জেনে নিন Samsung Galaxy S20, Galaxy S20+ এবং Galaxy S20 Ultra এর প্রিবুকিঙের দাম, পাওয়া যাবে দারুণ অফার

সাউথ কোরিয়ার ইলেকট্রনিক কোম্পানি স‍্যামসাং কিছু দিন আগে ভারতে Samsung Galaxy S20, Galaxy S20+ এবং Galaxy S20 Ultra ফোন লঞ্চ করা হয়েছিল। এবার এই ফোনগুলির প্রিবুকিং শুরু হয়ে গেছে। প্রিবুকিঙের সঙ্গে সঙ্গে ভারতে ফোনগুলির দাম সম্পর্কেও জানা গেছে। এই সিরিজের ফোন তিনটি প্রিবুক করালে গ্ৰাহকরা কিছু আকর্ষণীয় অফার‌ও পাবেন। চলুন জেনে নেওয়া যাক স‍্যামসাং গ‍্যালাক্সি এস20 সিরিজের ফোনগুলির দাম ও প্রিবুকিং অফার সম্পর্কে।

আরও পড়ুন: লঞ্চের আগেই দেখে নিন OPPO Reno 3 Pro এর বিশেষত্ব, ডুয়েল সেলফি ক‍্যামেরার সঙ্গে জেনে নিন ফোনটির ফুল স্পেসিফিকেশন

Samsung Galaxy S20, Galaxy S20+ এবং Galaxy S20 Ultra এর দাম

ভারতে স‍্যামসাং গ‍্যালাক্সি এস20 ফোনটির দাম 66,999 টাকা হবে। এক‌ইভাবে গ‍্যালাক্সি এস20+ এর দাম 73,999 টাকা থেকে শুরু হবে এবং গ‍্যালাক্সি এস20 আল্ট্রা ফোনটির প্রাথমিক দাম 92,999 টাকা হবে। গ্ৰাহকরা এই তিনটি ফোন স‍্যামসাঙের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বুক করতে পারবেন। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনগুলি প্রিবুক করলে গ্ৰাহকরা আগামী 6 মার্চ থেকে গ‍্যালাক্সি এস20 সিরিজের ফোনগুলি পাবেন।

অফার

স‍্যামসাং এই সিরিজের ফোনগুলি বুক করলে গ্ৰাহকদের জন্য বিশেষ অফার পেশ করেছে। Galaxy S20 ফোনটি প্রিবুক করলে গ্ৰাহকদের Galaxy Buds+ ট্রু ওয়ারলেস ইয়ার বাডস মাত্র 2,999 টাকার বিনিময়ে কেনা যাবে এবং স‍্যামসাং কেয়ার+ এর সাবস্ক্রিপশন 1,999 টাকা দামে পাওয়া যাবে। এক‌ইভাবে Galaxy S20+ এবং Galaxy S20 Ultra প্রিবুক করলে গ্ৰাহকরা গ‍্যালাক্সি বাডস+ ট্রু ওয়ারলেস ইয়ারবাডস ও স‍্যামসাং কেয়ার+ সাবস্ক্রিপশন 1,999 টাকার বিনিময়ে পাওয়া যাবে।

আরও পড়ুন: স্পেসিফিকেশনের সঙ্গে লিস্টেড হল Honor 9X Lite, এতে থাকবে 48 মেগাপিক্সেল রেয়ার ক‍্যামেরা, 4 জিবি র‍্যাম ও অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেম

প্রসঙ্গত জানিয়ে রাখি Samsung Care+ এক ধরনের অ্যাক্সিডেন্টাল ও লিকুইড ড‍্যামেজ প্রোটেকশন প্ল‍্যান, যা ফোনটি ক্ষতিগ্রস্ত হলে সারাইয়ের খরচের থেকে গ্রাহককে বাঁচায়। এই সাবস্ক্রিপশন এক বছরের জন্য কার্যকর। 

আরও আছে, ইউজারদের অফার হিসেবে এয়ারটেল, জিও ও ভোডাফোন আইডি য়া গ্ৰাহকদের জন‍্য‌ও স‍্যামসাং অফার পেশ করেছে। এই অফারে ডবল ডেটা ও এক বছরের আনলিমিটেড সার্ভিসের অফার পাওয়া যাবে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here