স্পেসিফিকেশনের সঙ্গে লিস্টেড হল Honor 9X Lite, এতে থাকবে 48 মেগাপিক্সেল রেয়ার ক‍্যামেরা, 4 জিবি র‍্যাম ও অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেম

কিছু দিন আগে টেক কোম্পানি Honor এর Honor 9X Lite নামে একটি ফোন দেখা গিয়েছিল। এই ফোনটির একটি পোস্টার ইন্টারনেটে লিক হয়েছে যেখানে ফোনটির ডিজাইনের সঙ্গে সঙ্গে আরও জানা গেছে যে অনারের এই আগামী ফোনে 48 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক‍্যামেরা থাকবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Honor 9X Lite সম্পর্কে অফিসিয়ালি কোনো তথ্য পাওয়া যায়নি তবে মিডিয়া রিপোর্ট থেকে জানা গেছে এই ফোনটি পাকিস্তানের শপিং সাইটে প্রিঅর্ডারের জন্য লিস্টেড করে দেওয়া হয়েছে। শপিং সাইটের লিস্টিং থেকে ফোনটির দাম সম্পর্কেও জানা গেছে।

আরও পড়ুন: Oppo Reno 2Z এর দাম কমল 3,000 টাকা, জেনে নিন নতুন দাম

পাকিস্তানের শপিং সাইট অ্যাডভান্স স্টোরে Honor 9X Lite ফোনটি দেখা গেছে। এই লিস্টিং সম্পর্কে আমরা এম‌এসপি থেকে জানতে পেরেছি। শপিং সাইটে গিয়ে আমরা ফোনটির দাম ও স্পেসিফিকেশন পর্যন্ত পেয়ে গেছি। এই সাইটে Honor 9X Lite এর দাম 31,999 পাকিস্তানি রুপি বলা হয়েছে, যার ভারতীয় দাম প্রায় 14,900 টাকা। পাকিস্তানের শপিং সাইটে দেখার পর মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি এই ফোনটি ভারতেও চলে আসবে।

Honor 9X Lite 

কোম্পানি তাদের Honor 9X Lite ফোনটিতে 6.5 ইঞ্চির ফুল ভিউ ডিসপ্লে যোগ করেছে যা 91 শতাংশ স্ক্রিন টু বডি রেশিওযুক্ত। এই ফোনটি অ্যান্ড্রয়েডের সবচেয়ে লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে ইএম‌ইউআই 9.0 সহ কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে হুয়াইয়ের কিরীন 710 চিপসেট দেওয়া হয়েছে বলে জানা গেছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে কাজ করে।

আরও পড়ুন: লঞ্চ হল Samsung Galaxy S20 ও Galaxy S20 Plus, এতে আছে 12 জিবি র‍্যাম ও 64 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরা

পাকিস্তানের সাইটে বলা হয়েছে এই ফোনটি 4 জিবি র‍্যামযুক্ত এবং আরও জানা গেছে যে এই ফোনে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। ফোঠোগ্ৰাফির জন্য ফোনটির ব‍্যাক প‍্যানেলে ওপরের ডানদিকে ভার্টিক‍্যাল শেপে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে দুটি ক‍্যামেরা সেন্সরের নিচে ফ্ল‍্যাশ লাইট অবস্থিত। ক‍্যামেরা সেট‌আপের বাঁদিকে 48MP AI Camera লেখা আছে। এতে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর ও 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।

লিস্টিং অনুযায়ী Honor 9X Lite এর প্রাইমারি রেয়ার ক‍্যামেরা সেন্সরটি এফ/1.8 অ্যাপার্চারযুক্ত এবং এটি পিডিএএফ ফিচারযুক্ত। এই ফোনের সেকেন্ডারি রেয়ার ক‍্যামেরা সেন্সরটি একটি ডেপ্থ সেন্সর এবং এটি এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Honor 9X Lite এ এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য ফোনটির ব‍্যাক প‍্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 3,750 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

আরও পড়ুন: 3 মার্চ ভারতে লঞ্চ হবে Vivo V19 এবং Vivo V19 Pro, প্রিবুকিং শুরু 15 ফেব্রুয়ারি

তবে এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে Honor 9X Lite সম্পর্কে কোনো অফিসিয়াল তথ্য জানা যায়নি। এই ফোনটি ভারতে কবে লঞ্চ হবে সেবিষয়েও এখন সঠিকভাবে কিছু বলা সম্ভব নয়। ভারতে যদি ফোনটি লঞ্চ হয় তার সঙ্গে এই সাইটের লিস্টিং কতটা মিলবে তা জানার জন্য কোম্পানির ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here