এসে গেল TikTok এর জন্য নতুন স্মার্টফোন, দেখে নিন স্পেসিফিকেশন

TikTok সম্পর্কে দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে যে এই মিউজিক মেকিং অ্যাপের প‍্যারেন্ট কোম্পানি ByteDance তাদের নিজেদের স্মার্টফোন স্মার্টফোন আনতে চলেছে। অনেক গসিপ ও সমালোচনার পর শেষ পর্যন্ত TikTok এই স্মার্টফোন মার্কেটে নিয়ে এসেছে। তবে ByteDance আগেই জানিয়ে দিয়েছিল এই ফোনটি টেক কোম্পানি Smartisan এর সঙ্গে হাত মিলিয়ে তৈরি করা হচ্ছে এবং TikTok এর সঙ্গে এই ফোনটির কোনো সম্পর্ক থাকবে না। আজ কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি Jianguo Pro 3 নামে পেশ করা হয়েছে। 

আরও পড়ুন : দাম কমল Vivo Y91 এবং Y91i এর, সমস‍্যায় পড়বে Xiaomi ও Realme

Jianguo Pro 3

সবার আগে জানিয়ে রাখি Jianguo Pro 3 ফোনটি Nut Pro 3 নামেও গ্লোবাল মঞ্চে পেশ করা হচ্ছে। Jianguo Pro 3 ফোনটি অর্থাৎ Nut Pro 3 ফোনটি ওয়াটারড্রপ নচের সঙ্গে পেশ করা হয়েছে যা বেজল লেস ডিসপ্লের সঙ্গে “ইউ” শেপের নচযুক্ত। এতে 6.39 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। Jianguo Pro 3 ফোনটিতে সিকিউরিটি ও আনলকিঙের জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। 

Jianguo Pro 3 ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে যা Smartisan OS 3.0 তে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেট স্ন‍্যাপড্রাগন 855 প্লাস দেওয়া হয়েছে। চীনের মার্কেটে এই ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি দেওয়া হয়েছে। এক‌ইভাবে দ্বিতীয় ভেরিয়েন্টে 8 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি মেমরি এবং সবচেয়ে বড় ভেরিয়েন্টে 12 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। 

আরও পড়ুন : 8 ইঞ্চির ডিসপ্লে ও 8,200 এম‌এএইচের ব‍্যাটারীসহ লঞ্চ হবে LG G Pad 8

কোয়াড ক‍্যামেরার শক্তি

ফোটোগ্ৰাফির জন্য Jianguo Pro 3 / Nut Pro 3 তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/1.75 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের Sony IMX586 প্রাইমারি সেন্সর আছে। এর সঙ্গেই এই ফোনে 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর, 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং 5 মেগাপিক্সেলের সুপার ম‍্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। 

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Jianguo Pro 3 / Nut Pro 3 তে 18 ওয়াট ফাস্ট চার্জিং ফিচারযুক্ত 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে যা কুইক চার্জ 4 টেকনিকসাপোর্ট করে। এই ফোনের অন‍্যতম বড় একটি বিশেষত্ব হল ফোনটি আনলক না করেই এতে TikTok ওপেন ও ব‍্যবহার করা যায়। প্রসঙ্গত জানিয়ে রাখি চীনে TikTok অ্যাপটি Duoyin নামে পরিচিত। ফোনটির প্রাথমিক দাম 2,899 ইউয়ান অর্থাৎ 29,000 টাকা রাখা হয়েছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here