পড়ে গেলেও লাগবে না একটি আঁচড়‌ও, স‍্যামসাং লঞ্চ করল 8 ইঞ্চির ডিসপ্লে ও 4,450 এম‌এএইচ ব‍্যাটারীযুক্ত গ‍্যালাক্সি ট‍্যাব অ্যাক্টিভ2

ভারতে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়িয়ে স‍্যামসাং ইন্ডিয়া গতকাল একটি নতুন ডিভাইস লঞ্চ করেছে। স‍্যামসাঙের পক্ষ থেকে গ‍্যালাক্সি ট‍্যাব অ্যাক্টিভ2 ভারতে লঞ্চ করা হয়েছে। এই ট‍্যাবলেটটিতে কোম্পানি শুধুমাত্র দুর্দান্ত স্পেসিফিকেশন‌ই দেয়নি বরং এতে আছে মিলিটারি গ্ৰেড আল্ট্রা ডিউরাবিলিটি। স‍্যামসাং গ‍্যালাক্সি ট‍্যাব অ্যাক্টিভ2 50,990 টাকা দামে ভারতে লঞ্চ করা হয়েছে যা মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে সেল শুরু হবে।

48 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হবে শাওমি মি 9, এই স্টাইলিশ ফোনের তথ্য হল লিক

স‍্যামসাং গ‍্যালাক্সি ট‍্যাব অ্যাক্টিভ2 এর ডিজাইন
স‍্যামসাঙের এই ট‍্যাবলেটটি এম‌আইএল-এসটিডি-810জি সার্টিফাইড। সহজ ভাষায় বলতে গেলে এই সার্টিফিকেট কোনো স্মার্টফোন বা ট‍্যাবলেটের মজবুতি বোঝায়। স‍্যামসাঙের এই ট‍্যাবলেট‌ও অত্যন্ত শক্তিশালী বিল্ড কোয়ালিটিতে তৈরি। মেঝেতে পড়ে গেলে বা কোনো শক্ত জিনিসে ধাক্কা লাগলেও এই ট‍্যাবলেটের কোনো ক্ষতি হবে না। এমনকি ধূলো ও রৌদ্রের সঙ্গে জলেও এই ট‍্যাবলেট সুরক্ষিত থাকবে। কোম্পানির দাবি অনুযায়ী এই ট‍্যাবলেটটি আধা ঘন্টা পর্যন্ত 1.5 মিটার জলের নিচে থাকতে পারবে। এছাড়াও মাইনাস 20 ডিগ্ৰির ঠান্ডা থেকে 71 ডিগ্ৰির গরমেও এই ট‍্যাবলেটের কোনো ক্ষতি হবে না।

স‍্যামসাং গ‍্যালাক্সি ট‍্যাব অ্যাক্টিভ2 এর স্পেসিফিকেশন
স‍্যামসাঙের এই ট‍্যাবলেটে 8 ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ডিভাইসটি 3 জিবি র‍্যামের সঙ্গে পেশ করা হয়েছে যা 16 জিবি ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। ট‍্যাবলেটের মেমরি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো সম্ভব। গ‍্যালাক্সি ট‍্যাব অ্যাক্টিভ2 অ্যান্ড্রয়েডের লেটেস্ট ওএস অ্যান্ড্রয়েড 9 পাই যুক্ত যা কোম্পানির এক্সনস 7870 চিপসেটে রান করে।

শাওমি করতে চলেছে বড় ধামাকা, 20 ফেব্রুয়ারি লঞ্চ হবে মি 9 স্মার্টফোন

ফোটোগ্ৰাফির জন্য গ‍্যালাক্সি ট‍্যাব অ্যাক্টিভ2 এর ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 8 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা ও সেলফির জন্য 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। 4জি সাপোর্ট ও বেসিক কানেক্টিভিটির সঙ্গে এতে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 4,450 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। প্রসঙ্গত এই ডিভাইসের ফ্রন্ট প‍্যানেলে হোম ও নেভিগেশন বাটন‌ও দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here