HMD Global বার্লিনে চলমান IFA 2019 ইভেন্টে তাদের নতুন ডিভাইস লঞ্চ করেছে। এটি কোম্পানির প্রথম আইএফএ ইভেন্ট এবং এই মঞ্চে দাঁড়িয়ে কোম্পানি একটি বা দুটি নয় বরং পাঁচটি নতুন হ্যান্ডসেট ও একটি পাওয়ার ইয়ারবাড লঞ্চ করেছে। কোম্পানি এই ইভেন্টে Nokia 6.2 ও Nokia 7.2 স্মার্টফোন এবং Nokia 110 (2019), Nokia 2720 (2019) এবং Nokia 800 Tough এর মতো ফিচার ফোন পেশ করেছে। এর আগেই আমরা Nokia 6.2 ও Nokia 7.2 সম্পর্কে অন্য একটি আর্টিকলে আলোচনা করেছি। এই পোস্টে আপনাদেরNokia 110 (2019), Nokia 2720 (2019) এবং Nokia 800 Tough এর সমস্ত তথ্য দিতে চলেছি।
12 জিবি র্যাম ও 1000 জিবি মেমরির সঙ্গে চলে এলো ASUS ROG II Ultimate Edition, সেল শুরু অক্টোবরে
Nokia 110 (2019)
কোম্পানি তাদের নতুন Nokia 110 (2019) ফোনটি Ocean Blue, Pink ও Black কালার ভেরিয়েন্টে লঞ্চ করেছে। এই ফোনে 1.7 ইঞ্চির QQVG ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনে 4 এমবি র্যাম ও 4 এমবি স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফিচার ফোনের স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 32 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। সফটওয়্যার প্ল্যাটফর্মের দিক থেকে এই ডিভাইসটি নোকিয়া সিরিজ 30+ এ কাজ করে।
ফোটো ক্লিক করার জন্য এতে qVGA ক্যামেরা আছে। কানেক্টিভিটির জন্য এতে মাইক্রো ইউএসবি 2.0 এবং 3.5 এমএম হেডফোন জ্যাক আছে এবং পাওয়ার ব্যাকআপের জন্য এতে 800 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটির ডায়মেনশন 115.15 × 49.85 × 14.3 এমএম এবং এর ওজন 74.96 গ্ৰাম।
সুন্দর ফিচারের সঙ্গে চলে এলো Lenovo K10 Note এবং A6 Note
Nokia 2720 Flip
Nokia ব্র্যান্ডের ফোন নির্মাণকারী কোম্পানি HMD Global তাদের বেশ কিছু পুরোনো ক্লাসিক ফোন 4জি এলটিইর মতো উন্নত ফিচারের সঙ্গে আবার পেশ করছে। এই লিস্টের দ্বিতীয় ফোন Nokia 2720 Flip। কোম্পানির পক্ষ থেকে Nokia 2720 ফোনটি 2009 সালে প্রথম পেশ করা হয়েছিল। আজ আবার কোম্পানি এই ইভেন্টে ফোনটির 4জি ভার্সন পেশ করলো।
Nokia 2720 Flip 4জি ফিচার ফোনে 2.8 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এর সঙ্গে ফোনটি ভাঁজ করলে এতে বাইরের দিকে 1.3 ইঞ্চির 240 × 240 মনোক্রোম ডিসপ্লে আছে। এই ফোনটি কোয়ালকম 205 মোবাইল প্ল্যাটফর্মযুক্ত। এই ফোনে 512 এমবি র্যাম ও 4 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 32 জিবি পর্যন্ত বাড়ানো যায়।
8 জিবি র্যাম ও 48 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরার সঙ্গে লঞ্চ হলো Lenovo Z6 Pro
ফোটোগ্ৰাফির জন্য এই ফ্লিপ ফোনে 2 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনে KaiOS অপারেটিং সিস্টেম আছে যা এর আগে জিওফোনেও দেখা গেছে। কানেক্টিভিটির জন্য এই ফোনে WiFi WLAN IEEE 802.11 b/g/n আছে। এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 1,500 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে।
Nokia 800 Tough
এই ফোনটি একটি ওয়াটার, ডাস্ট ও ড্রপ প্রুফ ফোন যা রাফ লাইফস্টাইলে ব্যবহার করার জন্য বানানো হয়েছে। এই ফোনটিকে IP68 রেটিং দেওয়া হয়েছে। এছাড়া ফোনটির ডিজাইনও অত্যন্ত মজবুত করা হয়েছে। Nokia 800 Tough 4জি ফিচার ফোনে 2.4 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি কোয়ালকম 205 মোবাইল প্ল্যাটফর্মযুক্ত। এই ফোনেও 512 এমবি র্যাম ও 4 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। এই ডিভাইসের স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 32 জিবি পর্যন্ত বাড়ানো যায়।
5 সেপ্টেম্বর শুরু হয়ে গেছে Jio Fiber সার্ভিস, 10টি সহজ স্টেপে জেনে নিন কিভাবে বুক করবেন
ফোটোগ্ৰাফির জন্য এতে ফ্ল্যাশ লাইটের সঙ্গে 2 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 2,100 এমএএইচের ব্যাটারী আছে। কানেক্টিভিটির জন্য এতে WiFi WLAN IEEE 802.11 b/g/n আছে।
দাম
Nokia 800 Tough ফোনটি কোম্পানির পক্ষ থেকে 109 ইউরো (প্রায় 8,600 টাকা) দামে লঞ্চ করা হয়েছে যা অক্টোবর থেকে সেল করা হবে। এই ফোনটি Dark Steel ও Desert Sand কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।
Nokia 2720 Flip ফোনটি 89 ইউরো (প্রায় 7,000 টাকা) দামে লঞ্চ করা হয়েছে যা এই মাস থেকেই সেল করা হবে। এই ফোনটি Black ও Grey কালার অপশনে কেনা যাবে।
Nokia 110 (2019) ফিচার ফোনটি কোম্পানি 20 ডলার (প্রায় 1,400 টাকা) দামে লঞ্চ করেছে। এই ডিভাইসটি এই মাসেই Ocean Blue, Pink ও Black কালার ভেরিয়েন্টে সেল করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন