মে মাসেই লঞ্চ হবে POCO F5, Google Pixel 7A, Realme 11 Pro সিরিজসহ একাধিক স্মার্টফোন, দেখে নিন সম্পূর্ণ তালিকা

2023 সালটি স্মার্টফোন কোম্পানিগুলির জন্য বেশ ভালোই কাটছে। ইতিমধ্যে গত চার মাসে কোম্পানিগুলি প্রচুর স্মার্টফোন লঞ্চ করেছে। Google, Realme, Moto, Oppo, Samsung, Techno এবং Xiaomi সহ বিভিন্ন স্মার্টফোন ব্র্যান্ড এই মাসে অর্থাৎ 2023 সালের মে মাসে বিভিন্ন সেগমেন্টে স্মার্টফোন লঞ্চ করবে। এই পোস্টে 2023 সালের মে মাসে লঞ্চ হতে চলা স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: আমাজন গ্রেট সামার সেল 2023 : সস্তায় পাওয়া যাচ্ছে স্মার্টফোন, দেখে নিন সবচেয়ে সেরা ডিলের তালিকা

2023 সালের মে মাসে আসন্ন স্মার্টফোনগুলির তালিকা৷

  1. Poco F5
  2. Realme 11 Pro series
  3. Vivo Y36 4G
  4. Pixel 7A
  5. Tecno Spark 10 5G
  6. Realme Narzo N53
  7. Samsung Galaxy F54
  8. Samsung Galaxy A24
  9. Moto Razr 40 Ultra
  10. OPPO F23 Pro 5G
  11. Pixel Fold
  12. iQOO Neo 8 Pro

POCO F5 5G

  • দাম : 34,990 টাকা (সম্ভাব্য)
  • লঞ্চের তারিখ : 9 মে 2023

Poco F5 স্মার্টফোনটি ভারতে মে মাসে লঞ্চ হতে চলেছে। এই Poco স্মার্টফোনটি Snapdragon 7+ Gen 2 প্রসেসরসহ লঞ্চ হবে। লিক রিপোর্ট অনুযায়ী এই ফোনে 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.67-ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হবে।

এই ফোনে 5160mAh ব্যাটারি এবং 67W চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। Poco-এর আসন্ন ফোনে 64MP প্রাইমারি ক্যামেরা, 8MP আল্ট্রা ওয়াইড লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্সযুক্ত ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হবে। এই ফোনে একটি 16MP সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে।

Realme 11 Pro সিরিজ

  • দাম : 28,999 টাকা (সম্ভাব্য)
  • লঞ্চের তারিখ : 10 মে 2023

Realme 11 Pro এবং 11 Pro+ এই মাসে লঞ্চ হতে চলেছে। আসন্ন Realme 11 Pro সিরিজ তার সেগমেন্টে অনেকগুলি নতুন ফিচারসহ লঞ্চ হবে। Realme তাদের উভয় স্মার্টফোনেই 120Hz রিফ্রেশরেটযুক্ত FHD+ ডিসপ্লে দেবে। এতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হবে। লিক রিপোর্ট অনুযায়ী Realme 11 Pro+ ফোনে 200MP প্রাইমারি ক্যামেরা, 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 2MP ম্যাক্রো ক্যামেরা সেন্সর দেওয়া হবে। এর পাশাপাশি Realme 11 Pro ফোনে 108MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে।

Realme 11 Pro ফোনে 16MP সেলফি ক্যামেরা দেওয়া হবে এবং Realme 11 Pro+ ফোনে 32MP সেলফি ক্যামেরা দেওয়া হবে। 11 Pro+ ফোনে 4500mAh ব্যাটারির সাথে 100W চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। Pro ভেরিয়েন্টে 5000mAh ব্যাটারি এবং 67W ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। এই দুটি স্মার্টফোনই MediaTek 7000 সিরিজের প্রসেসরসহ লঞ্চ করা হতে পারে। আরও পড়ুন: লঞ্চ হল লো বাজেট Moto G 5G (2023) ফোন, জেনে নিন স্পেসিফিকেশন এবং ফিচার

Vivo Y36 4G

  • দাম : 19,999 টাকা (সম্ভাব্য)
  • লঞ্চের তারিখ : মে মাসের তৃতীয় সপ্তাহ

Vivo মে মাসে একটি নতুন Y সিরিজের বাজেট স্মার্টফোন লঞ্চ করবে। এই Vivo ফোনটি দুর্দান্ত ডিজাইন এবং শক্তিশালী ফিচারসহ পেশ করা হবে। এই Vivo ফোনটিতে অক্টা-কোর 4G প্রসেসর দেওয়া হবে। এই Vivo ফোনটি 8GB RAM এবং 256GB স্টোরেজসহ লঞ্চ করা হবে।

