Samsung Galaxy S21 FE এর লঞ্চ খুবই কাছে চলে এসেছে, এতে থাকবে 8GB র‍্যাম আর 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে

Samsung Galaxy S21 FE বিগত কিছুদিনে টেক জগতে টপ ট্রেন্ডিং টপিক হয়ে আছে। লঞ্চের আগে ডিভাইসটি কিছু সার্টিফিকেশন সাইটে স্পট হয়েছে। আবার এখন এই ফোনটি অফিসিয়ালি হ‌ওয়ার আগে কথিত ভাবে TENAA তেও লিস্ট হয়েছে। এই লিস্টিঙে ফোনের স্পেসিফিকেশন্স সামনে এসেছে। অথচ এখনো পর্যন্ত কোম্পানি ফোন সম্পর্কে কোনো অফিসিয়াল তথ্য জানায়নি। কিন্তু আশা করা হচ্ছে যে ডিভাইসটি অক্টোবর মাসে লঞ্চ করা হবে আর এটি শুধুমাত্র আমেরিকা আর ইউরোপেই পেশ করা হবে।

টেনা লিস্টিং অনুযায়ী এই ফোনে 6.4 ইঞ্চির AMOLED ডিসপ্লে হবে যা 120Hz রিফ্রেশ রেট যুক্ত হবে। এছাড়া লিস্টিং থেকে জানা গেছে যে ফোনে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 4,370mAh এর ব‍্যাটারী থাকবে। আশা করা হচ্ছে যে ফোনের ব‍্যাটারী 4,500mAh এর হবে। কিছুদিন আগে এই স্মার্টফোন‌কে FCC আর চিনের 3C সার্টিফিকেশনেও দেখা গিয়েছিল। এই দুটি লিস্টিঙে ফোনের 45 ওয়াট আর 25 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেখানো হয়েছিল। এছাড়া এই আপকামিং ফোনটি গীকবেঞ্চে স্ন‍্যাপড্রাগন 888 SoC প্রসেসর আর 8GB র‍্যামের সাথে স্পট হয়েছিল।

FCC এর লিস্টিঙে স‍্যামসাং এর আপকামিং স্মার্টফোনের মডেল নাম্বার SM―G990U নামে দেখা গিয়েছিল। এছাড়া গীকবেঞ্চে স‍্যামসাং এর একটি ফোন মডেল নাম্বার SM―G990B এর সাথে লিস্ট হয়েছিল। আশা করা হচ্ছে যে এই সার্টিফিকেশন ওয়েবসাইটে যে আলাদা আলাদা মডেল নাম্বার আছে সেটি গ‍্যালাক্সি S21 FE এর আলাদা আলাদা মার্কেটে লঞ্চ হতে চলা ভেরিয়েন্ট হতে পারে।

লিক খবর অনুযায়ী এই স্মার্টফোনে 12MP ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আর 32MP সেল্ফি ক‍্যামেরা দেওয়া যেতে পারে। স‍্যামসাং এর এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 আধারিত One UI 3.1.1 এ রান করবে। এর সাথেই এই ফোনটিকে 8GB পর্যন্ত RAM আর 256GB ইন্টারনাল স্টোরেজের সাথে পেশ করা যেতে পারে।

কয়েক দিন আগে OnLeaks এর আপকামিং স্মার্টফোনের কিছু রেন্ডার্স আর স্পেসিফিকেশন্স শেয়ার করেছিল। এই রিপোর্টে দাবি করা হয়েছিল যে এই ফোনের ডিজাইন গ‍্যালাক্সি S21 সিরিজের অন‍্যান‍্য স্মার্টফোনের মতোই হতে পারে। টিপস্টারের অনুযায়ী কোম্পানি এই ফোনে 6.4 ইঞ্চির পাঞ্চহোল ডিসপ্লে অফার করতে পারে। এই ফোনটি 155.7mm লম্বা, 74.5mm চ‌ওড়া আর 7.9mm থিক হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here