মাত্র 6,399 টাকা দামে পাওয়া যাচ্ছে Smart TVs, বিস্তারিত জেনে নিন অফার সম্পর্কে

যারা নতুন স্মার্ট টিভি কেনার কথা ভাবছেন তাদের জানিয়ে রাখি ফ্লিপকার্টে 6 আগস্ট থেকে ফ্ল্যাগশিপ সেল চলছে। এই সেলের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্টে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। জানিয়ে রাখি Thomson কোম্পানি তাদের বিভিন্ন মডেলগুলি অনেক কম দামে সেল করছে। বিশেষত্ব হল মডেলগুলি দাম মাত্র 6,399 টাকা থেকে শুরু হয়েছে। ছাড়াও ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং ক্যাশব্যাক পর্যন্ত দেওয়া হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই টিভি অফার সম্পর্কে।

Thomson Smart TVs এর অফার ডিটেইলস

  • অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্টের ফ্ল্যাগশিপ সেলের মাধ্যমে স্মার্ট টিভিতে আইসিআইসিআই এবং বারোডা ব্যাঙ্ক সহ বিভিন্ন ব্যাঙ্ক কার্ডের সাহায্যে টিভি কিনলে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
  • যেসব ইউজাররা ফ্লিপকার্ট এক্সেস ব্যাঙ্ক কার্ড হোল্ডার, তাঁরা 5 শতাংশ % ক্যাশব্যাক পর্যন্ত পাবে।
  • সেল চলাকালীন 24 ইঞ্চির টিভি মাত্র 6,399 টাকা দামে পাওয়া যাবে। অন্যদিকে 32 ইঞ্চির টিভি মাত্র 8,499 টাকা দামে সেল করা হচ্ছে।
  • Thomson-এর 43 ইঞ্চির স্মার্ট টিভি মাত্র 17,999 টাকা দামে পাওয়া যাবে।
  • একইসঙ্গে Thomson-এর টিভির সম্পূর্ণ রেঞ্জে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এতে 24 ইঞ্চি থেকে 65 ইঞ্চি পর্যন্ত মডেল রয়েছে।
  • নীচে দেওয়া ইমেজের মাধ্যমে স্মার্ট টিভির দামের লিস্ট দেখানো হয়েছে।

Thomson Smart TVs এর ফিচার

রিয়ালটেক প্রসেসরযুক্ত থমসন এফএ টিভিতে অ্যান্ড্রয়েড 11 সহ প্রিমিয়াম ফিচার দেওয়া হয়েছে। এতে বেজল-লেস ডিজাইন, 30 ওয়াট স্পিকার, ডলবি ডিজিটাল, বিল্ট-ইন নেটফ্লিক্স, 6,000 এর বেশি অ্যাপ ও গেমস, প্রাইম ভিডিও, ডিজনি+হটস্টার, অ্যাপল টিভি, ভুট, জি5, সনি লিভ এবং 500,000 টিভি শো সহ গুগল প্লে স্টোরের সুবিধা রয়েছে।

4K ডিসপ্লে সহ থমসন গুগল টিভিগুলি বেজল-লেস এবং ডলবি ভিশন, HDR 10+, ডলবি অ্যাটমস, ডলবি ডিজিটাল প্লাস, DTS Trusurround, 40 ওয়াট ডলবি অডিও স্টেরিও বক্স স্পিকার, 2GB RAM, 16GB ROM, এবং ডুয়েল-ব্যান্ড (2.4 + 5) গীগাহার্টস Wi-Fi সাপোর্ট দেওয়া হয়েছে।

থমসনের অ্যান্ড্রয়েড টিভি সিরিজে আল্ট্রা-হাই ডেফিনিশন রেজোলিউশন এবং HDR10+ সহ লঞ্চ করা হয়েছে। এগুলিতে 40W সাউন্ড আউটপুট এবং ডলবি MS 12, ডলবি ডিজিটাল প্লাস, এবং DTS Trusurround এর সাপোর্ট রয়েছে। এটি হেভি গেমিঙের জন্য MEMC ফিচার দেওয়া হয়েছে। টিভিগুলি ANDROID 10 সহ কাজ করে। একইসঙ্গে ইন-বিল্ট ক্রোমকাস্ট এবং এয়ারপ্লে সাপোর্ট রয়েছে। এছাড়াও টিভির রিমোটে ভয়েস সার্চ, নেটফ্লিক্স, ইউটিউব এবং গুগল প্লে-এর জন্য Google Assistant শর্টকাট যোগ করা হয়েছে।

থমসনের QLED টিভিগুলি সম্পূর্ণ ফ্রেমলেস সহ পেশ করা হয়েছে। এগুলিতে HDR 10+ সহ ডলবি ভিশন, ডলবি অ্যাটমস, ডলবি ডিজিটাল প্লাস, DTS Trusurround সাপোর্ট, বেজল-লেস ডিজাইন, 40W ডলবি অডিও স্টেরিও বক্স স্পিকার রয়েছে। এছাড়া এতে 2GB RAM, 16GB ROM, ডুয়েল-ব্যান্ড (2.4 + 5) GHz Wi-Fi, এবং গুগল টিভির মতো বিভিন্ন ফিচার যোগ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here