আগামী বছর স্যামসাঙের ফ্ল্যাগশিপ গ্যালাক্সি S24 সিরিজের আপগ্রেডেড মডেল হিসাবে Galaxy S25 সিরিজ পেশ করা হতে পারে। এই সিরিজে Samsung Galaxy S25, Samsung Galaxy S25 Plus এবং Samsung Galaxy S25 Ultra মডেল লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি সিরিজের প্লাস মডেলটি গীকবেঞ্চে দেখা গিয়েছে। এবার সিরিজের আলট্রা ফোনটিও বেঞ্চমার্কিং সাইটে লিস্টেড হয়েছে। এর ফলে ফোনটির বেঞ্চমার্ক স্কোর প্রকাশ্যে এসেছে। এই পোস্টে Galaxy S25 Ultra ফোনের লেটেস্ট লিস্টিং এবং সম্ভাব্য ফিচার সম্পর্কে বিস্তারিত জানানো হল।
Samsung Galaxy S25 Ultra ফোনের গীকবেঞ্চ লিস্টিং
- গীকবেঞ্চে Samsung Galaxy S25 Ultra ফোনটি SM-S938U মডেল নাম্বার সহ দেখা গেছে।
- লিস্টিং থেকে জানা গেছে এই ফোনটির সিঙ্গেল কোর স্কোর 3148 এবং ফোনটি মাল্টি রাউন্ড টেস্টে 10,236 স্কোর পেয়েছে।
- মনে করিয়ে দিই গত সেপ্টেম্বর মাসে এই ফোনের ইউরোপীয় মডেল গীক বেঞ্চে সিঙ্গেল কোর টেস্টে 3069 এবং মাল্টি কোর টেস্টে 9080 স্কোর পেয়েছিল।
- জানিয়ে রাখি নতুন মডেলের ক্লক স্পীডও বেশ খানিকটা বেশি। এতে 3.53GHz ক্লক স্পীডযুক্ত 6 কোর এবং 4.47GHz ক্লক স্পীডযুক্ত 2 কোর রয়েছে। আগের ইউএস ভেরিয়েন্টে 2.90Hz ক্লক স্পীডযুক্ত 6 কোর এবং 4.19GHz ক্লক স্পীডযুক্ত 2 কোর দেওয়ার কথা বলা হয়েছিল।
- Samsung Galaxy S25 Ultra ফোনে স্ন্যাপড্রাগন 8 এলিট ফর গ্যালাক্সি চিপসেট থাকতে পারে। এটি বিশেষভাবে স্যামসাঙ ফ্ল্যাগশিপ ফোনের জন্য ডিজাইন করা হয়েছে।
- জানিয়ে রাখি আগের Samsung Galaxy S24 Ultra ফোনটি গীকবেঞ্চ টেস্টে সিঙ্গেল কোরে 2294 এবং মাল্টি কোরে 7191 স্কোর পেয়েছিল। অর্থাৎ আপকামিং আলট্রা মডেলটি আরও শক্তিশালী হবে।
- গীকবেঞ্চ অনুযায়ী আপকামিং ফোনটি 12GB RAM সহ পেশ করা হতে পারে। এছাড়া এই ফোনটি অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেমে কাজ করবে।
Samsung Galaxy S25 Ultra ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Samsung Galaxy S25 Ultra ফোনে 120Hz রিফ্রেশ রেট, ন্যারো বেজল এবং পাঞ্চ হোল কাটআউট সহ 6.86-ইঞ্চির ডায়নামিক এমোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে। S24 Ultra ফোনে 6.8-ইঞ্চির স্ক্রিন ছিল।
- ক্যামেরা: Galaxy S25 Ultra ফোনে 200MP HP2 প্রাইমারি সেন্সর, 50MP ISOCELL JN3 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 10MP 3x টেলিফটো ক্যামেরা এবং 50MP 5x টেলিফটো সেন্সর যোগ করা হতে পারে। এই ফোনে সেলফি ক্যামেরা সেন্সর সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
- ব্যাটারি: এই আপকামিং ফোনের ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি, তবে ফোনটিতে 45W ফাস্ট চার্জিং দেওয়া হতে পারে।
Samsung Galaxy S25 Ultra ফোনের সম্ভাব্য ডিজাইন
লিক অনুযায়ী Samsung Galaxy S25 Ultra ফোনটি টাইটেনিয়াম, ব্লু, ব্ল্যাক এবং গ্রীন কালার অপশনে পেশ করা হতে পারে। আগের S24 Ultra ফোনে শার্প কর্নার ছিল, তবে আপকামিং মডেলে রাউন্ডেড কর্নার দেওয়া হতে পারে। এই ফোনের স্ক্রিন সাইজও কিছুটা বড় হতে পারে। সবদিক থেকে এই ফোনটি কিছুটা পাতলা হবে বলে মনে করা হচ্ছে।