ফটোগ্রাফির জন্য এই Vivo ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হবে। এই ফোনে একটি 2MP ডেপথ ক্যামেরা এবং 16MP সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে। এর সাথে ফোনে ফ্রন্ট ক্যামেরার জন্য টিয়ারড্রপ নচ থাকবে। এই ফোনে 90Hz রিফ্রেশরেটসহ FHD LCD ডিসপ্লে দেওয়া হবে। এর সাথে ফোনটিতে 5000mAh ব্যাটারি এবং 44W ফাস্ট চার্জিং দেখা যাবে।

Pixel 7a

  • দাম : 45,990 টাকা (সম্ভাব্য)
  • লঞ্চের তারিখ : 10 মে 2023 (সম্ভাব্য)

Google শীঘ্রই তাদের লেটেস্ট লো বাজেট ফোন Pixel 7A লঞ্চ করতে চলেছে। এই Google ফোনটি কোম্পানির বার্ষিক ডেভেলপার ইভেন্ট Google I/O 2023-এর মঞ্চে লঞ্চ করা হতে পারে। এই Google ফোনে 90Hz রিফ্রেশরেটসহ AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনে 10.8MP সেলফি ক্যামেরা দেখা যাবে। এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। লিক রিপোর্ট অনুযায়ী এই ফোনে 64MP প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং 12MP আল্ট্রা ওয়াইড স্নগেল লেন্স দেওয়া হতে পারে।

Pixel 7 Pro ফোনে Tensor G2 চিপসেট দেওয়া হতে পারে। এই ফোনে 4500mAh ব্যাটারি এবং 128GB ইন্টারনাল স্টোরেজ থাকবে। আরও পড়ুন: জেনে নিন ওটিটি এবং সিনেমা হলে কোন কোন মুভি চলছে, র‌ইল তালিকা

Tecno Spark 10 5G

  • দাম : 14,999 টাকা (সম্ভাব্য)
  • লঞ্চের তারিখ : 25 মে 2023 (সম্ভাব্য)

Tecno শীঘ্রই তাদের বাজেট স্মার্টফোন Tecno Spark 10 5G লঞ্চ করতে চলেছে। এই টেকনো ফোনটি 5000mAh ব্যাটারি এবং 18W ফাস্ট চার্জিং ফিচারসহ লঞ্চ হবে। এই ফোনে অক্টাকোর প্রসেসরসহ D6020 চিপসেট দেওয়া হবে। এতে 16GB পর্যন্ত RAM এবং 256GB স্টোরেজ পাওয়া যাবে।

আসন্ন Tecno Spark 10 5G স্মার্টফোনটিতে 90Hz রিফ্রেশ রেটসহ 6.56-ইঞ্চির LCD ডিসপ্লে থাকবে। এই ফোনে FHD রেজলিউশনযুক্ত ডিসপ্লে পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP AI ক্যামেরা সেন্সর থাকবে। এই ফোনটিতে 2MP ডেপথ ক্যামেরা সেন্সর থাকবে। সেলফির জন্য Tecno Spark 10 5G ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।

Realme Narzo N53

  • দাম : 12,999 টাকা (সম্ভাব্য)
  • লঞ্চের তারিখ : 10 মে 2023 (সম্ভাব্য)

Realme Narzo N53 স্মার্টফোন বাজেট ক্যাটাগরিতে লঞ্চ হবে। এই Realme স্মার্টফোনটি Realme 11 Pro সিরিজের স্মার্টফোনের সাথে লঞ্চ করা হতে পারে। Narzo N53 ফোনটি 4GB RAM + 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 6GB RAM + 128GB স্টোরেজসহ  অক্টাকোর 4G প্রসেসরের সাথে লঞ্চ হতে পারে।

এই ফোনে 5000mAh ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। লিক রিপোর্ট অনুযায়ী এই ফোনটি 90Hz LCD ডিসপ্লে, পাঞ্চ হোল কাটআউট সেলফি ক্যামেরা এবং ডুয়াল ক্যামেরা সেটআপসহ লঞ্চ হবে। আরও পড়ুন: সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হল Vivo Y36 স্মার্টফোন, শীঘ্রই লঞ্চ হতে পারে এই ফোনটি

