8 ইঞ্চির ডিসপ্লে ও 8,200 এম‌এএইচের ব‍্যাটারীসহ লঞ্চ হবে LG G Pad 8 

টেক কোম্পানি LG এই দীপাবলির অবসরে তাদের ডব্লিউ সিরিজের নতুন স্মার্টফোন W30 Pro এর দাম জানানোর সঙ্গে সঙ্গে ভারতীয় বাজারে ফোনটির সেল শুরু করে দিয়েছে। এই স্মার্টফোনটি মাত্র 12,490 টাকার বিনিময়ে শপিং সাইট আমাজন ইন্ডিয়া থেকে কেনা যাচ্ছে। কোম্পানি LG W30 Pro এর সেল শুরু করার পর এবার একটি নতুন ট‍্যাবলেট ডিভাইস লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে, এবিষয়ে আমরা কিছু এক্সক্লুসিভ খবর পেয়েছি। 

আরও পড়ুন : মাত্র 12,490 টাকা দামে লঞ্চ হল LG W30 Pro, এতে আছে 4,050 এম‌এএইচের ব‍্যাটারী ও 4 জিবি র‍্যামের সঙ্গে আছে ট্রিপল রেয়ার ক‍্যামেরা

আমরা এলজির আগামী ট‍্যাবলেট ডিভাইস LG G Pad 8 এর এক্সক্লুসিভ ইমেজ পেয়েছি। ফোটোর সঙ্গে সঙ্গে এই ডিভাইসের স্পেসিফিকেশন সম্পর্কে বেশ কিছু তথ‍্য‌ও আমরা জানতে পেরেছি। আমরা জানতে পেরেছি যে LG G Pad 8 এ বড় ডিসপ্লের সঙ্গে শক্তিশালী ব‍্যাটারী দেওয়া হবে। এই ট‍্যাবলেটটি বাটনলেস ডিসপ্লের সঙ্গে পেশ করা হবে যার মধ্যে কোনো নচ থাকবে না। 

ডিজাইন

এই ট‍্যাবলেটের ফ্রন্ট প‍্যানেলে সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। LG G Pad 8 এর ব‍্যাক প‍্যানেলে ওপরের দিকে সিঙ্গেল রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। ব‍্যাক প‍্যানেলেই নিচের দিকে LG এর লোগো আছে। ট‍্যাবলেটের নিচের প‍্যানেলে ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। এই পোর্টের দুইদিকে স্পীকার গ্ৰিল অবস্থিত। LG G Pad 8 এ 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক দেওয়া হয়েছে কি না তা ফোটো দেখে স্পষ্ট বলা সম্ভব নয়। 

আরও পড়ুন : Jio এর এমন 8টি প্ল‍্যান যা রিচার্জ করলে আর আলাদা করে কলিং রিচার্জ করতে হবে না, জেনে নিন সম্পূর্ণ তথ্য

স্পেসিফিকেশন

রিপোর্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী LG G Pad 8 এর নামের সঙ্গে মিল রেখে এই ট‍্যাবলেটে 8 ইঞ্চির বড় ডিসপ্লে দেওয়া হয়েছে। তবে ট‍্যাবলেটের স্ক্রিন রেজলিউশন সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। LG G Pad 8 এর ব‍্যাক প‍্যানেলে 8 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা দেওয়া হবে এবং সেলফির জন্য ট‍্যাবলেটটির ফ্রন্ট প‍্যানেলে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা থাকবে। 

LG G Pad 8 এ পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 8,200 এম‌এএইচের শক্তিশালী ব‍্যাটারী দেওয়া হবে। আশা করা হচ্ছে এই ট‍্যাবলেটে ফাস্ট চার্জিং টেকনোলজি ব‍্যবহার করা হবে। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী LG G Pad 8 ট‍্যাবলেটটি 367 ইউএস ডলার দামে লঞ্চ করা হবে। ভারতীয় দরে এই দাম প্রায় 26,000 টাকার কাছাকাছি। 

আরও পড়ুন : 4,000 এম‌এএইচ ব‍্যাটারী এবং স্ন‍্যাপড্রাগন 665 চিপসেটের সঙ্গে লঞ্চ হবে Xiaomi Redmi Note 8T, সামনে এল ফোনের রিয়েল ফোটো

LG W30 Pro

এলজি ডব্লিউ সিরিজের এই ফোনটি 19:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যা 6.26 ইঞ্চির এইচডি+ ফুল ভিশন ডট নচ ডিসপ্লেযুক্ত। LG W30 Pro ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত এবং 1.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 14 ন‍্যানোমিটার টেকনিকে তৈরি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 632 চিপসেটে রান করে।  

ফোটোগ্ৰাফির জন্য LG W30 Pro তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 13 মেগাপিক্সেলের লো লাইট ক‍্যামেরা, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5 মেগাপিক্সেলের ডেপা সেন্সর দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য LG W30 Pro তে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। 

আরও পড়ুন।: Apple iPhone SE2 এর কাজ শুরু হবে জানুয়ারিতে, মার্চ মাসে হবে সেল

LG W30 Pro একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে সঙ্গে ফেস আনলক ফিচার‌ও দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য LG W30 Pro তে 4,050 এম‌এএইচের ব‍্যাটারী আছে। জানিয়ে রাখি এই ফোনে স্টিরিও সাউন্ড প্লাস টেকনোলজি যোগ করা হয়েছে যার ফলে এই ফোনের ডিসপ্লে থেকেই আওয়াজ বের হয়। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here