প্রকাশ্যে এল Tecno Pova Curve 5G ফোনের টিজার, অ্যাডভান্স HiOS 15 সহ হতে পারে লঞ্চ

বেশ কিছু দিন ধরে ক্রমাগত ভারতে Tecno তাদের নতুন Pova সিরিজের স্মার্টফোনের টিজার জারি করে চলেছে। এবার কোম্পানি তাদের আপকামিং ফোনের নাম কনফার্ম জানিয়ে দিয়েছে। সম্প্রতি প্রকাশ্যে আসা পোস্টারের মাধ্যমে ফোনের সাইড প্রোফাইল এবং ডিজাইন দেখানো হয়েছে। এই ফোনটি Tecno Pova Curve 5G নামে লঞ্চ করা হবে। এই প্রথম অফিসিয়ালি ফোনের ডিজাইন দেখানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Tecno Pova Curve 5G ফোনের ডিজাইন এবং প্রকাশ্যে আসা ডিটেইলস সম্পর্কে।

Tecno Pova Curve 5G এর ডিজাইন টিজার

  • নতুন টিজার পোস্টারের মাধ্যমে Tecno Pova Curve 5G ফোনের সাইড প্রোফাইল দেখা গেছে। এর মাধ্যমে ফোনের কার্ভ ডিসপ্লে দেখানো হয়েছে।
  • এই ডিসপ্লে রাউন্ড কর্নার রয়েছে, ফলে ফোনটিতে একটি প্রিমিয়াম এবং মডার্ন লুক পাওয়া যায়।
  • ফোনটির ফ্রেম অত্যন্ত পাতলা এবং ফিনিশ দেখা গেছে। এর ফলে একটি আস্থেটিক লুক পাওয়া যায়।
  • ফোনটির যে বিশেষ ডিজাইন এলিমেন্ট নজর কাড়ে, সেটি হল অরেঞ্জ কালারের সাইড বাটন। এটি সম্ভবত পাওয়ার বাটন হতে চলেছে।
  • এই বাটনের জন্য ফোনটি একটি বোল্ড এবং ইউনিক লুক দেখা গেছে। এছাড়া ফোনের ব্যাক প্যানেল কিছুটা উঁচু ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে।

আগের রিপোর্ট অনুযায়ী Tecno Pova Curve 5G ফোনটিতে ভারর্টিক্যাল ডুয়েল ক্যামেরা সেটআপ থাকবে বলে জানা গিয়েছিল। একইসঙ্গে ত্রিভুজাকৃতি LED ইউনিট থাকবে। অর্থাৎ Pova সিরিজ একটি নতুন ডিজাইন স্টাইলে সহ পেশ করা হবে। এর ফলে ফোনটি অনেক বেশি প্রিমিয়াম লুক পাওয়া যাবে।

থাকতে পারে HiOS 15

জানিয়ে রাখি টেকনো তাদের ফোনের জন্য নতুন HiOS 15 পেশ করেছে এবং নতুন ও অ্যাডভান্স সফটওয়্যার সহ Tecno Pova Curve 5G ফোনটি লঞ্চ করা হতে পারে। এই HiOS 15 ইউআই তে ক্লিন ইন্টারফেস, দুর্দান্ত মাল্টিটাস্কিং, স্মার্ট প্রাইভেসি ফিচার এবং ভারতীয় ইউজারদের জন্য লোকালাইস AI অ্যাসিস্ট্যান্টের মতো বড় পরিবর্তন করা হয়েছে। নিছে এই ফিচার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

ক্লিন এবং হালকা সফটওয়্যার এক্সপিরিয়েন্স
আগের তুলনায় HiOS 15 এ 40% কম প্রি-ইন্সটল অ্যাপ দেওয়া হয়েছে। এর ফলে ফোনের ইন্টারফেস অনেকটাই হালকা, দ্রুত ও স্মুথ কাজ করবে।  একইসঙ্গে নতুন স্লিক এনিমেশন, ডায়নেমিক ওয়াল পেপার এবং মিনিমল আইকনের জন্য লুক অনেকটাই মডার্ন দেখাবে।

MemFusion 3.0 এর সঙ্গে দুর্দান্ত মাল্টিটাস্কিং
এই ফিচারের মাধ্যমে একইসঙ্গে 25 টিরও বেশি অ্যাপ ল্যাগ ফ্রি উপভোগ করা যাবে। অসাধারণ RAM ম্যানেজমেন্ট এবং স্টোরেজ ডিফ্র্যাগমেন্টেশনের জন্য দীর্ঘমেয়াদী ফোনের পারফরমেন্স পাওয়া যাবে।

Ella AI অ্যাসিস্ট্যান্ট — ভারতের জন্য লোকাল ইন্টেলিজেন্স
এখন Ella হিন্দি ভাষায় রয়েছে এবং শীঘ্রই বাংলা, তামিল, গুজরাটি ও মারাঠি মতো ভারতীয় ভাষারও সাপোর্ট পাওয়া যাবে। এতে AI কল অ্যাসিস্ট্যান্ট, রিয়েল-টাইম ট্রান্সলেসন, অটো-আন্সার এবং স্মার্ট ডকুমেন্টের ক্ষেত্রেও সাহায্য করবে।

AI Eraser 2.0 এবং ইমেজ এডিটর
বর্তমানে শুধুমাত্র ভয়েস কমান্ড দিয়ে ছবি থেকে অপ্রয়োজনীয় অংশ বাদ দেওয়া যায় বা ফটো সহজেই বড় করা যায়। AI Sharpness Plus মাধ্যমে ব্লার ছবি ইন্টারনেট ছাড়াই শার্প করা যাবে।

AI-স্মার্ট প্রাইভেসি
HiOS 15 স্মার্ট প্রাইভেসি ব্লারিং ফিচার দেওয়া হয়েছে, এর ফলে স্ক্রিনশট এবং ছবিতে উপস্থিত প্রয়োজনীয় তথ্য শেয়ার করার আগে অটোমেটিকালি ব্লার হয়ে যাবে। এইভাবে ইউজারদের পার্সোনাল তথ্য সুরক্ষিত থাকবে।

Tecno Pova Curve 5G এর ভেরিয়েন্ট

বর্তমানে এখনও পর্যন্ত কোম্পানি তাদের Tecno Pova Curve 5G ফোনের অফিসিয়াল স্পেসিফিকেশন শেয়ার করেনি, তবে লিক রিপোর্ট অনুযায়ী এই ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হবে।

  • 6GB RAM + 128GB স্টোরেজ
  • 8GB RAM + 128GB স্টোরেজ
  • 8GB RAM + 256GB স্টোরেজ

এই মাসে হতে পারে লঞ্চ

Tecno Pova Curve 5G ফোনটি শুধুমাত্র একটি নাম নয়, বরং এই Pova সিরিজের ডিজাইনের ক্ষেত্রে একটি বড় পরিবর্তন করা হতে পারে। এই ফোনে কার্ভ ডিসপ্লে, প্রিমিয়াম লুক এবং ইউনিক এলিমেন্ট থাকবে। এই ফোনটি মিড রেঞ্জ সেগমেন্টে ইউজারদের আকর্ষণীয় লুক দেবে। তাই বর্তমানে টেকনো ফ্যানরা এই ফোনের স্পেসিফিকেশন এবং লঞ্চ ডেট জানার অপেক্ষা করছে। এই মাসে ফোনটি ভারতে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here