Highlights
- 4 অক্টোবর লঞ্চ হতে পারে Galaxy S23 FE।
- ফোনটির ইউএস মার্কেটের দাম প্রকাশ্যে এসেছে।
- এতে Exynos 2200 চিপসেট দেওয়া হতে পারে।
স্যামসাঙের আপকামিং ফ্যান এডিশন স্মার্টফোন Samsung Galaxy S23 FE বর্তমানে সমালোচনার শীর্ষে উঠে রয়েছে। সম্প্রতি একটি লিকের মাধ্যমে জানা গিয়েছিল এই ফোনটি আগামী 4 অক্টোবর লঞ্চ করা হতে পারে। এবার মাই স্মার্ট প্রাইস তাদের বিশেষ সোর্স মারফৎ পাওয়া খবর অনুযায়ী এই ফোনের দাম জানিয়ে দিয়েছে। এই পোস্টে আপকামিং স্যামসাং ফোনের সম্ভাব্য দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল।
Samsung Galaxy S23 FE এর সম্ভাব্য দাম
- মাই স্মার্ট প্রাইস তাদের সোর্স থেকে খবর পেয়ে জানিয়েছে Samsung Galaxy S23 FE ফোনটি ইউএস মার্কেটে $599 অর্থাৎ প্রায় 49,800 টাকা দামে পেশ করা হতে পারে।
- এই ফোনটি গ্রাফাইট, মিন্ট, পার্পল, হোয়াইট, ইন্ডিগো এবং ট্যাঞ্জেরিন কালারে সেল করা হতে পারে।
- এর মধ্যে ইন্ডিগো এবং ট্যাঞ্জেরিন কালার শুধুমাত্র স্যামসাং স্টোরের মাধ্যমে কেনা যাবে বলে জানা গেছে।
- Galaxy S23 FE এর সঙ্গে কোম্পানি Galaxy Buds FE পর্যন্ত লঞ্চ করতে পারে। এই ডিভাইসের দাম আগেই জানা গেছে। এটি $99 অর্থাৎ প্রায় 8,300 টাকা দামে পেশ করা হতে পারে।
Samsung Galaxy S23 FE এর সম্ভাব্য স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Samsung Galaxy S23 FE ফোনটিতে 6.4 ইঞ্চির ডায়নামিক AMOLED 2x ডিসপ্লে দেওয়া হতে পারে। এটি 120Hz রিফ্রেশরেট এবং 1450 নিটস্ পীক ব্রাইটনেস সাপোর্ট করতে পারে।
- প্রসেসর: গ্লোবাল টেক মার্কেটে এই ফোনটি Exynos 2200 চিপসেট সহ লঞ্চ করা হতে পারে। অন্যদিকে ইউএস এবং কানাডার বাজারে এই ফোনটি স্ন্যাপড্রাগন 8 জেন 1 প্রসেসর সহ সেল করা হবে।
- স্টোরেজ: এই ফোনে 8GB LPDDR5 RAM এবং 128GB থেকে 256GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ দেওয়া হতে পারে।
- ক্যামেরা: Samsung Galaxy S23 FE ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এতে OIS ফিচারযুক্ত এবং f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP প্রাইমারি সেন্সর দেওয়া হবে। এর সঙ্গে 12MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 3x জুম সহ 8MP টেলিফটো লেন্স যোগ করা হবে। সেলফির জন্য এতে 10MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।
- ব্যাটারি: Samsung Galaxy S23 FE ফোনে 25W ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500mAh ব্যাটারি দেওয়া হবে বলে জানা গেছে।
- অন্যান্য: এই ফোনে গোরিলা গ্লাসের প্রোটেকশন, জল ো ধুলোর হাত থেকে বাঁচানোর জন্য IP68 রেটিং দেওয়া হতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন