ট্রাম্পের স্মার্টফোন সামনে আসতেই শুরু হল বিবাদ! জেনে নিন বিস্তারিত

আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আগাগোড়াই তাঁর বড়বড় প্রতিশ্রুতির জন্য শিরোনামে ছেয়ে থাকেন। এবার তিনি নতুন প্রতিশ্রুতি হিসাবে আমেরিকায় মোবাইল তৈরির কথা বলেছেন। এই উদ্দেশ্যে তাঁর কোম্পানি Trump Organization গত 16 জুন আমেরিকায় Trumph Mobile T1 5G নামের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। তবে রিপোর্ট অনুযায়ী ট্রাম্পের এই বক্তব্য নেহাত গালগল্প হতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে আমেরিকায় এত বিপুল সংখ্যক ফোন তৈরির সুবিধা নেই বললেই চলে। তাই এই ফোনটি আদতে চাইনিজ হতে পারে। যাই হোক, ফোনটি চাইনিজ হোক বা আমেরিকান আমাদের কি! নিচে এই ফোনটি সংক্রান্ত বিতর্ক এবং এর দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল।

ট্রাম্পের ফোন ঘিরে বিতর্ক

রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প টিম কুককে টক্কর দেওয়ার উদ্দেশ্যে সম্প্রতি T1 মোবাইল লঞ্চ করেছে। আর এই ফোনটি লঞ্চ হওয়া মাত্রই শুরু হয়ে গেছে বিতর্ক। বিগত বেশ কিছু সময় ধরে আমেরিকায় ফোন তৈরি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্প অন্যান্য ব্র্যান্ডগুলিকে ট্যারিফ বাড়ানোর হুমকির পাশাপাশি আমেরিকায় ফোন তৈরির প্রতি চাপ সৃষ্টি করছিলেন। এবার তিনি নিজেই একটি স্মার্টফোন লঞ্চ করে দেখিয়ে দিয়েছেন। তবে মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই ফোনটি আসলে ‘মেড ইন চায়না’ হতে পারে।

এই অভিযোগের পেছনে যথেষ্ট কারণও রয়েছে। ইন্টারন্যাশানাল ডেটা কর্পসের ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিসকো জেরোনিমো CNBC এর সঙ্গে সাক্ষাৎকারে জানিয়েছেন, এই ফোনটি চাইনিজ ODM (Original Device Manufacturer) এর পক্ষ থেকে ডিজাইন এবং অ্যাসেম্বল করা হবে। আমেরিকায় এত বিপুল সংখ্যক ফোন তৈরি বা অ্যাসেম্বল করা সম্ভব নয়। কারণ বর্তমানে আমেরিকায় এত বড় সুবিধা চালু নেই। একটি স্মার্টফোন তৈরি করতে বেশ কিছু পার্ট প্রয়োজন। এগুলি আলাদা আলাদা দেশ থেকে সংগ্রহ করা হয়। তাই একটি ফোনের সাপ্লাইচেইন কোনো নির্দিষ্ট দেশের বদলে গ্লোবাল হয়ে থাকে। এই কারণেই মনে করা হচ্ছে ট্রাম্পের T1 ফোনটি সম্পূর্ণ আমেরিকান নয়।

Trump Mobile T1 ফোনের দাম

জানিয়ে রাখি ট্রাম্পের নতুন T1 ফোনটি গোল্ডেন কালারে পেশ করা হয়েছে। এই ফোনের দাম $499 রাখা হয়েছে, ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম 42,900 টাকার কাছাকাছি। এটি একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে 100 ডলার পেমেন্ট করে এই ফোনটি বুকিং করা যাবে। সেপ্টেম্বর মাস থেকে এই ফোনের সেল শুরু হবে।

ট্রাম্পের ফোনটি আমেরিকার তিনটি গুরুত্বপূর্ণ 5G নেটওয়ার্কের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই ফোনটির প্ল্যানটিকে “The 47 Plan” বলে অভিহিত করা হয়েছে। এই প্ল্যানের দাম প্রতি মাসে $47.45 এবং এতে আনলিমিটেড কলিং, টেক্সট ও ডেটা সহ ডিভাইস সিকিউরিটি, 24/7 রোড সাইড অ্যাসিস্টেন্স, টেলিহেল্থ অ্যাসিস্টেন্স এবং 100টিরও বেশি দেশে ফ্রি ইন্টারন্যাশানাল কলিং উপভোগ করা যাবে। এই প্ল্যানের কাস্টোমার সার্ভিস সম্পূর্ণভাবে আমেরিকা বেসড এবং এটি মানুষ স্টাফ দ্বারা 24/7 পরিচালনা করা হবে।

Trump Mobile T1 ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Trump Mobile T1 ফোনে 6.78 ইঞ্চির পাঞ্চ হোল AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং AI ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে।
  • পারফরমেন্স: এই ফোনটি Android 15 অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনে 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP ডেপ্থ ও ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: Trump Mobile T1 ফোনে 5,000mAh ব্যাটারি রয়েছে এবং এই ব্যাটারি 20W PD ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
  • অন্যান্য ফিচার: এই ফোনে USB Type-C পোর্টের সঙ্গে OTG সাপোর্ট এবং 3.5mm অডিও জ্যাক দেওয়া হয়েছে। ফোনটির স্টোরেজ বাড়ানোর জন্য এতে মেমরি কার্ড স্লট রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here