ভারতের বাজারে লঞ্চ হল কার্ভ স্ক্রিন সহ সবচেয়ে স্লিম TECNO POVA Curve 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন ডিটেইলস

TECNO তাদের POVA সিরিজের নতুন স্মার্টফোন ভারতীয় বাজারে লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে ইউনিক লুক সহ TECNO POVA Curve 5G স্মার্টফোনটি পেশ করা হয়েছে। কোম্পানির সবচেয়ে পাতলা কার্ভ ডিসপ্লে সহ স্মার্টফোন। এই ফোনটিতে 144Hz Curved AMOLED ডিসপ্লে, 64MP ক্যামেরা সেটআপ, MediaTek Dimensity 7300 Ultimate প্রসেসর, 5500mAh ব্যাটারি মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক TECNO POVA Curve 5G ফোনের ডিটেইলস সম্পর্কে।

TECNO POVA Curve 5G এর দাম এবং সেল

  • TECNO POVA Curve 5G ফোনটি দুটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে।
  • ভ্যানিলা মডেলের 6GB RAM +128GB স্টোরেজ অপশনের দাম 15,999 টাকা রাখা হয়েছে। অন্যদিকে 8GB RAM +128GB স্টোরেজ অপশন 16,999 টাকা দামে পেশ করা হয়েছে।
  • 5 জুন দুপুর 12:00 টা থেকে ফোনটির সেল শুরু হবে। শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে ফোনটি কেনা যাবে।
  • ফোনটি Magic Silver, Neon Cyan এবং Geek Black এর মতো তিনটি কালার অপশনে সেল করা হবে।

TECNO POVA Curve 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে

TECNO POVA Curve 5G ফোনটিতে 6.78 ইঞ্চির FHD+ কার্ভ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট এবং 240Hz টাচ স্যাম্পেলিং রেট, স্ক্রিন টু-বডি রেশিও 93.8% এবং 1300 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনটিতে PPI 393 এবং আস্পেক্ট রেশিও 20.3:9 রয়েছে। ভারতের সবচেয়ে স্লিম কার্ভ ডিসপ্লে সহ স্মার্টফোনের থিকনেস মাত্র 7.45mm এবং ওজন 188.5 গ্রাম রয়েছে। এই ফোনের ডিজাইন Starship দ্বারা অনুপ্রাণিত, যা এটিকে অন্যান্য ফোনের থেকে আলাদা করে তোলে।

পারফরমেন্স

TECNO POVA Curve ফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 7300 Ultimate প্রসেসর দেওয়া হয়েছে। এতে 4x Cortex-A78 @2.5GHz এবং 4x Cortex-A55 @2.0GHz কোর রয়েছে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য ফোনটিতে Mali-G615 GPU যোগ করা হয়েছে।

স্টোরেজ

ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। একটি মডেলে 12GB RAM (6GB + 6GB ভার্চুয়াল) এবং দ্বিতীয় মডেলে 16GB RAM (8GB + 8GB ভার্চুয়াল) ফিচার দেওয়া হয়েছে। উভয় ভেরিয়েন্টে 128GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। এই ফোনে LPDDR5 RAM টেকনোলজি রয়েছে, যা ফাস্ট এবং স্মুথ মাল্টি টাস্কিং এক্সপেরিয়েন্স দিতে সক্ষম।

ক্যামেরা

TECNO POVA Curve 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 64MP Sony IMX682 প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এতে AIGC পোর্ট্রেট, সুপার নাইট, টাইম-ল্যাপ্স, স্লো মোশন, Vlog মোড, ডুয়াল ভিডিও, ডকুমেন্ট স্ক্যানার এবং 4K@30fps ভিডিও রেকর্ডিঙের মতো ফিচার রয়েছে। অন্যদিকে সেলফি ও ভিডিও কলের জন্য 13MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এটি AIGC পোর্ট্রেট, সুপার নাইট, ওয়াইড সেলফি এবং 4K ভিডিও রেকর্ডিং করতে সক্ষম।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য TECNO POVA Curve 5G ফোনটিতে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5500mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী মাত্র 15 মিনিটে 50% এবং 45 মিনিটে 100% পর্যন্ত চার্জ হতে সময় লাগে।

কানেক্টিভিটি

Tecno POVA Curve 5G ফোনটিতে ইন্টেলিজেন্ট সিগন্যাল হাব সিস্টেম রয়েছে, এটি দুর্বল নেটওয়ার্ক এলাকাতেও উন্নত সিগন্যাল রিসেপশন নিশ্চিত করে। এতে অ্যান্টেনা কভারেজ 86.5%, এর ফলে পুরো ফোনে কোথাও সিগন্যাল ব্লাইন্ড স্পট থাকে না। ফোনটিতে VoWiFi Dual Pass এবং No Network Communication সাপোর্ট রয়েছে।

অন্যান্য ফিচার

ফোনটিতে Dolby Atmos অডিও সহ ডুয়েল স্পিকার দেওয়া হয়েছে। একইসঙ্গে ফোনে ইনবিল্ট ইনফ্রারেড রিমোট কন্ট্রোল সেন্সর, IP64 ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স, TUV SUD এর 6 বছরের সার্টিফিকেশন এবং টাইপ-সি পোর্টের মতো ফিচার রয়েছে।

সফটওয়্যার এবং AI ফিচার

Tecno POVA Curve 5G স্মার্টফোনটি HiOS 15 এবং Android 15 সহ লঞ্চ করা হয়েছে। ফোনটিতে AI Smart Reply, AI Call Assistant, AI Auto Call Answering এর মতো AI ফিচার ছাড়াও ভারতীয় আঞ্চলিক ভাষার (Indian Regional Languages) সাপোর্ট রয়েছে।

TECNO POVA Curve 5G এর অপশন

POVA Curve 5G ফোনের বিকল্প হিসাবে সম্প্রতি লঞ্চ হওয়া Alcatel V3 Pro ফোনটি একটি সুন্দর অপশন। পারফরমেন্স ও ডিসপ্লে সহ সব দিক থেকেই এই ফোনটি এগিয়ে।এই ফোনটির দাম 18,000 টাকার কাছাকাছি। একইসঙ্গে Oppo K 13 ফোনটিও একটি ভালো অপশন হবে, এতে স্ন্যাপড্রাগন 6 জেন 4 চিপ, 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়াও Realme 14T ফোনটিও একটি দুর্দান্ত অপশন, কারণ এটি 6000mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা, 6.7 ইঞ্চির বড় ডিসপ্লে এবং মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 চিপ সহ প্রায় 15,000 টাকা রেঞ্জে সেল করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here