জেনে নিন SBI ATM পিন জেনারেট করার সবথেকে সহজ পদ্ধতি

আপনার কাছে যদি একটি SBI ATM কার্ড থাকে এবং আপনি নতুন কার্ড পিন জেনারেট করতে সমস্যায় পড়েন, তাহলে আমরা এই পোস্টে আপনাদের সমস্যার সমাধান করে দিচ্ছি। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) তার গ্রাহকদের ঘরে বসে SBI ATM ডেবিট কার্ড পিন জেনারেট করার সুবিধা দেয়। এই ধরনের পিন জেনারেট করার পদ্ধতিকে বলা হয় গ্রিন পিন জেনারেশন। এই পোস্টে আপনাদের জানাবো যে কীভাবে শুধুমাত্র একটি SMS এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনারা SBI ATM PIN
জেনারেট করতে পারবেন। আরও পড়ুন: অফলাইন মার্কেটে লঞ্চ হল Vivo Y02t স্মার্টফোন, দাম মাত্র 9,999 টাকা

SMS এর মাধ্যমে ATM পিন জেনারেট করার পদ্ধতি

  • SMS এর মাধ্যমে SBI ATM পিন জেনারেট করতে রেজিস্ট্রার নম্বর থেকে পিন < ATM কার্ডের লাস্ট চারটে ডিজিট> লিখে 567676 নম্বরে পাঠাতে হবে।
  • এই মেসেজের পর আপনি ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) পাবেন। এই OTP দুই দিনের জন্য ভ্যালিড থাকবে।
  • তারপর 2 দিনের মধ্যে গ্রাহকদের SBI ATM এ গিয়ে OTP এর সাহায্যে SBI ATM PIN জেনারেট করতে হবে।

IVR (কাস্টমার কেয়ার) সিস্টেম থেকে পিন সেট করার পদ্ধতি

  • IVR সিস্টেমের মাধ্যমে SBI ডেবিট কার্ড গ্রীন পিন জেনারেট করার জন্য আপনাকে রেজিস্ট্রার মোবাইল নম্বর থেকে টোল ফ্রি নম্বর 1800 112 211 বা 1800 425 3800 নম্বরে কল করতে হবে।
  • কল করার আগে আপনার ATM কার্ড এবং অ্যাকাউন্ট নম্বর সামনে রাখবেন যাতে আপনি প্রয়োজনে অবিলম্বে সমস্ত তথ্য দিতে পারেন।
  • কল করার পর ATM/ডেবিট কার্ড সংক্রান্ত পরিষেবার জন্য 2 প্রেস করতে হবে।
  • তারপর পিন জেনারেশনের জন্য 1 প্রেস করতে হবে। আপনি যদি একজন কাস্টমার এজেন্টের সাথে কথা বলতে চান তাহলে আপনাকে 2 প্রেস করতে হবে।

অনলাইনে SBI ATM PIN জেনারেট করার পদ্ধতি

  • এর জন্য প্রথমে আপনাকে www.onlinesbi.com এ যেতে হবে। যেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।
  • তারপরে ওয়েবসাইটে ই-পরিষেবা ট্যাবের নীচে ‘ATM কার্ড সার্ভিসেস’ এ সিলেক্ট করতে হবে।
  • এই বিভাগে ‘ATM পিন জেনারেশন’-এ ক্লিক করতে হবে, যেখানে আপনি ওয়ান-টাইম পাসওয়ার্ড (OTP) এবং প্রোফাইল পাসওয়ার্ড দুটি অপশন দেখতে পাবেন। তারপর ATM পিন জেনারেশনে ক্লিক করতে হবে।
  • তারপর আপনার রেজিস্ট্রার মোবাইল নম্বরে OTP পাঠানো হবে।
  • OTP পাওয়ার পর আপনাকে সেভিংস অ্যাকাউন্টে যেতে হবে যেখানে আপনার ডেবিট কার্ড লিঙ্ক করা আছে। তারপর সেই ATM কার্ড সিলেক্ট করতে হবে, যার পিন জেনারেট করতে চান।
  • তারপর সাবমিট এ ক্লিক করতে হবে। আপনি যেই নতুন PIN তৈরি করতে চান, সেটার প্রথম দুটি সংখ্যা আপনাকে লিখতে হবে।
  • বাকি দুটি সংখ্যা SMS এর মাধ্যমে আপনার ফোনে পাঠানো হবে। তারপর প্রথম দুটি সংখ্যা এবং মোবাইল নম্বরে মেসেজের মাধ্যমে প্রাপ্ত দুটি সংখ্যা একসাথে সাবমিট করে ক্লিক করতে হবে।
  • এইভাবে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনার পিন জেনারেট হয়ে যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here