Tecno আনতে চলেছে Spark 10, 10C, Spark 10 5G এবং Spark 10 Pro নামের 4টি নতুন স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত

Highlights

  • 23 মার্চ ভারতে লঞ্চ হবে Tecno Spark 10 Pro স্মার্টফোন।
  • এই সিরিজে কোম্পানি 4টি ফোন ভারতে পেশ করা হবে।
  • সিরিজের সবকটি ফোনের দাম হবে 15,000 টাকা বাজেটের মধ্যে।

স্মার্টফোন ব্র্যান্ড টেকনো ভারতের বাজারে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়ানোর উদ্দেশ্যে চারটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানির ‘স্পার্ক’ সিরিজে এই ফোনগুলি Tecno Spark 10 4G, Tecno Spark 10 5G, Tecno Spark 10C এবং Tecno Spark 10 Pro নামে পেশ করা হবে। আগামী 23 মার্চ এই সিরিজের প্রথম ডিভাইস Tecno Spark 10 Pro ভারতে লঞ্চ করা হবে এবং এই ফোনটির দাম 15 হাজার টাকার চেয়েও কম রাখা হবে। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল AMD Ryzen 7000 প্রসেসরসহ Acer Nitro 5 গেমিং ল্যাপটপ, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Tecno Spark 10 সিরিজ

টেকনো ইন্ডিয়ার পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে কোম্পানি ভারতে তাদের স্পার্ক সিরিজের নতুন মোবাইল ফোন লঞ্চ করতে চলেছে এবং এই সিরিজে চারটি স্মার্টফোন পেশ করা হবে। কোম্পানি ের নাম রেখেছে SPARK 10 universe এবং Tecno Spark 10 Pro স্মার্টফোনের মাধ্যমে এর সূচনা করা হবে। আগামী 23 মার্চ ভারতের বাজারে এই ফোনটি লঞ্চ করা হবে।

Tecno Spark 10 Pro এর পর এই সিরিজে Tecno Spark 10 4G, Tecno Spark 10 5G এবং Tecno Spark 10C স্মার্টফোনগুলি লঞ্চ করা হবে। আপাতত এই তিনটি ফোন লঞ্চের টাইমলাইন শেয়ার করা হয়নি। তবে আশা করা হচ্ছে আগামী এপ্রিল মাসে ভারতীয় মার্কেটে ফোনগুলি পেশ করা হবে। এই সবকটি ফোনই কম দামে সেল করা হবে এবং 23 মার্চ লঞ্চ হতে চলা Tecno Spark 10 Pro ফোনটির দামও 15,000 টাকার চেয়ে কম রাখা হবে। আরও পড়ুন: 12GB RAM সহ ভারতে 6 এপ্রিল লঞ্চ হবে Poco F5 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

Tecno Spark 10 Pro

  • 6.8″ FHD+ 90Hz Display
  • MediaTek Helio G88
  • 50MP Rear Camera
  • 32MP Selfie Sensor
  • 18W 5,000mAh Battery

কোম্পানির আপকামিং Tecno Spark 10 Pro ফোনটিতে 1080 × 2460 ​পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.8 ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হবে। এই ডিসপ্লে এলসিডি প্যানেল দিয়ে তৈরি হবে এবং 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করটে পারে। এই ফোনটি মিডিয়াটেক হেলিও জি88 চিপসেট এবং Android 13 অপারেটিং সিস্টেমে কাজ করে।

ফটোগ্রাফির জন্য এই ফোনে 50 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেখা যাবে। Tecno Spark 10 Pro এর সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দাম জানার জন্য আপাতত 23 মার্চের অপেক্ষা করা হচ্ছে। আরও পড়ুন: OPPO Find X6 সিরিজের সঙ্গেই লঞ্চ হবে OPPO Pad 2 এবং OPPO Enco Free3, ডিজাইন এবং অ্যাক্সেসরিজ হল টিজ

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here