প্রকাশ্যে এল Samsung Galaxy Z Fold 6 এবং Z Flip 6 ফোনের মার্কেটিং পোস্টার, দেখে নিন ফিচার

আগামী মাসে Samsung এর Galaxy Z Fold 6 এবং Z Flip 6 স্মার্টফোন দুটি লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। আগামী 10 জুলাই Samsung Galaxy Z Fold 6 এবং Samsung Galaxy Z Flip 6 নামে বাজারে পেশ করা হতে পারে বলে জানানো হচ্ছে। এবার লঞ্চের আগেই কাজাখস্তান ওয়েবসাইটের মাধ্যমে এই আপকামিং ফোনের মার্কেটিং পোস্টার প্রকাশ্যে এসেছে। এই পোস্টারের মাধ্যমে এই দুটি ফোনের লুক দেখা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ডিটেইলস সম্পর্কে।

Samsung Galaxy Z Fold 6 এবং Z Flip 6 এর মার্কেটিং পোস্টার (লিক)

  • স্যামসাঙ কাজাকিস্তান ভুল করে কোম্পানির অফিসিয়াল সাইটে Galaxy Z Fold 6 এবং Z Flip 6 স্মার্টফোনের মার্কেটিং পোস্টার লাইভ করে দিয়েছিল। এরপর পোস্টারটি ডিলিট করে দিলেও, বর্তমানে এই পোস্টারের স্ক্রিনশট ভাইরাল হচ্ছে।
  • লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা মার্কেটিং পোস্টার অনুযায়ী Samsung Galaxy Z Fold 6 স্মার্টফোন আগের মডেলের তুলনায় শার্প কর্নার সহ বক্সি ডিজাইন দেওয়া হতে পারে।
  • এই আপকামিং ফোনে তিনটি রিয়ার ক্যামেরা ভারর্টিকলী দেখা গেছে। একইসঙ্গে ক্যামেরা মডিউল কম উঁচু হবে বলে মনে করা হচ্ছে।
  • লিক পোস্টার অনুযায়ী Samsung Galaxy Z Flip 6 স্মার্টফোনের কোন বড়ো পরিবর্তন দেখা যায়নি।
  • নীচে দেওয়া ইমেজ অনুযায়ী এই দুটি প্রিমিয়াম স্মার্টফোন গ্যালাক্সি এআই ফিচার সহ আসবে বলে জানা গেছে।

Samsung Galaxy Z Fold 6 এবং Z Flip 6 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • Samsung Z Flip 6 স্মার্টফোনে 3.9 ইঞ্চির বড়ো কভার স্ক্রিন দেওয়া হবে বলে জানা গেছে।
  • লিক অনুযায়ী প্রসেসিঙের জন্য এই Samsung Galaxy Z Fold 6 এবং Z Flip 6 স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর দেওয়া হতে পারে।
  • Galaxy Z Flip 6 স্মার্টফোনে 4,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
  • 3C লিস্টিং অনুযায়ী Galaxy Z Fold 6 এবং Z Flip 6 স্মার্টফোনে 25W ওয়্যার ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট দেওয়া হতে পারে।
  • আগের লিক অনুযায়ী Galaxy Z Flip 6 স্মার্টফোনে 256GB এবং 512GB পর্যন্ত স্টোরেজ সহ লঞ্চ করা হতে পারে।
  • Galaxy Z Fold 6 স্মার্টফোনে 256GB, 512GB এবং 1TB পর্যন্ত স্টোরেজ সহ পেশ করা হতে পারে।
  • Samsung Galaxy Z Flip 6 5G স্মার্টফোনে 50MP প্রাইমারি লেন্স দেওয়া হতে পারে।
  • Samsung Galaxy Z Fold 6 এবং Z Flip 6 স্মার্টফোনে নতুন এআই ফিচার সহ অ্যান্ড্রয়েড 14 এবং ইউআই সহ লঞ্চ করা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here