Xiaomi জুলাই মাসে ভারতে তাদের Redmi সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে দুটি নতুন স্মার্টফোন Redmi K20 এবং Redmi K20 Pro লঞ্চ করেছিল। এই দুটি স্মার্টফোন Redmi সিরিজের প্রথম পপ আপ সেলফি ক্যামেরাওয়ালা স্মার্টফোন। অসাধারণ স্পেসিফিকেশনযুক্ত এই দুটি স্মার্টফোন ভারতীয় ইউজারদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করে। Redmi K20 মডেলের সফলতাকে Xiaomi এবার আরও এগিয়ে নিয়ে যেতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণা করা হয়েছে যে Xiaomi তাদের Redmi K সিরিজের আগামী স্মার্টফোন Redmi K30 নিয়ে কাজ শুরু করে দিয়েছে এবং এই ফোনটি 5জি সাপোর্টের সঙ্গে লঞ্চ করা হবে।
লঞ্চ হলো Nokia 7.2 এবং Nokia 6.2, দেখে নিন ফোনদুটির লুক, স্পেসিফিকেশন এবং দাম
Redmi K30 সম্পর্কে এই গুরুত্বপূর্ণ তথ্য স্বয়ং কোম্পানির জেনারেল ম্যানেজার Lu Weibing জানিয়েছেন। ওয়েইবিং মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে একটি পোস্ট করে লিখেছেন, “5G has arrived. Don’t worry, Redmi K30 is already on the road”. এই পোস্টের মাধ্যমে রেডমি জিএম বলেছেন যে 5জি এসে গেছে এবং Redmi K30 ও আসতে চলেছে। তাঁর পোস্ট থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কোম্পানি Redmi K30 তে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে এবং খুব তাড়াতাড়ি টেক মঞ্চে এটি পেশ করা হবে।
এতে থাকবে 5জি সাপোর্ট
একদিকে যেমন Weibing স্বয়ং Redmi K30 এর কথা জানিয়েছেন তেমনই আবার তাঁর পোস্টে রেডমি জিএম বুঝিয়ে দিয়েছেন যে রেডমি সিরিজের এই আগামী স্মার্টফোন Redmi K30 স্মার্টফোন 5জি সাপোর্টের সঙ্গে লঞ করা হবে। জানিয়ে রাখি কিছু দিন আগে কোয়ালকম তাদের স্ন্যাপড্রাগন 700 সিরিজের চিপসেটে 5জি সাপোর্ট দেওয়ার কথা ঘোষণা করেছে। তাই মনে করা হচ্ছে Redmi K30 কোয়ালকমের এই চিপসেটের সঙ্গেই লঞ্চ করা হতে পারে।
12 জিবি র্যাম ও 1000 জিবি মেমরির সঙ্গে চলে এলো ASUS ROG II Ultimate Edition, সেল শুরু অক্টোবরে
সম্ভাব্য দাম
দামের দিক থেকে Redmi K30 20,000 টাকার থেকে বেশি দামি হবে। Weibing এর পোস্টে এক ইউজার প্রশ্ন করে জানতে চেয়েছিলেন যে Redmi K30 এর আনুমানিক দাম 2,000 ইউয়ান অর্থাৎ 20,000 টাকা হবে কি না যার উত্তরে রেডমি জিএম বলেছিলেন 5জি চিপসেট এখনও পর্যন্ত যথেষ্ট দামি। অর্থাৎ Redmi K30 20,000 টাকার বেশি বাজেট সেগমেন্টেই লঞ্চ করা হবে। জানিয়ে রাখি ভারতীয় স্মার্টফোন মার্কেটে Redmi K20 এবং Redmi K20 Pro ফোনদুটি বেশি দামে লঞ্চ করায় কিছুটা সমস্যাতেই পড়তে হয়েছিল।
ভারতীয় মার্কেটে Redmi K20 এর দুটি মডেলই দুটি ভেরিয়েন্টে সেল করা হচ্ছে। Redmi K20 Pro ফোনটির 6 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 27,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল এবং ফোনটির 8 জিবি র্যাম ও 256 জিবি মেমরি ভেরিয়েন্ট 30,999 টাকা দামে পেশ করা হয়েছিল। অন্যদিকে Redmi K20 এর 6 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 21,999 টাকা এবং 6 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 23,999 টাকা দামে সেল করা হচ্ছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন