দাম কমল Vivo Y91 এবং Y91i এর, সমস‍্যায় পড়বে Xiaomi ও Realme

চীনের বিখ্যাত টেক কোম্পানি Vivo তাদের ওয়াই সিরিজের দুটি স্মার্টফোনের দাম কমিয়ে দিয়েছে। কোম্পানি দীর্ঘদিন ধরেই তাদের একাধিক ফোনের দাম কমিয়ে আসছে। এবার কোম্পানি তাদের Y91 এবং Y91i এর দাম কমিয়েছে। আমরা অফলাইন রিটেইল মার্কেট থেকে এই খবর পেয়েছি। 

আরও পড়ুন : 5 নভেম্বর লঞ্চ হবে বিশ্বের প্রথম 108 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন Xiaomi Mi CC9 Pro

কোম্পানির বাজেট সেন্ট্রিক স্মার্টফোন Vivo Y91i ফোনটি ডিসকাউন্ট দিয়ে 6,990 টাকা দামে সেল করা হচ্ছে। এই ফোনটি আগে 7,490 টাকা দামে বেচা হত। এছাড়া কোম্পানির আরেকটি স্মার্টফোন Vivo Y91 ফোনটি বর্তমানে মাত্র 8,490 টাকার বিনিময়ে কেনা যাচ্ছে। এই ফোনটির দাম আগে ছিল 8,990 টাকা। এই অফার ভারতের সমস্ত অফলাইন রিটেইল স্টোরে কার্যকর। 

Vivo Y91i স্পেসিফিকেশন

Vivo Y91i তে 1520 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.2 ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। অ্যান্ড্রয়েড 8.1 অরিওর সঙ্গে এই ফোনটি অক্টাকোর প্রসেসরযুক্ত মিডিয়াটেক হেলিও পি22 (এমটি6762আর) এস‌ওসিতে রান করে। কোম্পানি তাদের Vivo Y91i ফোনটি 2 জিবি র‍্যামের সঙ্গে 16 জিবি ও 32 জিবি মেমরির দুটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে।

আরও পড়ুন : মাত্র 12,490 টাকা দামে লঞ্চ হল LG W30 Pro, এতে আছে 4,050 এম‌এএইচের ব‍্যাটারী ও 4 জিবি র‍্যামের সঙ্গে আছে ট্রিপল রেয়ার ক‍্যামেরা

ফোটোগ্ৰাফির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে 13 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সরযুক্ত ডুয়েল ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। Vivo Y91i একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 4জি এলটিই সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এই ফোনে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 4,030 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

Vivo Y91 স্পেসিফিকেশন

কোম্পানি তাদের Vivo Y91 ফোনটি 6.22 ইঞ্চির হলো ফুল ভিউ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করেছে। এই ফোনটিও অ্যান্ড্রয়েড অরিওর সঙ্গে অক্টাকোর প্রসেসর ও মিডিয়াটেক হেলিও পি22 চিপসেটে রান করে। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়

আরও পড়ুন : Jio এর এমন 8টি প্ল‍্যান যা রিচার্জ করলে আর আলাদা করে কলিং রিচার্জ করতে হবে না, জেনে নিন সম্পূর্ণ তথ্য

ফোটোগ্ৰাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনে এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। 

Vivo Y91 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। সিকিউরিটির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে ফেস আনলক ফিচার‌ও দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Vivo Y91 এও 4,030 এম‌এএইচের ব‍্যাটারী আছে 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here