OPPO Find X6 সিরিজের সঙ্গেই লঞ্চ হবে OPPO Pad 2 এবং OPPO Enco Free3, ডিজাইন এবং অ্যাক্সেসরিজ হল টিজ

Highlights

  • সামনে এল OPPO Pad 2 ট্যাবলেট এবং Enco Free3 TWS এর লঞ্চ ডেট।
  • 21 মার্চ Find X6 সিরিজের সঙ্গে লঞ্চ হবে OPPO Pad 2 এবং Enco Free3।
  • দুটি আপকামিং ডিভাইস লঞ্চের আগেই কোম্পানি ডিজাইন শেয়ার করেছে।

বর্তমানে OPPO তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ OPPO Find X6 লঞ্চের প্রস্ততি নিচ্ছে। চিনে আগামী 21 মার্চ OPPO Find X6 সিরিজের অধীনে Find X6 এবং Find X6 Pro নামের দুটি ফোন পেশ করা হবে। এই স্মার্টফোন সিরিজের সঙ্গেই কোম্পানি তাদের সেকেন্ড জেনারেশন ট্যাবলেট OPPO Pad 2 এবং লেটেস্ট ওয়্যারলেস ইয়ারবাডস OPPO Enco Free3 ডিভাইসগুলিও লঞ্চ করবে। OPPO একটি প্রমোশনাল পোস্টারের মাধ্যমে এই দুটি প্রোডাক্ট রিভিল করেছে। আরও পড়ুন: প্রি-ইনস্টল অ্যাপের কারণে ব্যবসায়ে লোকসান, জেনে নিন সরকারের পরবর্তী প্ল্যান

OPPO Pad 2 এবং OPPO Enco Free3 এর ডিজাইন

কোম্পানির আপকামিং ট্যাবলেটের ছবি দেখে এটিকে কিছু দিন আগে লঞ্চ হওয়া ওয়ানপ্লাস ট্যাবলেটের রিঅ্যাসেম্বল ভার্সন বলে মনে করা হচ্ছে। এই ট্যাবলেটের ব্যাক প্যানেলে সিঙ্গেল রেয়ার চামেরা সেন্সর দেওয়া হয়েছে। কোম্পানি স্পষ্ট জানিয়ে দিয়েছে এই ট্যাবলেটটি ব্ল্যাক এবং গোল্ড কালার অপশনে পেশ করা হবে।

এই ট্যাবলেটের নিচের দিকে কীবোর্ড অ্যাটাচ করার জন্য ম্যাগনেটিক পিন দেখা যাবে। কোম্পানির পোস্ট থেকে জানা গেছে এতে ওপ্পো পেনসিল সাপোর্ট দেওয়া হবে। এবার শুধু দেখতে হবে কোম্পানি এইসব অ্যাক্সেসরিজ ডিভাইসের সঙ্গেই দেবে নাকি আলাদা করে কিনতে হবে। আরও পড়ুন: বর্তমানে চর্চার কেন্দ্রবিন্দু ChatGPT; এটি ব্যবহার করাও খুব সহজ, জেনে নিন পদ্ধতি

আপকামিং OPPO Enco Free3 তে Hi-Res ওয়্যারলেস অডিও এবং LDAC সাপোর্ট পাওয়া যাবে। পোস্টার থেকে জানা গেছে এটি ব্যাম্বু গ্রীন কালারে সেল করা হবে। এছাড়াও এই TWS অন্যান্য কালারেও বেচা হবে। কোম্পানির পেশ করা এই পোস্টারের মাধ্যমে লঞ্চের আগেই এর কেস এবং ইয়ারবাডসের ডিজাইন রিভিল হয়ে গেছে।

OPPO Pad 2 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

আপকামিং OPPO Pad 2 তে 2,800 x 2,000 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড এবং 144Hz রিফ্রেশরেটযুক্ত 11-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ট্যাবলেট MediaTek Dimensity 9000 চিপসেটে রানের পাশাপাশি 8GB/12GB RAM এর সঙ্গে সেল করা হতে পারে। OPPO Pad 2 তে 67W ফাস্ট চার্জিং সাপোর্টেড 9,500mAh ব্যাটারি দেখা যাবে। এটি লেটেস্ট Android 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে ColorOS 13 সহ কাজ করবে। আরও পড়ুন: Dimensity 9000+ এবং 50MP ক্যামেরাসহ শীঘ্রই ভারতে লঞ্চ হবে Tecno Phantom V Fold স্মার্টফোন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here