Samsung Galaxy F54

  • দাম : 24,900 টাকা (সম্ভাব্য)
  • লঞ্চের তারিখ : 10 মে (সম্ভাব্য)

Samsung এর F সিরিজের আসন্ন Galaxy F54 স্মার্টফোনটি 2023 সালের মে মাসে লঞ্চ হবে। Samsung এর F সিরিজের এই ফোনটি বাজেট ক্যাটাগরিতে লঞ্চ হবে। আসন্ন Samsung Galaxy F54 স্মার্টফোনটিতে 120Hz রিফ্রেশরেটসহ এবং FHD+ রেজলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকবে। এই ফোনে সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ হোল কাটআউট দেওয়া হবে।

এই Samsung ফোনে 108MP প্রাইমারি ক্যামেরা, 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স যোগ করা হবে। এতে Exynos 1380 5G চিপসেট, 8GBRAM এবং 128GB স্টোরেজ দেওয়া হতে পারে। এই Samsung ফোনটি 6000mAh ব্যাটারি এবং 25W ফাস্ট চার্জিংসহ লঞ্চ হবে।

Samsung Galaxy A24

  • দাম : 14,999 টাকা (সম্ভাব্য)
  • লঞ্চের তারিখ : 10 মে (সম্ভাব্য)

কম দামে শক্তিশালী ফিচারসহ Samsung Galaxy A24 স্মার্টফোনটি শীঘ্রই লঞ্চ হবে। লিক রিপোর্ট অনুযায়ী এই Samsung ফোনে Snapdragon 695 প্রসেসর দেওয়া হবে। এই ফোনটি 4GB RAM এবং 128GB স্টোরেজসহ লঞ্চ হবে। এই Samsung ফোনটি 5,000mAh ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে।

Samsung Galaxy A24 ফোনটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপসহ লঞ্চ করা হতে পারে। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই সেটআপের প্রাইমারি ক্যামেরা 50MP হবে বলে জানা গেছে এবং এর সঙ্গে 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ডেপথ সেন্সর দেওয়া হবে। এর সাথে ফোনটিতে একটি 8MP ফ্রন্ট ক্যামেরা থাকবে। আরও পড়ুন: ভারতে চালু হল Right to Repair, এই নতুন আইনের সাহায্যে মোবাইল ইউজাররা কীভাবে উপকৃত হবেন? জেনে নিন ডিটেইলস

Moto Razr 40 Ultra

  • দাম : 139990 টাকা (সম্ভাব্য)
  • লঞ্চের তারিখ : মে 2023

আসন্ন Moto Razr 40 Ultra ফ্লিপ ফোনটি দুর্দান্ত ডিজাইনের সাথে লঞ্চ হবে। এই ফোনে 512GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB র‍্যাম দেওয়া হবে। এতে Qualcomm-এর Snapdragon 8 Plus Gen 1 প্রসেসর থাকবে। Motorola-এর এই ফোনে বিগ কভার ডিসপ্লে পাওয়া যাবে।

এই ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 12MP ডেপথ সেন্সর দেওয়া হবে। এর সাথে ফোনটিতে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.73-ইঞ্চির POLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনে 3640mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে।

OPPO F23 Pro 5G

  • দাম : 24,999 টাকা (সম্ভাব্য)
  • লঞ্চের তারিখ : 15 মে 2023 (সম্ভাব্য)

OPPO F23 Pro 5G স্মার্টফোনটি অনন্য ফিচারসহ লঞ্চ করা হতে পারে। এই ফোনে 8GB র‍্যামের সাথে Qualcomm Snapdragon 695 প্রসেসর দেওয়া হতে পারে। আসন্ন OPPO F23 Pro 5G ফোনে 64MP প্রাইমারি ক্যামেরা সেন্সর, 2MP ম্যাক্রো লেন্স এবং 2MP ডেপথ সেন্সর দেওয়া হতে পারে। এতে 32MP সেলফি ক্যামেরা থাকতে পারে।

Oppo-এর এই ফোনে 5,000mAh ব্যাটারি এবং সুপার VOOC চার্জিং দেওয়া হতে পারে। এতে 6.72-ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকতে পারে এবং এই ফোনটি পাঞ্চ হোল কাটআউটসহ লঞ্চ করা হতে পারে। আরও পড়ুন: Jio লঞ্চ করল JioDive VR হেডসেট, 100 ইঞ্চি স্ক্রিনে দেখা যাবে IPL, এবার ধোনি-কোহলির ছক্কা হবে আরও মজাদার

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here