Gen AI সহ মিড রেঞ্জ ফোনের জন্য লঞ্চ হল Snapdragon 6 Gen 4 চিপসেট, জেনে নিন ফিচার

Qualcomm এর পক্ষ থেকে Snapdragon 6 Gen 4 নামের একটি নতুন মিড রেঞ্জ স্মার্টফোন চিপ লঞ্চ করা হয়েছে। এটি TSMC এর 4nm প্রসেসে তৈরি অক্টাকোর প্রসেসর হলেও এতে আগের মডেলের তুলনায় আলাদা ধরনের CPU স্ট্রাকচার যোগ করা হয়েছে। এতে 2.3GHz ক্লক স্পীডযুক্ত একটি প্রাইম কোর রয়েছে। এছাড়াও এই চিপে Gen AI (জেনারেটিভ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) এর বিল্ট ইন সাপোর্ট দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই প্রসেসর সম্পর্কে।

Qualcomm Snapdragon 6 Gen 4 চিপের নতুনত্ব

  • কোয়ালকমের বক্তব্য অনুযায়ী এতে 11% ফাস্ট CPU, 29% ফাস্ট GPU এবং 12% বেশি পাওয়ার এফিসিয়েন্সি পাওয়া যাবে।
  • নতুন Snapdragon 6 Gen 4 চিপের পীক ক্লক স্পীড 2.3 গিগাহার্টস, অথচ আগের Snapdragon 6 Gen 3 চিপের ক্লক স্পীড ছিল 2.4 গিগাহার্টস। ফলে CPU এর পীক ক্লক স্পীড আগের চেয়ে কিছুটা স্লো। তবে 6 Gen 3 চিপের 4+4 আর্কিটেকচারের বদলে নতুন চিপে 1+3+4 আর্কিটেকচার ব্যাবহার করা হয়েছে।
  • তবে অন্যান্য 6-সিরিজ চিপের তুলনায় এতে প্রথম জেনারেটিভ AI সাপোর্ট এবং স্ন্যাপড্রাগন গেম সুপার রেজোলিউশন (আপস্কেলিং) দেওয়া হয়েছে।

Snapdragon 6 Gen 4 চিপের স্পেসিফিকেশন

  • CPU স্ট্রাকচার: Snapdragon 6 Gen 4 চিপে 2.3GHz ক্লক স্পীডযুক্ত একটি প্রাইম কোর, 2.2GHz ক্লক স্পীডযুক্ত তিনটি পারফরমেন্স কোর এবং 1.8GHz ক্লক স্পীডযুক্ত চারটি এফিসিয়েন্সি কোর দেওয়া হয়েছে। এই সবকটি কোরই Kryo ব্র্যান্ডের ARM CPU কোর।
  • GPU: এতে Adreno GPU রয়েছে। এটি Snapdragon Game Super Resolution 4K আপস্কেলিং, ভালো ডায়নামিক রেঞ্জের জন্য Adreno HDR এবং ফ্রেম রেট ভালো করার জন্য Adreno Frame Motion Engine এর মতো কিছু উল্লেখযোগ্য Snapdragon Elite Gaming ফিচার সাপোর্ট করে।
  • মেমরি: এই চিপ 16GB পর্যন্ত LPDDR5 RAM সাপোর্ট করে। এর ফ্রিকোয়েন্সি 3,200MHz এবং এর সঙ্গেই এই চিপ UFS 3.1 স্টোরেজ সাপোর্ট করে।
  • AI: এতে Int4 প্রিসিশন সহ Hexagon NPU (Neural Processing Engine) দেওয়া হয়েছে।
  • কানেক্টিভিটি: Snapdragon 6 Gen 4 চিপে Wi-Fi 6E, Bluetooth 5.4 (LE Audio), USB 3.1, L1+L2+L5 লোকেশন (NavIC) এবং 5G (sub-6GHz ও mmWave; মাল্টি সিম সাপোর্ট) যোগ করা হয়েছে।
  • অন্যান্য ফিচার: এই চিপ 200MP সিঙ্গেল শট ফটো, Quick Charge 4+ চার্জিং, HDR10+, FHD+ ও 144Hz ডিসপ্লে, Qualcomm Aqstic অডিও কোড্যাক, Snapdragon Sound এবং aptX সাপোর্টের মতো ফিচার পাওয়া যাবে।

এই নতুন চিপসেট সহ স্মার্টফোন বাজারে এলে নতুন পোস্টের মাধ্যমে আমরা পাঠকদের সেই বিষয়ে জানিয়ে দেব। একইসঙ্গে চিপ বাজারে আসার পর AnTuTu ও Geekbench এর মতো বেঞ্চমার্ক স্কোর সম্পর্কেও জানানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here