প্রকাশ্যে এল Samsung tri-fold ফোনের নাম এবং লঞ্চ টাইমলাইন, দেখে নিন লিক ডিটেইলস

গত মাসে আয়োজিত Galaxy Unpacked ইভেন্টের মঞ্চে Samsung প্রথম তাদের ট্রাই ফোল্ড ফোনের টিজার জারি করেছিল। এই ফোনটি বিগত বেশ কিছু সময় ধরে সমালোচনায় ছেয়ে রয়েছে। গত বছর Huawei তাদের Mate XT ফোনটি লঞ্চ করার পর থেকে এই দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স কোম্পানির কাজকর্ম আরও দ্রুত এগিয়ে চলেছে। কোরিয়া থেকে লিক হওয়া নতুন ডিটেইলস থেকে কোম্পানির আপকামিং ট্রাই ফোল্ড ফোনের নামের সঙ্গে সঙ্গে হার্ডওয়্যার সম্পর্কেও জানা গেছে।

স্যামসাঙ ট্রাই ফোল্ড ফোনের নাম এবং অন্যান্য ডিটেইলস

  • দক্ষিণ কোরিয়ার প্ল্যাটফর্ম নেবারে ব্লগার Yuex1122 ইন্ডাস্ট্রি সোর্স এবং ডিসপ্লে অ্যানালিস্ট রোজ ইয়ং-এর থেকে পাওয়া স্যামসাঙ ট্রাই ফোল্ড ফোনের তথ্য শেয়ার করেছেন।
  • লিক অনুযায়ী এই ফোনটি Galaxy G Fold নামে পেশ করা হবে। এটি কোম্পানির বর্তমানে Galaxy Z সিরিজের তুলনায় অনেকটা আলাদা হতে চলেছে।
  • কোম্পানি এই নাম কেন রাখতে চলেছে সেই বিষয়ে কিছু জানা যায়নি। তবে আমরা মনে করছি এই ফোনের ফোল্ডিং মেকানিজমের জন্য এই নাম রাখা হচ্ছে।
  • ফোনটির আকার G-শেপের হবে, অর্থাৎ স্ক্রিনটি ভেতরের দিকে দুবার ভাঁজ করা যাবে। এটি ডানদিক ও বাঁদিক উভয় দিকে হবে।
  • এই ফোনের সঙ্গে Huawei Mate XT ফোনটির তুলনায় সবচেয়ে বড় পার্থক্য হতে চলেছে ফোনটির দুই দিকে ফোল্ড মেকানিজম।

  • লেটেস্ট রিপোর্ট অনুযায়ী Galaxy G Fold ফোনের ডিসপ্লে প্যানেলের মাপ 9.96 ইঞ্চির হতে পারে। মনে করিয়ে দিই বর্তমান জেড ফোল্ড 6 ফোনে 7.6 ইঞ্চির ইনার ডিসপ্লে রয়েছে।
  • আপকামিং ফোনটি সম্পূর্ণ ভাঁজ করলে এটি 6.54 ইঞ্চি লম্বা হবে বলে শোনা যাচ্ছে।
  • Galaxy G Fold এবং Huawei Mate XT ফোনের ওজন প্রায় কাছাকাছি হতে পারে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি হুয়াই ফোনটির ওজন 298 গ্রাম।
  • স্যামসাঙ ফোনটি দুদিকে ভাঁজ হওয়ার কারণে এই ফোনটি বেশি মোটা হবে বলে শোনা যাচ্ছে।
  • রিপোর্ট অনুযায়ী আপকামিং স্যামসাঙ ট্রাই ফোল্ড ফোনটি 2025 সালের তৃতীয় কোয়ার্টারে পেশ করা হতে পারে। এর আগে জানা গিয়েছিল ফোনটি 2026 সালের শুরু দিকে বাজারে আসবে।

বিগত বেশ কিছু বছর ধরে স্যামসাঙ ট্রাই ফোল্ড ফোনে কাজ চলছে। কোম্পানির ডিসপ্লে ডিপার্টমেন্ট ইতিমধ্যে টেকনিক্যাল এক্সিবিশনে প্রোটোটাইপ দেখিয়ে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী স্যামসাঙ জি ফোল্ড ফোনটির ডিজাইন বেশি ব্যাবহার না হলে বেশি দিন টিকবে। এতে দুটি বাইরে ও একটি ভেতরে সহ মোট তিনটি ডিসপ্লে প্যানেল থাকবে। ফোনটির দাম বর্তমান ফোল্ডিং ফোনের তুলনায় অনেকটাই বেশি হবে। আবার ফোনটির প্রোডাকশনও খুব বেশি হবে না। প্রসঙ্গত চীনে Huawei Mate XT ফোনের দাম CNY 20,000 অর্থাৎ প্রায় 2,34,162 টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here