অনলাইন ফ্রডের হাত থেকে বাঁচার জন্য ভারত সরকার শুরু করল WhatsApp Channel, জানুন ডিটেইলস

স্মার্টফোন এবং ইন্টারনেটের ব্যাবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গেই তাল মিলিয়ে বাড়ছে অনলাইন ফ্রড ও স্ক্যামের সংখ্যা। আলাদা আলাদা পদ্ধতিতে স্ক্যামারদের দল সাধারণ মানুষদের ঠকাতে এবং তাদের থেকে টাকা চুরি করতে শুরু করেছে। অনলাইন স্ক্যাম থেকে সুরক্ষার জন্য এবং স্ক্যামের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির জন্য ভারত সরকারের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ TRAI এর পক্ষ থেকে ফ্রি WhatsApp Channel এর সূচনা করেছে।

TRAI WhatsApp Channel

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) এর পক্ষ থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেল শুরু করা হয়েছে। সাধারণ মানুষের মধ্যে অনলাইন ফ্রড সম্পর্কে তথ্য জানানো এবং স্ক্যামের প্রতি সচেতনতা বৃদ্ধির জন্য এই WhatsApp Channel তৈরি করা হয়েছে। ট্রাই তাদের অফিসিয়াল টুইটার (এক্স) হ্যান্ডেলের মাধ্যমে এই বিষয়ে জানিয়েছে এবং হোয়াটসঅ্যাপ লিঙ্ক শেয়ার করেছে।

ট্রাই হোয়াটসঅ্যাপ চ্যানেলের সুবিধা

  • ট্রাইয়ের জারি করা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে অনলাইন ফ্রড ও স্ক্যাম সম্পর্কে জানা যাবে।
  • অনলাইন ফ্রডরা কিভাবে সাধারণ মানুষদের ভয় দেখিয়ে বা ভুলিয়েভালিয়ে জোচ্চুরি করে সেই বিষয়ে এই চ্যানেলে জানানো হবে।
  • সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া ফেক নিউজ সম্পর্কে ট্রাইয়ের চ্যানেলে জানানো হবে।
  • কোনো ব্যাক্তিকে ফ্রডরা কল করলে সে ক্ষেত্রে কি ধরনের প্রতিক্রিয়া হওয়া উচিৎ সেই বিষয়ে ট্রাই এই চ্যানেলের মাধ্যমে জানাবে।
  • সাইবার ফ্রডের শিকার হলে কোথায় ও কিভাবে অভিযোগ করতে হবে এবং কি কি ডকুমেন্ট ব্যাবহার করতে হবে এইসব তথ্যও এই চ্যানেলের মধ্য দিয়ে জানানো হবে।
  • ইন্টারনেট ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফরওয়ার্ড হওয়া ফেক খবর সম্পর্কে এই চ্যানেলে সচেতনতা বৃদ্ধি করা হবে।
  • অপ্রয়োজনীয় প্রমোশনাল কল ও এসএমএসের হাত থেকে বাঁচার পদ্ধতি সম্পর্কে এই চ্যানেলে ভিডিও শেয়ার করা হবে।
  • ভারত সরকার বা বিএসএনএল, জিও, এয়ারটেলের মতো কোম্পানিগুলির টাওয়ার বসানর নাম করে সাধারণ মানুষদের ঠকানো হয়, এই সংক্রান্ত সরকারি নিয়মকানুন সম্পর্কে এই চ্যানেলে জানানো হবে।
  • বিদেশী নাম্বার থেকে কল এলে কি করা উচিৎ এবং ফ্রডের হাত থেকে কিভাবে বাঁচা যাবে সেই সংক্রান্ত তথ্য TRAI এর WhatsApp Channel এ জানানো হবে।

TRAI WhatsApp Channel-এ কিভাবে যুক্ত হবেন?

ভারত সরকারের অধীনস্থ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই তাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেল লাইভ করে দিয়েছে। যে কোনো হোয়াটসঅ্যাপ ইউজার এই চ্যানেলে জয়েন করতে পারবেন। এই চ্যানেল সম্পূর্ণ ফ্রি এবং এতে যে কোনো টেলিকম অপারেটরের ইউজার এই চ্যানেলে একদম বিনামূল্যে যোগ দিতে পারবেন। এই TRAI WhatsApp Channel এ জয়েন করার জন্য এখানে ক্লিক করুন

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here