কমে গেল TATA Nexon Electric এর দাম, জেনে নিন বিস্তারিত

Highlights

  • Tata Nexon EV Prime এবং Nexon EV MAX ের দাম কমিয়ে দিয়েছে Tata Motors।
  • Nexon EV MAX এর টপ ভেরিয়েন্টের দাম এখন 18.99 লক্ষ টাকা (এক্স-শোরুম) হয়ে গেছে।
  • সফটওয়্যার আপডেটের পর এবার Nexon EV MAX-এ পাওয়া যাবে 16km অতিরিক্ত রেঞ্জ।

Tata Motors তাদের অন্যতম জনপ্রিয় ইলেকট্রিক গাড়ি Tata Nexon EV Prime এবং Tata Nexon EV MAX এর দাম কম করার ঘোষণা করেছে। Mahindra এর প্রথম ব্যাটারিচালিত গাড়ি XUV400 লঞ্চের দুই দিন পরেই এই ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার পর বাজারে কানাঘুষো শুরু হয়েছে যে টাটা মাহিন্দ্রার ইভি দেখে ভয় পেয়েছে এবং গ্রাহকদের নিজেদের প্রতি আকৃষ্ট করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কোম্পানি তাদের Tata Nexon MAX XZ+ Lux variant গাড়িটির দাম 85,000 টাকা কমিয়ে দিয়েছে। এর ফলে এই মডেলটির দাম এখন Mahindra XUV400 EL ভেরিয়েন্টের মতোই হয়ে গেছে। আরও পড়ুন: লঞ্চের আগেই লিক হল Moto G13 এবং G23 স্মার্টফোনের দাম, জেনে নিন ডিটেইলস 

কমেছে দাম, বেড়েছে রেঞ্জ

জানিয়ে রাখি Mahindra XUV400 এর দাম শুরু হয় 15.59 লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে। অন্যদিকে Nexon EV এর প্রাথমিক দাম 14.49 লক্ষ টাকা (এক্স-শোরুম)। এছাড়া Tata Motors নতুন সফটওয়্যার আপডেটের মাধ্যমে তাদের Tata Nexon MAX এর রেঞ্জ বাড়িয়ে 453km করে দিয়েছে যা বলতে গেলে XUV400 এর রেঞ্জ 456km এর কাছাকছিই বটে।

Tata Nexon EV এর নতুন দাম

Mahindra XUV400 এর তুলনায় Tata Nexon EV Prime এর বেস ভেরিয়েন্ট এখন 1 লক্ষ টাকা বেশি সস্তা হয়ে গেছে। Tata Nexon EV MAX লাইনআপের দাম 85,000 টাকা কমানো হয়েছে। ভারত সরকারের Production Linked Incentive (PLI) এর আওতায় এই প্রাইস কাট করা হয়েছে। জানিয়ে রাখি এই স্কিমের দৌলতে দেশে ইভি নির্মাণকারীদের সাবসিডি দেওয়া হয়। এছাড়া এই প্রাইস কাট করা হয়েছে বাজারে Tata Nexon EV এর অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসাবে লঞ্চ হওয়া Mahindra XUV400 EV SUV এর দাম ঘোষণার কয়েক দিন পরেই। আরও পড়ুন: মার্কেটে চাঞ্চল্য তৈরি করতে এসে গেল লো বাজেট আল্ট্রা প্রিমিয়াম ই-বাইক, দাম শুরু মাত্র 25 হাজার টাকা থেকে 

বাড়ানো হয়েছে Tata Nexon EV MAX এর রেঞ্জ

কোম্পানি Tata Nexon EV MAX গাড়িতে একটি নতুন সফটওয়্যার আপডেট দিয়েছে। এর ফলে গাড়িটির রেঞ্জ 16km বেড়ে গেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই আপডেটের পর গাড়িতে 453km পর্যন্ত রেঞ্জ পাওয়া যাবে। এই নতুন সফটওয়্যার আপডেট ব্যাকওয়ার্ড কম্প্যাটিবল বলে জানা গেছে। সবচেয়ে বড় কথা যেহেতু টাটা তাদের বর্তমান গ্রাহকদের জন্যও এই আপডেট পেশ করেছে তাই আগামী 15 ফেব্রুয়ারি থেকে ইউজাররা এই অতিরিক্ত রেঞ্জ উপভোগ করতে পারবেন। এছাড়া 30.2kWh ব্যাটারিসহ ভ্যানিলা Tata Nexon EV Prime এর রেঞ্জ আগের মতোই 312km আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here