দুর্দান্ত স্পেসিফিকেশন সহ লঞ্চ হল Tecno Phantom X2 এবং Phantom X2 Pro স্মার্টফোন, জেনে নিন ফিচার ও দাম

Tecno গত 7 ডিসেম্বর গ্লোবাল মার্কেটে তাদের Phantom X2 সিরিজ লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজে Phantom X2 এবং Phantom X2 Pro নামের দুটি স্মার্টফোন পেশ করা হয়েছে। এই দুটি ফোনেই 5G কানেক্টিভিটি সাপোর্ট করে। Phantom X2 সিরিজের এই দুটি ফোনেই MediaTek Dimensity 9000 5G চিপসেট দেওয়া হয়েছে। ক্যামেরা স্পেসিফিকেশন বাদ দিলে দুটি ফোনের স্পেসিফিকেশন একইরকম। এর মধ্যে Tecno Phantom X2 তে 64MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এবং X2 Pro ফোনটিতে 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই দুটি ফোনেই 5GB Virtual RAM সাপোর্ট করে। এই পোস্টে লেটেস্ট Tecno Phantom X2 এবং X2 Pro ফোনদুটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। আরও পড়ুন: Airtel লঞ্চ করল একটি বিশেষ প্ল্যান, হবে না ভয়েস কল এবং ডেটার অভাব

Tecno Phantom X2 সিরিজের স্পেসিফিকেশন এবং ফিচার

Tecno Phantom X2 সিরিজের দুটি ফোনেই 6.8 ইঞ্চির FHD+ Curved Display দেওয়া হয়েছে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশরেট ও 360Hz টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে এবং এটি সুরক্ষিত রাখার জন্য এতে Corning Gorilla Glass Victus Protection ব্যাবহার করা হয়েছে। উভয় স্মার্টফোন মিডিয়াটেকের Dimensity 9000 5G চিপসেটের পাশাপাশি Mali-G710 MC10 GPU তে রান করে। টেকনো তাদের এই দুটি ফোনেই Android 12 অপারেটিং সিস্টেম সহ HiOS 12.0 যোগ করেছে।

Tecno Phantom X2 ফোনটিতে 8GB RAM এবং 256GB UFS 3.0 স্টোরেজ যোগ করেছে। একইভাবে X2 Pro ফোনটি 12GB RAM এবং 256GB স্টোরেজের সঙ্গে পেশ করা হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে দুটি ফোনে 5G, 4G, ডুয়েল ব্যান্ড Wi-Fi, Bluetooth 5.3, GPS এবং USB Type-C পোর্ট রয়েছে। Phantom X2 এবং X2 Pro ফোনদুটিতে Vapor Chamber Cooling System এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য উভয় ফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5160mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হবে স্টাইলিশ এবং শক্তিশালী OPPO A78 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস 

ফটোগ্রাফির জন্য Tecno Phantom X2 তে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সাপোর্টেড 64MP প্রাইমারি সেন্সরের সঙ্গে 13MP সেকেন্ডারি লেন্স এবং একটি 2MP ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।

অন্যদিকে Tecno Phantom X2 Pro ফোনটিতে 50MP প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে 50MP পোর্ট্রেট লেন্স এবং একটি 13MP ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। এই দুটি ফোনেই 32MP সেলফি ক্যামেরা রয়েছে। আরও পড়ুন: ভারতে শীঘ্রই লঞ্চ হবে Redmi Note 12 5G সিরিজ, জেনে নিন স্পেসিফিকেশন 

Tecno Phantom X2 এবং X2 Pro-এর দাম

আগেই বলা হয়েছে Tecno Phantom X2 ফোনটিতে 8GB RAM এবং 256GB স্টোরেজ রয়েছে। এই ফোনটি দুবাইতে 2699 SAR (প্রায় 59,000 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। একইভাবে Phantom X2 Pro ফোনটি 12GB RAM এবং 256GB স্টোরেজের সঙ্গে 3499 SAR (প্রায় 76,700 টাকা) দামে পেশ করা হয়েছে। এর মধ্যে Tecno Phantom X2 ফোনটি ডিসেম্বর মাসেই এবং Tecno Phantom X2 Pro ফোনটি জানুয়ারি মাসে ভারতে পেশ করা হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here