48 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হবে শাওমি মি 9, এই স্টাইলিশ ফোনের তথ্য হল লিক

আজ সকালেই আমরা শাওমির আগামী ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন মি 9 সম্পর্কে জানিয়েছিলাম ফোনটি 20 ফেব্রুয়ারি লঞ্চ করা হবে। কোম্পানি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের ঠিক আগে এই ফোনটি লঞ্চ করতে চলেছে। এতদিন শাওমি রেডমি 9 সম্পর্কে একাধিক লিক এসেছে এবং আজ ফোনটি সম্পর্কে একটি নতুন তথ্য পেশ হয়েছে। এক টুইটার ইউজার এই ফোনের ফোটো লিক করেছেন যার ফলে এর ডিজাইন সম্পর্কে খুব সহজেই ধারণা করা যায়।

শাওমি করতে চলেছে বড় ধামাকা, 20 ফেব্রুয়ারি লঞ্চ হবে মি 9 স্মার্টফোন

বিভিন্ন লিকে আগেই জানা গেছে শাওমি মি 9 এ তিনটি ক‍্যামেরা সেট‌আপ থাকবে এবং এই ফোটোয় তা স্পষ্ট দেখা যাচ্ছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে বাঁদিকে তিনটি ক‍্যামেরা দেওয়া হয়েছে এবং এর সঙ্গে ফ্ল‍্যাশ‌ও আছে। এই ফোনটির ব‍্যাক প‍্যানেল গ্লাসের তৈরি। নিল রঙের উজ্জ্বল গ্লাসে তৈরি এই ফোনটি দেখতে অনেকটা হুয়াইয়ের ফোনের মতো। ফোনের বডি কার্ভড।

ফোনটির ফ্রন্ট ফোটোও দেওয়া হয়েছে। এই ফোটোয় দেখা যাচ্ছে শাওমি মি 9 ওয়াটারড্রপ নচের সঙ্গে পেশ করা হবে। ফোনটি দেখার পর বলা যেতে পারে এতে ডি ফেস স্ক‍্যানিং টেকনোলজি থাকবে না। নিচের দিকে দেখা গেছে এতে পুরোনো মি 8 এর থেকে বেজল আরও কমিয়ে দেওয়া হয়েছে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ50, এ30 ও এ10 এর স্পেসিফিকেশন হল লিক, জেনে নিন পুরো ডিটেইলস

ফোনটি দেখে মনে হচ্ছে শাওমি এবার আলাদা ভাবে ভয়েস অ্যাসিসট‍্যান্ট ফিচার পেশ করতে পারে। ফোনের বাঁদিকের প‍্যানেলে শাও এআই বাটন দেখা গেছে। যে টুইটার অ্যাকাউন্ট থেকে এই ফোটো লিক করা হয়েছে সেখানে আরও বলা হয়েছে শাওমি মি 9 এ 48 এমপি + 13 এমপি + 16 এমপি সেন্সর থাকবে। কোম্পানি এবিষয়ে এখনও পর্যন্ত কোনো তথ্য দেয়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here