স‍্যামসাং আবার দেবে শাওমিকে টক্কর, আনতে চলেছে অত্যন্ত সস্তা অ্যান্ড্রয়েড গো ফোন

স‍্যামসাং কিছু দিন আগে ভারতে নতুন গ‍্যালাক্সি এম সিরিজ লঞ্চ করে এই সিরিজে দুটি স্মার্টফোন গ‍্যালাক্সি এম10 ও গ‍্যালাক্সি এম20 পেশ করে। এই দুটি স্মার্টফোন‌ই ভারতে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। কম দামে লঞ্চ হ‌ওয়া এই ফোনদুটি শাওমি রেডমি স্মার্টফোনকে কড়া প্রতিযোগিতার মুখে ঠেলে দিয়েছে। কিন্তু স‍্যামসাং এটুকুতেই থেমে থাকবে না। নতুন খবর পাওয়া গেছে স‍্যামসাং তাদের নতুন অ্যান্ড্রয়েড গো স্মার্টফোনের ওপর কাজ করছে এবং খুব তাড়াতাড়ি এই ফোন টেক জগতে লঞ্চ করবে। স‍্যামসাঙের এই আগামী অ্যান্ড্রয়েড গো স্মার্টফোন গীকবেঞ্চে লিস্টেড করে দেওয়া হয়েছে।

শাওমি গড়ল নতুন রেকর্ড, 1 মাসের মধ্যে বেচল রেডমি নোট 7 এর 1 লক্ষের‌ও বেশি হ‍্যান্ডসেট

চীনা বেঞ্চমার্কিং ওয়েবসাইট গীকবেঞ্চে স‍্যামসাঙের এই আগামী স্মার্টফোন দেখা গেছে। গীকবেঞ্চে এই লিস্টিং গতকাল অর্থাৎ 12 ফেব্রুয়ারি করা হয়েছে। গীকবেঞ্চে স‍্যামসাঙের এই আগামী স্মার্টফোন স‍্যামসাং এস‌এম-এ260এফ মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে। গীকবেঞ্চের লিস্টিঙে এই স্মার্টফোনের প্রসেসরের সঙ্গে “গো” লেখা হয়েছে যার থেকে জানা গেছে এই ফোনটি অ্যান্ড্রয়েড গো ভার্সনের সঙ্গে লঞ্চ করা হবে।


স্পেসিফিকেশন
স‍্যামসাঙের এই আগামী স্মার্টফোন সর্বপ্রথম এম‌এসপি স্পট করেছে। গীকবেঞ্চে দেওয়া তথ্য অনুযায়ী স‍্যামসাঙের এই আগামী স্মার্টফোনে 1 জিবি র‍্যাম দেওয়া হবে। লিস্টিঙে এই স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড 8.1 অরিওযুক্ত হ‌ওয়ার কথা বলা হয়েছে।

4 জিবি র‍্যাম ও 6.1 ইঞ্চির বড় ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল এলজি কিউ9 ওয়ান, পড়লেও ভাঙ্গবে না এই মিলিটারি গ্ৰেড ফোন

প্রসেসিঙের জন্য এতে 1.6 গিগাহার্টসের ক্লক স্পীডযুক্ত অক্টাকোর কর্টেক্স-এ53 প্রসেসর ও 14 এন‌এম টেকনোলজিতে তৈরি স‍্যামসাঙের এক্সনস 7870 চিপসেট দেওয়া হতে পারে। গ্ৰাফিক্সের জন্য এই ফোনে মালী-টি830 জিপিইউ দেখা যেতে পারে। গীকবেঞ্চে স‍্যামসাঙের এই আগামী অ্যান্ড্রয়েড গো স্মার্টফোনটি সিঙ্গেল কোরে 726 স্কোর ও মাল্টি কোরে 2984 স্কোর দেওয়া হয়েছে।

প্রসঙ্গত স‍্যামসাং অনেক দিন ধরে অ্যান্ড্রয়েড গো স্মার্টফোন লঞ্চ করেনি। অ্যান্ড্রয়েড গো চলার দরুন এই ফোনটি কম স্পেসিফিকেশন থাকা সত্ত্বেও ফাস্ট পসেসিঙ দিতে সক্ষম হবে। স্পেসিফিকেশনের দিক থেকে যেমন স‍্যামসাঙের এই ফোনটি হালকা হবে তেমন দামের দিক থেকেও ফোনটি সস্তা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here