Samsung Galaxy A82 Dual হতে চলেছে স‍্যামসাঙের সবচেয়ে স্টাইলিশ স্মার্টফোন, অনবদ্য এর স্লাইডার ডিজাইন

সুন্দর ফিচারের সঙ্গে অসাধারণ ডিজাইনযুক্ত স্মার্টফোন লঞ্চ করার জন্য গোটা বিশ্বে সুপরিচিত স্মার্টফোন ব্র‍্যান্ড স‍্যামসাং সম্পর্কে খবর পাওয়া গেছে কোম্পানি শীঘ্রই Samsung Galaxy A82 Dual Slider নামের একটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই ফোনটি কোম্পানির বর্তমান ফোল্ডেবল ফোনগুলির চেয়ে অন্য ধরনের ডিজাইনের সঙ্গে পেশ করা হবে। এই ফোনটির কনসেপ্ট ইমেজ টেক ওয়েবসাইট letsgodigital স্পট করেছে। এই রেন্ডারে Samsung Galaxy A82 Dual Slider ফোনটি দেখা গেছে, ফলে এর ক‍্যামেরা মডিউল, স্লাইড ডিজাইন ছাড়াও অন‍্যান‍্য কথা জানা গেছে।

আরও পড়ুন: 108MP ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হবে Realme 8 সিরিজ, চিন্তা বাড়বে শাওমির

ডিজাইন

2019 এ কোম্পানি রোটেটিং ক‍্যামেরাসহ Samsung Galaxy A80 লঞ্চ করেছিল। সেই সময় দাঁড়িয়ে কোম্পানির এই ফোনটি সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট সমালোচিত হয় এবং প্রচুর জনপ্রিয়তা লাভ করে। এবার কোম্পানি তাদের Samsung Galaxy A82 Dual Slider এর মধ্য দিয়ে নতুন কনসেপ্ট ডিজাইন আনার প্রস্তুতি নিচ্ছে। সামনের দিক থেকে ফোনটির লুক আর পাঁচটা সাধারণ ফোনের মতো হলেও এর স্লাইড ওপেন করার পর আসল স্টাইল দেখা যাবে। এটি আপাতত একটি কনসেপ্ট এবং বর্তমানে কোম্পানি শুধুমাত্র পেটেন্ট ফাইল করেছে তবে আশা করা হচ্ছে এই বছরের মধ্যেই কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy A82 Dual Slider লঞ্চ করে দেওয়া হবে। ওপরে স্লাইড করার পর সেলফি ক‍্যামেরার পাশাপাশি রেয়ার ক‍্যামেরা প‍্যানেল দেখা যাবে যা দেখতে যথেষ্ট সুন্দর। ফোনের নিচের দিকে স্লাইডার অন করলে এর স্পীকার রয়েছে। অর্থাৎ ভিডিও দেখা বা গান শোনার সময় স্লাইডার অন করলে আরও ভালো আওয়াজ শোনা যাবে।

পেটেন্ট ফাইল

জানিয়ে রাখি WIPO অর্থাৎ World Intellectual Property Office এর কাছে Electronic device including camera module এর সঙ্গে একটি বিশেষ রেটেটেবল পপ আপ ক‍্যামেরাযুক্ত স্মার্টফোন পেটেন্ট করানো হয়েছে এবং এটি অনুমোদন‌ও পেয়ে গেছে। মনে করা হচ্ছে এটিই স‍্যামসাঙের রেটেটেবল ক‍্যামেরাযুক্ত স্মার্টফোন Samsung Galaxy A82 Dual Slider।

আরও পড়ুন: 4 মার্চ লঞ্চ হবে দুর্দান্ত স্মার্টফোন Realme GT 5G, লঞ্চের আগেই জেনে নিন ফোনটির সমস্ত ডিটেইলস

Samsung Galaxy A80

Samsung Galaxy A80  ফোনটিতে 1080 × 2400 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির বড় ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে যা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানারযুক্ত। এই ফোনটি অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 730জি চিপসেট আছে। এছাড়া এই ফোনে 8 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

ফোনের রোটেটিং স্লাইডার প‍্যানেলে ট্রিপল ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর আছে। এর সঙ্গে এতে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনের তৃতীয় ক‍্যামেরা সেন্সরটি 3ডি ডেপথ সেন্সিং টেকনিকযুক্ত এফ/2.2 অ্যাপার্চারের 8 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর। Samsung Galaxy A80 একটি 4জি ফোন যা সব ধরনের বেসিক কানেক্টিভিটি ফিচারযুক্ত। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Samsung Galaxy A80 তে সুপার ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 3,700 এম‌এএইচের ব‍্যাটারী আছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here