1 বছরে বিক্রি হয়েছে 15 কোটি স্মার্টফোন, দেখে নিন ভারতের বাজারে 10 মোবাইল ব্র্যান্ডের ডিটেইলস

আজকের দিনে দাঁড়িয়ে ভারত গোটা বিশ্বের অন্যতম বড় মোবাইল বাজারগুলির মধ্যে একটিতে পরিণত হয়েছে। বিগত বছরগুলিতে বিভিন্ন টেক ব্র্যান্ড ভারতের বাজারে তাদের একের পর এক দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করেছে। এর মধ্যে কিছু ফোন যেমন সুপার হিটের তকমা পেয়েছে, তেমনই কিছু ফোন ফ্লপও হয়েছে। এসব দেখে মনে প্রশ্ন ওঠাই স্বাভাবিক 2024 সালে ভারতের নাম্বার ওয়ান স্মার্টফোন ব্র্যান্ড কোনটি। জনপ্রিয় রিসার্চ ফার্ম IDC এই বিষয়ে তাদের নতুন রিপোর্ট শেয়ার করেছে। এর ফলে ভারতের টপ 10 স্মার্টফোন ব্র্যান্ডের ডিটেইলস জানা গেছে।

ভারতের টপ 10 মোবাইল ব্র্যান্ড

2024 সালে মার্কেট শেয়ারের দিক থেকে Vivo ভারতের নাম্বার ওয়ান স্মার্টফোন ব্র্যান্ডে পরিণত হয়েছে। এই লিস্টে Samsung দ্বিতীয় এবং OPPO তৃতীয় স্থানে রয়েছে। Xiaomi এবং realme এই লিস্টে যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম স্থান দখল করেছে।

এক বছরে হাতে গোনা কয়েকটি স্মার্টফোন লঞ্চ করে শিরোনামে ছেয়ে থাকা আমেরিকান কোম্পানি Apple এই লিস্টে নিজের স্থান করে নিয়েছে। এই ব্র্যান্ডের মুকুটে ষষ্ঠ পালক জুটেছে। এছাড়া Motorola সপ্তম, Poco অষ্টম, OnePlus নবম এবং iQOO দশম স্থান পেয়েছে।

কার লাভ, কার লোকসান?

জানিয়ে রাখি ভালো স্থানে থাকার মানে কখনই এমনটা নয় যে কোম্পানি আগের চেয়ে ভালো করেছে। এই বক্তব্যটি এই লিস্টের ক্ষেত্রেও প্রযোজ্য। স্যামসাঙ এই লিস্টে দ্বিতীয় স্থানে থাকলেও 2023 সালের তুলনায় 2024 সালে মার্কেট শেয়ার বার্ষিক 19.4% হারে কমে গেছে। 2023 সালে মার্কেট শেয়ার 17.0% ছিল। অথচ দ্বিতীয় স্থানে থাকা সত্ত্বেও কোম্পানির শেয়ার রয়েছে মাত্র 13.2%।

ওয়ানপ্লাসের ক্ষেত্রেও এমনটাই ঘটেছে। বার্ষিক লাভ ক্ষতির হিসাবে এই ব্র্যান্ড 32.6% লোকসানের সম্মুখীন হয়েছে। 2023 সালে 6.1 শতাংশ মার্কেট শেয়ার 2024 সালে 3.9 শতাংশে গিয়ে ঠেকেছে। অপরদিকে ওপ্পো এবং অ্যাপেল বেশ ভালো পারফর্ম করেছে। ওপ্পোর মার্কেট শেয়ার 10.4% থেকে বেড়ে 12.0% হয়ে গেছে এবং একইভাবে অ্যাপেলের শেয়ার 6.4% থেকে 8.2% পর্যন্ত বেড়ে গেছে।

ভারতে বিক্রি হয়েছে 151 মিলিয়ন স্মার্টফোন

IDC অর্থাৎ ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশনের রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়ান স্মার্টফোন মার্কেটে গত এক বছরে 4% বার্ষিক বৃদ্ধি ঘটেছে। এই বছরে ভারতে মোট 151 মিলিয়ন স্মার্টফোন ইউনিট শিপমেন্ট হয়েছে। এই 15.1 স্মার্টফোনের মধ্যে 120 মিলিয়ন অর্থাৎ 12 কোটি ছিল 5G স্মার্টফোন।

ভারতে কেনা হয়েছে প্রায় 54 মিলিয়ন ফিচার ফোন

15 কোটি স্মার্টফোনের পাশাপাশি এই বছর ভারতের বাজারে 54 মিলিয়ন ফিচার ফোন শিপমেন্ট করা হয়েছে। এই 5 কোটি 40 লক্ষ কীপ্যাড ফোনের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে Transsion কোম্পানির ফোন। এর পর রয়েছে যথাক্রমে Nokia এবং Lava ব্র্যান্ডের নাম। IDC এর সম্পূর্ণ রিপোর্ট পড়ার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here