7 বছরের এই বাচ্চা বছরের সবথেকে বড়ো ইউটিউবার, যার এক বছরের আয় 155 কোটি টাকা

2018 সাল তার অন্তিম পর্বে এসে গেছে আর নতুন বছর আসতে চলেছে। 2018 টেকনিক্যাল ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে‌। স্মার্টফোন এবং গ‍্যাজেটের সাথে ইন্টারনেটের ক্রমশ বিস্তৃত হ‌ওয়া জালে 2018 সাল নতুন জায়গায় পৌছেছে। ইন্টারনেটের সাহায্যে ইউটিউব, হোয়াটস‌অ্যাপ এবং ফেসবুকের মতো প্ল‍্যাটফর্মে অনেক লোক সেলেব্রিটি হয়েছে এবং কিছু ভিডিও ভাইরাল হয়েছে যা লোকের মনে আলাদা ছাপ ছেড়ে গেছে। ইউটিউবে তৈরি হ‌ওয়া চ‍্যানেলের এরকম একটি লিস্ট আমেরিকার বিজনেস ম‍্যাগাজিন ফোর্বস পেশ করেছে যেখানে 2018 সালের সবথেকে বেশি আয় করা টপ 10 ইউটিউবার্সদের নাম পেশ করা হয়েছে। আপনি জেনে হয়তো অবাক হবেন এই লিস্টের সবথেকে প্রথম নাম 7 বছরের এক বাচ্চার।

এক্সক্লুসিভ : স‍্যামসাং গ‍্যালাক্সি এম20 এর স্ক্রিন প‍্যানেল লিক, ওয়াটারড্রপ নচসচ লঞ্চ হবে এই ফোনটি

ফোর্বস টপ 10 ইউটিউবার্স অফ 2018 পেশ করেছে। এই লিস্টে সেইসব ইউটিউবার্সদের নাম আছে যারা তাদের চ‍্যানেলের মাধ্যমে সবচেয়ে বেশি টাকা আয় করেছে। এই লিস্টের সর্বপ্রথম নাম 7 বছরের একটি বাচ্চার। এই বাচ্চাটির নাম রেয়ান, আর এর চ‍্যানেলের নাম “রেয়ান টয় রিভিউ”। ইউটিউব থেকে এই বাচ্ছাটির বাৎসরিক আয় শুনলে হয়তো আপনি বেহুশ হয়ে যেতে পারেন। কারন ইউটিউব থেকে এই বাচ্ছাটির আয় 1,54,84,00,000 টাকা, মানে প্রায় 155 কোটি টাকা। আর এই আয়টি শুধুমাত্র এক বছরের মানে 2018 সালের।

রেয়ান তার চ‍্যানেলে খেলনার রিভিউ করে আর এক বছরে এই 7 বছরের বাচ্ছাটি 155 কোটি টাকা আয় করেছে। প্রসঙ্গত টপ 10 ইউটিউবার্সের লিস্টে রেয়ানের নাম 8 নাম্বার স্থানে ছিল। ফোর্বসের এই টপ 10 বেশি আয় করা ইউটিউবার্সের লিস্টের 10 নাম্বার ইউটিউবারের আয় হয়েছে 102 কোটি টাকা। আবার যদি 10 জন ইউটিউবার্সের মোট আয়ের কথা বলা হয় তাহলে শুধুমাত্র এই 10 জনের পুরো বছরের ইউটিউব থেকে আয় হয়েছে 1 হাজার 270 কোটি টাকা।

শাওমিকে টক্কর দিতে মীজু ভারতে লঞ্চ করল দুটি সস্তা দামে অসাধারণ স্মার্টফোন

এই 10 ইউটিউবার্সের 1270 কোটি টাকা মোট আয় যা গত বছরের তুলনায় 42 শতাংশ বেশি বলা হয়েছে। টপ 10 এর লিস্টে জ‍্যাক পল, ডিউড পারফেক্ট, ডেনটিডিএম, জেফরি স্টার, মার্কিপ্লায়ার, ভানোস গেমিং, জ‍্যাকসেপটিক আই, পিউডিপাই ও লোগান পলের নাম আছে। প্রসঙ্গত সবচেয়ে বেশী সাবস্ক্রাইবার আছে পিউডিপাইয়ের এবং তাঁর মোট সাবস্ক্রাইবারের সংখ্যা 73,587,229 জন। গর্বের বিষয় হল ভারতীয় কোম্পানি টি-সিরিজ বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বড় ইউটিউব চ‍্যানেল। টি-সিরিজ এবছর 73,452,416 জন সাইবস্ক্রাইবার পেয়েছেন যা প্রথম স্থানের যথেষ্ট কাছাকাছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here