লঞ্চের আগেই দেখে নিন OPPO Reno 3 Pro এর বিশেষত্ব, ডুয়েল সেলফি ক‍্যামেরার সঙ্গে জেনে নিন ফোনটির ফুল স্পেসিফিকেশন

চীনের স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি OPPO আগেই জানিয়ে দিয়েছে যে আগামী 2 মার্চ ভারতে তারা তাদের ‘রেনো’ সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে OPPO Reno 3 Pro স্মার্টফোন লঞ্চ করবে। শপিং সাইট ফ্লিপকার্টে OPPO Reno 3 Pro এর প্রোডাক্ট পেজ বানানো হয়েছে যেখান থেকে ফোনটির ফোটোর সঙ্গে সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ও ফিচার সম্পর্কেও জানা গেছে। এই ফোনটি কোম্পানির শক্তিশালী স্পেসিফিকেশনযুক্ত একটি হাইএন্ড ফোন হবে। চীনে ইতিমধ্যে এই ফোনটি লঞ্চ হয়ে গেছে, কিন্তু ভারতীয় ইউজারদের জন্য সুখবর আছে। ভারতে লঞ্চ হতে চলা OPPO Reno 3 Pro মডেলটি চীনের মডেলটির থেকে আলাদা হবে। আমরা কোম্পানির রেনো সিরিজের আগামী স্মার্টফোন OPPO Reno 3 Pro এর লুক, ডিজাইন, ক‍্যামেরা ও প্রসেসর সম্পর্কে একটি রিপোর্ট তৈরি করেছি। যেখানে আপনারা ফোনটি লঞ্চের আগেই এর বিশেষত্ব জানতে পারবেন।

আরও পড়ুন: অনলাইনে লিক হল Google Pixel 5 XL এর রেন্ডার, দুর্দান্ত ডিজাইনের সঙ্গে হবে লঞ্চ

লুক ও ডিজাইন

কোম্পানি তাদের OPPO Reno 3 Pro ফোনটি ডুয়েল পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ করবে। তবে চীনের মডেলটিতে একটিই পাঞ্চ হোল আছে। আগামী 2 মার্চ লঞ্চ হতে চলা এই ফোনটি বেজল লেস ডিজাইনের সঙ্গে তৈরি হবে যার তিনদিক সম্পূর্ণভাবে বডি পার্টের সঙ্গে মিলিত হবে এবং নিচের দিকে হালকা বডি পার্ট থাকবে। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে ওপরের বাঁদিকে দুটি পাঞ্চ হোল দেওয়া হবে এবং এর মধ্যেই ফোনের দুটি সেলফি ক‍্যামেরা দেওয়া হবে।

OPPO Reno 3 Pro এর ব‍্যাক প‍্যানেলে ওপরের ওপরের ডানদিকে ভার্টিক‍্যাল শেপে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপ চারটি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে একটি ফ্ল‍্যাশ লাইট আছে। ক‍্যামেরা সেট‌আপে ক‍্যামেরা সেন্সর ডিটেইলস‌ও লেখা আছে। OPPO Reno 3 Pro এর ব‍্যাক প‍্যানেলে নিচের দিকে OPPO এর ব্র‍্যান্ডিং দেওয়া হয়েছে। ফোনটির ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন ও পাওয়ার বাটন অবস্থিত। এক‌ইভাবে নিচের প‍্যানেলে মাঝ বরাবর ইউএসবি পোর্ট আছে এবং এর ডানদিকে স্পীকার ও বাঁদিকে 3.5 এম‌এম অডিও জ‍্যাক দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: Oppo Reno 2Z এর দাম কমল 3,000 টাকা, জেনে নিন নতুন দাম

স্পেসিফিকেশন

OPPO Reno 3 Pro এর ক‍্যামেরা সেগমেন্ট সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় এই ফোনের ফ্রন্ট প‍্যানেলে ডুয়েল পাঞ্চ হোল অর্থাৎ দুটি সেলফি ক‍্যামেরা থাকবে। এই ফোনের প্রাইমারি সেলফি ক‍্যামেরা সেন্সরটি 44 মেগাপিক্সেলের দেওয়া হবে এবং দ্বিতীয় সেন্সরটি হবে 2 মেগাপিক্সেলের। কোম্পানির বক্তব্য অনুযায়ী OPPO Reno 3 Pro এর ফ্রন্ট ক‍্যামেরা Binocular Bokeh Effect যুক্ত হবে যা শার্প সেলফি ক‍্যাপচার করবে। OPPO Reno 3 Pro তে 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.5 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে।

ফোনের ব‍্যাক প‍্যানেলে দেওয়া কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপে 64 মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে। OPPO Reno 3 Pro এর রেয়ার ক‍্যামেরা সেট‌আপ 20এক্স জুমের ক্ষমতাসম্পন্ন হবে। চীনের OPPO Reno 3 Pro মডেলটিতে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে 13 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ব্ল‍্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর ছিল। আশা করা হচ্ছে ভারতের মডেলটিতে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর ছাড়া অন্যান্য সেন্সরগুলি চীনের মডেলটির মতোই হবে।

আরও পড়ুন: লঞ্চ হল Samsung Galaxy S20 ও Galaxy S20 Plus, এতে আছে 12 জিবি র‍্যাম ও 64 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরা

ভারতে OPPO Reno 3 Pro ফোনটি 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল মেমরিসহ লঞ্চ করা হবে। তবে কোম্পানি এই ফোনটির একাধিক র‍্যাম ও স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ করবে কি না সেবিষয়ে সঠিকভাবে কিছু বলা সম্ভব নয়। চীনে OPPO Reno 3 Pro ফোনটি অ্যান্ড্রয়েড 10 যুক্ত কালার ওএস 7 এর সঙ্গে লঞ্চ করা হবে যা 2.4 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 765জি চিপসেটে রান করে। ভারতেও এক‌ই চিপসেটের আশা করা হচ্ছে।

OPPO Reno 3 Pro ফোনটি একটি ডুয়েল সিম সাপোর্টেড 4জি ভোএলটিই ফোন হবে। সিকিউরিটির জন্য এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার দেওয়া হতে পারে। কোম্পানি জানিয়েছে এই ফোনের ব‍্যাটারী 30W VOOC Flash Charge 4.0 টেকনিক সাপোর্ট করবে। আশা করা হচ্ছে এই ফোনে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে। ভারতে OPPO Reno 3 Pro এর দাম 32,000 টাকার কাছাকাছি হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here