শীর্ষ তিনের তালিকা থেকে ছিটকে গেল Xiaomi! বর্তমানে ভারতের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড কোনটি? জেনে নিন ডিটেইলস

Highlights

  • Xiaomi 1 নম্বর থেকে 4 নম্বরে নেমে গেছে।
  • শীর্ষ 5-এর তালিকায় শেষ স্থানে রয়েছে Realme।
  • Vivo এবং Oppo শীর্ষ 3 এ জায়গা করে নিয়েছে।

ভারতের স্মার্টফোন মার্কেট বিশ্বের বৃহত্তম মোবাইল মার্কেটের মধ্যে অন্যতম এবং সেই কারণেই বিদেশী কোম্পানিগুলি এখানে তাদের আধিপত্য বজায় রাখার চেষ্টা করছে। চীনা কোম্পানি Xiaomi দীর্ঘদিন ধরে ভারতের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ছিল কিন্তু 2023 সালটি কোম্পানির জন্য হতাশাজনক প্রমাণিত হয়েছে। IDC-এর রিপোর্ট অনুযায়ী Xiaomi এখন চার নম্বরে এসেছে এবং Samsung সেরার মুকুট পরেছে। আরও পড়ুন: 2 হাজার টাকা কমে গেল Redmi 11 Prime ফোনের দাম! জেনে নিন নতুন দাম

ভারতের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড হল এই কোম্পানি

IDC রিপোর্ট অনুযায়ী, Samsung বর্তমানে ভারতে এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড। এইবছরের প্রথম প্রান্তিকের রেজাল্ট অনুযায়ী এই তালিকা সামনে এসেছে। Samsung জানুয়ারি-ফেব্রুয়ারি-মার্চের মধ্যে 6.2 মিলিয়ন স্মার্টফোন ইউনিট শিপমেন্ট করেছে এবং কোম্পানির মার্কেট শেয়ার বেড়ে 20.1% হয়েছে। যা অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ডের তুলনায় সবথেকে বেশি।

Xiaomi এখন আর ভারতের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড নেই

Xiaomi ফ্যানদের জন্য এই খবরটি বেশ হতাশাজনক। যদিও গত বছর প্রথম ত্রৈমাসিকে Xiaomi ভারতের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ছিল, কিন্তু এই বছরের প্রথম ত্রৈমাসিকে কোম্পানি শীর্ষ 3 এও জায়গা পায়নি। এর আগে এই কোম্পানিটি 8.5 মিলিয়ন শিপমেন্টের সাথে 23.4% মার্কেট শেয়ার ছিল কিন্তু Q1 2023 এ ব্র্যান্ডটি মাত্র 5.0 মিলিয়ন স্মার্টফোন ইউনিট সেল করেছে, যার ফলে কোম্পানির মার্কেট শেয়ার 16.4% এ নেমে এসেছে। আরও পড়ুন: Pixel ফোন ইউজারদের জন্য Android 14 Beta 2 ইনস্টল করার সহজ পদ্ধতি

ভারতের শীর্ষ 3 স্মার্টফোন ব্র্যান্ডের তালিকায় রয়েছে এই তিনটি কোম্পানি

Samsung সবচেয়ে বেশি স্মার্টফোন সেল করে সেরার মুকুট জিতে নিয়েছে। চীনা ব্র্যান্ড Vivo এবং OPPO ও দারুণ পারফরম্যান্সের মাধ্যমে দেখিয়ে সবাইকে চমকে দিয়েছে। এই দুটি ব্র্যান্ডই 2023 সালের দ্বিতীয় ত্রৈমাসিকে শীর্ষ 3-এর বাইরে ছিল কিন্তু এই বছর তারা যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে। Vivo এর মার্কেট শেয়ার 17.7% এবং Oppo এর মার্কেট শেয়ার 17.6%।

Realme এর অবস্থা খারাপ, তালিকার সবার নীচে রয়েছে

ভারতীয় স্মার্টফোন মার্কেটের এই রিপোর্টে Realme-এর অবস্থা সবচেয়ে দুর্বল। কোম্পানিটি গত বছর 16.4% মার্কেট শেয়ার সহ ভারতের শীর্ষ 3 স্মার্টফোন ব্র্যান্ডের মধ্যে ছিল কিন্তু এই বছরের প্রথম ত্রৈমাসিকে এর মার্কেট শেয়ার মাত্র 9.4% হয়েছে। বছরের প্রথম তিন মাসে Realme মাত্র 2.9 মিলিয়ন স্মার্টফোন ইউনিট সেল করতে পেরেছে এবং বর্তমানে এই তালিকার পঞ্চম স্থানে রয়েছে। আরও পড়ুন: লঞ্চ হল চারটি নতুন TCL Smart TV প্রি-বুকিং করলে ফ্রিতে পাবেন 9990 টাকার স্পিকার, জেনে নিন ডিটেইলস

IDC এর নতুন রিসার্চ রিপোর্ট

International Data Corporation (IDC) ভারতীয় স্মার্টফোন মার্কেট সম্পর্কিত নতুন যেই রিসার্চ রিপোর্টটি শেয়ার করেছে, সেখানে 2022 সালের প্রথম ত্রৈমাসিক (Q1 2022) এবং 2023 সালের প্রথম ত্রৈমাসিকের (Q1 2023) পরিসংখ্যান অন্তর্ভুক্ত রয়েছে৷ এই রিপোর্টে ভারতের মার্কেটে উপস্থিত শীর্ষ 5 মোবাইল ব্র্যান্ডের স্মার্টফোন শিপমেন্ট Shipments in Millions, মার্কেট শেয়ার এবং Year over year Growth দেখানো হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here