এসে গেল Sony-Honda-এর ইলেকট্রিক কার আফীলা, জেনে নিন ফিচার

সোনী হোন্ডা মোবিলিটি তাদের নতুন ইভি ব্র্যান্ড আফীলা সম্পর্কে ঘোষণা করেছে। কোম্পানির পক্ষ থেকে এই ব্র্যান্ডের অধীনে প্রথম ইলেকট্রিক সেডান পেশ করা হয়েছে। বিগত বেশ কিছু সময় ধরে জাপানের অন্যতম টেক কোম্পানি সোনী এবং গাড়ি নির্মাণকারী কোম্পানি হোন্ডা এই গাড়ি নিয়ে কাজ করছিল। জানিয়ে রাখি সোনী হোন্ডার জয়েন্ট ভেঞ্চার হিসাবে এই নতুন ইলেকট্রিক ভেহিকেল (EV) প্রোটোটাইপ ‘আফীলা’ (Afeela) নামে লস ভেগাসে আয়োজিত কনজিউমার ইলেক্ট্রনিক্স শো (CES 2023) এর মঞ্চে প্রকাশ্যে আনা হয়েছে। এর আগের রিপোর্ট অনুযায়ী এই গাড়িতে বিল্ট ইন প্লেস্টেশন 5 দেখা যাবে। এছাড়াও এই গাড়িটি আগামী 2026 সালে সবার প্রথম উত্তর আমেরিকার বাজারে লঞ্চ করা হবে। আরও পড়ুন: ভারতে কত টাকার বাজেটে লঞ্চ হল Redmi Note 12 5G ফোন? জেনে নিন ডিটেইলস

Sony Honda Afeela

সোনী হোন্ডা মোবিলিটির প্রত্ম ইলেকট্রিক গাড়ি আফীলা নামে পেশ করা হবে। একটি রিপোর্ট থেকে জানা গেছে এই গাড়ি আগামী 2026 সালে প্রথম আমেরিকায় সেল করা হবে। এছাড়া 2025 থেকে এই গাড়ির প্রি-বুকিং শুরু হবে।

লঞ্চের সময় সোনী হোন্ডা মোবিলিটির সিইও ইয়াসুহাইদ মিজুনো জানিয়েছেন ইন হাউস মেড আফীলাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI), এন্টারটেইনমেন্ট, ভার্চুয়াল রিয়ালিটি (VR) এবং অ্যাগিউমেন্টেড রিয়ালিটি (AR) এর মতো দুর্দান্ত কিছু ফিচার থাকবে। এইসব ফিচারের দৌলতে গাড়িটি যথেষ্ট অ্যাডভানস হতে চলেছে। আরও পড়ুন: 700KM রেঞ্জ সহ লঞ্চ হল ধামাকাদার ইলেকট্রিক গাড়ি, এক ঝলকেই মুগ্ধ হয়ে যাবে সাধারণ মানুষ

3 অটোমেটেড ড্রাইভিং ফিচার

সোনী এবং হোন্ডার এই গাড়ি লেভেল 3 অটোমেটেড ড্রাইভিং ফিচারের সঙ্গে পেশ করা হবে। কিন্তু এতে কিছু শর্তও প্রয়োগ করা হবে। কোম্পানির লেভেল 3 অটোনমী অনুযায়ী ট্রাফিক জ্যামের মতো পরিস্থিতিতে দাঁড়িয়েও অটোনমী মোডের মাধ্যমে ড্রাইভ করা যাবে। আবার যখন সিস্টেম হিউম্যান ড্রাইভারের অপশন দেবে তখন সাধারণ মানুষকেই গাড়ি চালাতে হবে। জানিয়ে রাখি সোনী-হোন্ডার আফীলাতে কোয়ালকমের soc দেখা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here