শাওমি করতে চলেছে বড় ধামাকা, 20 ফেব্রুয়ারি লঞ্চ হবে মি 9 স্মার্টফোন

শাওমির আগামী হাইএন্ড স্মার্টফোন মি 9 সম্পর্কে দীর্ঘদিন ধরে লিক বের হচ্ছে। কিছু দিন আগে শাওমির এই স্মার্টফোন সিঙ্গাপুরের ইনফো কমিউনিকেশন মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটি (আইএমডিএ) তে লিস্টেড করা হয়েছে যার ফলে আশা আরও প্রবল হয়ে উঠেছে যে মি 9 খুব তাড়াতাড়ি টেক মঞ্চে লঞ্চ হতে চলেছে। এবার কোম্পানি সব লিকের ইতি ঘটিয়ে মি 9 এর লঞ্চ সম্পর্কে ঘোষণা করে দিয়েছে। শাওমি জানিয়েছে আগামী 20 ফেব্রুয়ারি মি 9 লঞ্চ করা হবে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ50, এ30 ও এ10 এর স্পেসিফিকেশন হল লিক, জেনে নিন পুরো ডিটেইলস

শাওমি মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে একটি ইমেজ পোস্ট শেয়ার করে মি 9 এর লঞ্চ ডেট সম্পর্কে জানিয়েছে। শাওমি এই ইমেজে ইভেন্টের ডিটেইলস লিখে বলেছে কোম্পানি 20 ফেব্রুয়ারি চীনে একটি ইভেন্টের আয়োজন করবে এবং এই ইভেন্টের মঞ্চ থেকেই মি 9 টেক জগতে পা রাখবে। 24 ফেব্রুয়ারি স্পেনে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2019 শুরু হতে চলেছে যেখানে স‍্যামসাং, হুয়াই, ওয়ানপ্লাসসহ বেশ কিছু বড় কোম্পানি অংশগ্রহণ করবে এবং তাদের নতুন ডিভাইস পেশ করবে। কিন্তু শাওমি এই মহা আয়োজনের আগেই মি 9 অফিসিয়ালি পেশ করে দেবে।

শাওমি মি 9
শাওমি মি 9 সম্পর্কে এখনও পর্যন্ত দেশী বিদেশী বহু মিডিয়া অনেক রিপোর্ট পেশ করেছে। কোম্পানির তরফ থেকে এখনও পর্যন্ত মি 9 সম্পর্কে কোনো তথ্য পাওয়া না গেলেও বিভিন্ন লিকের মাধ্যমে ফোনটির স্পেসিফিকেশন জানা গেছে। লিক অনুযায়ী শাওমি মি 9 19.5:9 আসপেক্ট রেশিওরসঙ্গে ওয়াটারড্রপ নচসহ পেশ করা হবে। এই ফোনে 6.4 ইঞ্চির ফুল স্ক্রিন ডিসপ্লে দেওয়া হতে পারে যা 2কে স্ক্রিন রেজলিউশন সাপোর্ট করবে। লিক অনুযায়ী মি 9 অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হবে।

6 জিবি র‍্যাম, ট্রিপল ক‍্যামেরা ও 5,000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হবে স‍্যামসাং গ‍্যালাক্সি এ30, প্রাথমিক দাম হবে 14,990 টাকা

মি 9 শাওমির পক্ষ থেকে 6 জিবি র‍্যামের সঙ্গে পেশ করা হতে পারে এবং এর সঙ্গে কোয়ালকমের সবচেয়ে নতুন ও শক্তিশালী চিপসেট স্ন‍্যাপড্রাগন 855 চিপসেটে রান করবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য মি 9 এ 32 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 3,500 এম‌এএইচ ব‍্যাটারী দেখা যেতে পারে। কয়েক দিন আগে আইএমডিএর রিপোর্টে মি 9 ওয়াইফাই ও ব্লুটুথ রেডি বলা হয়েছে। এই ফোনে এন‌এফসি ফিচার‌ও থাকবে।

শোনা যাচ্ছে শাওমি মি 9 5জি টেকনিকের সঙ্গে লঞ্চ করা হবে। এই ফোনটি ওয়ারলেস চার্জিং ফিচার‌ও সাপোর্ট করতে পারে। ফোনটির সঠিক তথ্যের জন্য আপাতত 20 ফেব্রুয়ারির অপেক্ষা করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here