সস্তা স্মার্টফোন বেচার প্রস্তুতি নিচ্ছে এই কোম্পানি, আনতে চলেছে নতুন সাব ব্র‍্যান্ড

হংকংয়ের স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি Tecno Mobile ভারতে তাদের আধিপত্য বিস্তার করতে যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছে। কোম্পানি বাজেট স্মার্টফোন লঞ্চ করে গ্ৰাহকদের আকর্ষণ করার জন্য নতুন সাব ব্র‍্যান্ড আনতে চলেছে। এই উদ্দেশ্য নিয়ে কোম্পানি ভারতে “Spark” নামে নতুন সাব ব্র‍্যান্ড লঞ্চ করবে।

মাত্র 7,999 টাকা দামে লঞ্চ হলো 4000 এম‌এএইচ ব‍্যাটারী ও চারটি ক‍্যামেরার সঙ্গে Infinix Hot 7

কোম্পানি আইএএন‌এসকে জানিয়েছে তারা আগামী দিনে ভারতে 5 হাজার টাকা থেকে শুরু করে 15 টাকার মধ‍্যবর্তী সেগমেন্টে ফোন লঞ্চ করবে। এছাড়াও কোম্পানি এই সেগমেন্টকে 5,000 টাকা-10,000 টাকা, 8,000 টাকা-12,000 টাকা এবং 12,000 টাকা-15,000 টাকা হিসেবে ভাগ করবে।

কোম্পানির সিইও অরিজিৎ তলাপাত্র বলেন 12 হাজার টাকা থেকে 15 হাজার টাকা সেগমেন্টে তাদের কাছে ফ্ল‍্যাগশিপ ডিভাইস ফ‍্যান্টম আছে। এছাড়া 8 হাজার টাকা থেকে 12 হাজার টাকা ক‍্যাটাগরিতে আছে ক‍্যামোন সিরিজ। এর সঙ্গে 5 হাজার টাকা থেকে 8 হাজার টাকা পর্যন্ত সেগমেন্টকে শক্তিশালী করতে নতুন সাব ব্র‍্যান্ড স্পার্ক লঞ্চ করা হবে।

4 জিবি র‍্যামের সঙ্গে ওয়েবসাইটে লিস্টেড হলো Realme 3i, ভারতে লঞ্চ হবে 15 জুলাই

প্রসঙ্গত কিছু দিন আগে Tecno ভারতে তাদের নতুন স্মার্টফোন Phantom 9 লঞ্চ করেছে। কোম্পানির এই স্মার্টফোনটি ভারতের বর্তমান সবচেয়ে সস্তা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত স্মার্টফোনগুলির মধ্যে একটি। Tecno এর পক্ষ থেকে Phantom 9 ফোনটি বেজল লেস ডট নচ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনটির ফ্রন্ট প‍্যানেলের তিনদিক বেজল লেস হলেও নিচের দিকে হালকা বডি পার্ট আছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিক ঘেঁষে ভার্টিক‍্যাল শেপে ট্রিপল রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে।

ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই। Tecno Phantom 9 এর সাইড প‍্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে এবং নিচের প‍্যানেলে স্পীকার ও ইউএসবি পোর্ট আছে।

Airtel পেশ করলো দুর্দান্ত প্ল‍্যান, মাত্র 150 টাকার কম দামে পাওয়া যাবে 3 জিবি ডেটা

Phantom 9 ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যার স্ক্রিন টু বডি রেশিও 91.47 শতাংশ। কোম্পানি এই ফোনে 1080 × 2340 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.4 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডটনচ ডিসপ্লে দিয়েছে। স্ক্রিন প্রোটেকশন সম্পর্কে কোনো তথ্য আপাতত জানা যায়নি। এই ফোনটির অন‍্যতম বড়ো বিশেষত্ব হলো এই ফোনটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here