নচ দেখা যেতে পারে।এখনো পর্যন্ত স‍্যামসাং এর কাছে বিশেষ নচ এর কোনো ফোন ছিল না কিন্তু এস10 এর জন্য অনেক আশা করা যাচ্ছে।

রিয়েলমির সিইও করল ভুল, লঞ্চের আগেই বেরিয়ে গেল রিয়েলমি ইউ1 এর লুক

ওয়াল স্ট্রীট জার্নাল দ্বারা দেওয়া তথ্য অনুযায়ী স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 সিরিজ আর গ‍্যালাক্সি বেয়ন্ড 10 মডেলের ফোন আগামী বছরের ফেব্রুয়ারীর মধ্যে লঞ্চ হতে পারে। ফোনটির সেল মার্চে শুরু হতে পারে।বেয়ন্ড 10 এ কোম্পানি নেক্সট জেনারেশনের 5জি নেটওয়ার্কের সঙ্গে পেশ করা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here