Exclusive : কমতে চলেছে Samsung ফোনের দাম, দীপাবলির আগে আসবে এই অফার

বিগত কয়েক দিন ধরে Samsung ফোন নিয়ে যথেষ্ট সমালোচনা চলছে। কোম্পানি ইতিমধ্যে Galaxy A30s ও Galaxy A50s লঞ্চ করে দিয়েছে। এছাড়া শোনা যাচ্ছে কোম্পানি খুব তাড়াতাড়ি Galaxy M30s সহ বেশ কিছু স্মার্টফোন লঞ্চ করতে পারে। আমরা Samsung ফোনের ব‍্যাপারে কিছু বিশেষ তথ্য পেয়েছি। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী Samsung খুব তাড়াতাড়ি তাদের বেশ কিছু ফোনের দাম কমাতে চলেছে বিশেষ করে Galaxy M সিরিজ এবং Galaxy A সিরিজের সমস্ত ফোনের। তাদের এই অফার দীপাবলির আগে আসতে চলেছে। আমরা এই তথ্য ইন্ডাস্ট্রির এমন একজনের থেকে পেয়েছি যে স‍্যামসাঙের প্ল‍্যানিং ও পরিকল্পনার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন। 

কাজ শুরু Redmi K30 এর, এতে থাকবে 5জি সাপোর্ট : Lu Weibing

তিনি আমাদের বলেছেন যে “স‍্যামসাং তাদের ফোনের দাম দুটি কারণে কমাবে। প্রথমত দীপাবলির সময়ে ভারতে সবচেয়ে বেশি কেনাকাটা হয় এবং এই সময়ে অফার দিয়ে কোম্পানি যত বেশি সম্ভব গ্ৰাহক পেতে চাইছে। দ্বিতীয় বড়ো কারণ হলো Galaxy M সিরিজ এবং Galaxy A সিরিজের নতুন ফোন লঞ্চ। খুব তাড়াতাড়ি Galaxy M সিরিজ এবং Galaxy A সিরিজের পোর্টফোলিও বদলে যেতে চলেছে এবং এইসব ফোনের দাম সেইরকমই হবে যে দামে এখন এই সিরিজের ফোন বিক্রি হচ্ছে। তাই কোম্পানি পুরোনো ফোনের দাম কমিয়ে সেখানে নতুন ফোন নিয়ে আসবে।”

এই কথার সত্যতা প্রমাণ হয় কিছু দিন আগে স‍্যামসাঙের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, স্মার্টফোন বিজনেস, অসীম বারসির আমাদের দেওয়া ইন্টারভিউ থেকে। যেখানে তিনি বলেছিলেন “আগামী কয়েক সপ্তাহে আমরা ভারতে শুধুমাত্র অনলাইন স্টোরের মাধ্যমে 2 মিলিয়ন ফোন বেচার লক্ষ্য নিয়ে এগোচ্ছি এবং এর দাম প্রায় 3,000 কোটি টাকার সমান। স‍্যামসাঙের সমস্ত ফোন মডেল এই অনলাইন বিজনেসের অন্তর্গত হবে কিন্তু মূলত Galaxy M সিরিজে জোর দেওয়া হবে।”

লঞ্চ হলো Nokia 110, Nokia 800 Tough এবং Nokia 2720 Flip, প্রতিযোগিতায় পড়তে পারে JioPhone

যদিও তিনি শুধুমাত্র অনলাইন সেলের কথা ঘোষণা করেছেন তবুও সকলেই জানেন আজ‌ও স‍্যামসাঙের ফোন সেলের অধিকাংশ পরিমাণ‌ই ঘটে অফলাইন মার্কেটে। তাই আশা করাই যায় অফলাইন ক্ষেত্রে কোম্পানির পরিকল্পনা ও স্ট্র‍্যাটেজি আরও বড়ো হবে। 

তথ্য অনুযায়ী স‍্যামসাঙের পক্ষ থেকে Galaxy A50, Galaxy A30, Galaxy A20, Galaxy A10, Galaxy M10, Galaxy M20 এবং Galaxy M30 এর দাম কমানো হবে। এছাড়াও কোম্পানির অন‍্যান‍্য কিছু পুরোনো ফোন যেমন Galaxy S10 ও S10 Plus, Galaxy S9 ও S9 Plus সহ আরও কিছু ফোনের দাম কমবে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here