লঞ্চ হল স্যামসাঙের সবচেয়ে পাতলা Galaxy S25 Edge স্মার্টফোন, রয়েছে 200MP ক্যামেরা, স্ন্যাপড্রাগন 8 এলিট চিপ

স্যামসাঙ তাদের একটি প্রি-রেকর্ডেড YouTube ভিডিওর মাধ্যমে Samsung Galaxy S25 Edge ফোনটি লঞ্চ করা হয়েছে। এটি শুধুমাত্র 5.8mm থিকনেস সহ এখনও পর্যন্ত Galaxy S Series এর সবচেয়ে পাতলা স্মার্টফোন। ফোনটিতে আল্ট্রা-স্লিম ডিজাইন ছাড়াও হাই-এন্ড Snapdragon 8 Elite SoC প্রসেসর, 200MP প্রাইমারি ক্যামেরা, Gorilla Glass Ceramic 2 স্ক্রিন প্রোটেকশন ও Android 15 এবং One UI 7 অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy S25 Edge ফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Samsung Galaxy S25 Edge এর গ্লোবাল প্রাইস ও সেল

  • গ্লোবাল বাজারে Samsung Galaxy S25 Edge ফোনের প্রি-অর্ডার শুরু হয়ে গেছে।
  • আগামী 23 মে থেকে গ্লোবাল স্টোরের মাধ্যমে $1,099.99 (অর্থাৎ প্রায় 94,000 টাকা) দামে সেল হবে।
  • একটি রিপোর্ট থেকে জানা গেছে, ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে ভারতে Samsung Galaxy S25 Edge ফোনের লঞ্চ ইভেন্ট বাতিল করে দেওয়া হয়েছে। তবে ফোনটি ভারতে Amazon এবং অন্যান্য রিটেইল স্টোরের মাধ্যমে সেল করা হবে। আমরা পোস্টের মাধ্যমে এই বিষয়ে আপডেট করে দেব।
মডেল দাম
256GB $1,099.99 (94,000 টাকা)
512GB $1,219.99 (1,04,000 টাকা)

 

Samsung Galaxy S25 Edge এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: ফোনটির ফ্রন্টে QHD+ রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির AMOLED প্যানেল দিয়ে তৈরি ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 2,600 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়া এতে Corning Gorilla Glass Ceramic 2 প্রোটেকশন দেওয়া হয়েছে।

প্রসেসর: ফোনটিতে Qualcomm Snapdragon 8 Elite SoC for Galaxy চিপসেট দেওয়া হয়েছে। একই চিপসেট Galaxy S25 সিরিজের অন্যান্য ফোনেও রয়েছে।

স্টোরেজ: এই ফোনটিতে 12GB LPDDR5x RAM এবং 256GB ও 512GB UFS 4.0 স্টোরেজ অপশন সাপোর্ট করে।

ক্যামেরা: ফোনটির ব্যাক প্যানেলে 200MP প্রাইমারি সেন্সর এবং 12MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স (ম্যাক্রো মোড সহ) দেওয়া হয়েছে। একইভাবে ফ্রন্টে 12MP সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: ফোনটিতে 25W চার্জিং সাপোর্টেড 3,900mAh ব্যাটারি দেওয়া হয়েছে। Samsung এর বক্তব্য অনুযায়ী ফোনটি 30 মিনিটে 55% পর্যন্ত চার্জ হতে সক্ষম।

সফটওয়্যার: ফোনটি Android 15 এবং One UI 7 সহ লঞ্চ করা হয়েছে। এছাড়া ফোনটিতে Galaxy AI ফিচারের মতো Drawing Assist এবং Audio Eraser রয়েছে।

অন্যান্য ফিচার: ফোনটির ওজন 163 গ্রাম এবং জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এতে IP68 রেটিং দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য ফোনটিতে 5G, Wi-Fi 7 ও Bluetooth 5.4 সাপোর্ট রয়েছে। একইসঙ্গে ফোনটিতে টাইটেনিয়াম অ্যালয় বডি ব্যাবহার করা হয়েছে।

কালার অপশন: ফোনটি Titanium Jet Black, Titanium Icy Blue ও Titanium Silver মতো কালার অপশনে লঞ্চ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here