শাওমি গড়ল নতুন রেকর্ড, 1 মাসের মধ্যে বেচল রেডমি নোট 7 এর 1 লক্ষের‌ও বেশি হ‍্যান্ডসেট

গত মাসে শাওমি তাদের রেডমি ব্র‍্যান্ডে প্রথম 48 মেগাপিক্সেল রেয়ার ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন রেডমি নোট 7 লঞ্চ করে। শোনা যাচ্ছে কোম্পানি খুব তাড়াতাড়ি এই ফোনটি ভারতেও লঞ্চ করে দেবে। ভারতে রেডমির ফ‍্যানরা অধীর আগ্ৰহে রেডমি নোট 7 এর অপেক্ষা করছে। কিন্তু রেডমি নোট 7 ভারতে লঞ্চের আগেই এমন এক খবর পাওয়া গেছে যা শাওমি ফ‍্যানদের রেডমি নোট 7 এর জন্য অপেক্ষা আরও বাড়িয়ে তুলবে। শাওমি জানিয়েছে কোম্পানি এক মাসের মধ্যে রেডমি নোট 7 এর 1 লক্ষের‌ও বেশি হ‍্যান্ডসেট বেচে ফেলেছে।

4 জিবি র‍্যাম ও 6.1 ইঞ্চির বড় ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল এলজি কিউ9 ওয়ান, পড়লেও ভাঙ্গবে না এই মিলিটারি গ্ৰেড ফোন

শাওমি রেডমি নোট 7 আপাতত চীনে লঞ্চ করা হয়েছে। ফোনটি 15 জানুয়ারি প্রথম বারের জন্য ফ্ল‍্যাশ সেলের মাধ্যমে সামনে আসে। ফোনটির সেল শুরু হ‌ওয়ার এক মাস‌ও পূর্ণ হয়নি, এরই মধ্যে কোম্পানি অফিসিয়ালি জানিয়ে দিয়েছে এক মাসের মধ্যেই রেডমি নোট 7 এর লক্ষাধিক হ‍্যান্ডসেট বিক্রি হয়ে গেছে। সবচেয়ে বড়ো কথা এই ফোনটি শুধুমাত্র ফ্ল‍্যাশ সেলের মাধ‍্যমেই চীনে বিক্রি করা হয়েছে। প্রসঙ্গত রেডমি নোট 7 তার প্রথম সেলে মাত্র 8 মিনিটের মধ্যেই সোল্ড আউট হয়ে যায়।

রেডমি নোট 7 শাওমি রেডমি সিরিজে লঞ্চ হ‌ওয়া প্রথম 48 মেগাপিক্সেল রেয়ার ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন। রেডমি নোট 7 কোম্পানির পক্ষ থেকে “ইউ” শেপের ওয়াটারড্রপ নচের সঙ্গে পেশ করা হয়েছে। এতে 6.3 ইঞ্চির 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড ডিসপ্লে দেওয়া হয়েছে। ফ্রন্ট ও ব‍্যাক উভয় প‍্যানেলে 2.5ডি কার্ভড গ্লাস ব‍্যবহার করা হয়েছে। এর সঙ্গে এতে কোম্পানি গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দিয়েছে।

ভিভো ভি15 প্রো আমাজনে হল লিস্টেড, 20 ফেব্রুয়ারি লঞ্চ হবে এই দুর্দান্ত স্মার্টফোন

রেডমি নোট 7 এ ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এর প্রাইমারি সেন্সরটি এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের। দ্বিতীয় সেন্সরটি 5 মেগাপিক্সেলের। সেলফির জন্য এতে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। রেডমি নোট 7 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম ফোন। কোম্পানি এই ফোনে ওয়াইফাই, ব্লুটুথ ও জিপিএস ফিচার‌ও দিয়েছে। সিকিউরিটির জন্য ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানারের সঙ্গে ফেস আনলক ফিচার‌ও দেওয়া হয়েছে। এতে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

চীনে রেডমি নোট 7 এর 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্ট 999 ইউয়ান (প্রায় 10,000 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। এক‌ই ভাবে ফোনের 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 1,199 ইউয়ান (প্রায় 12,000 টাকা) ও 6 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 1,399 ইউয়ান (প্রায় 15,000 টাকা) রাখা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here