Highlights
- টুইটারের লোগোয় এবার নীল পাখির পরিবর্তে দেখা যাবে কুকুর।
- ইলন মাস্ক নিজেই টুইট করে বিষয়টি নিশ্চিত করেছেন।
- প্রথমে কিছু ইউজার ভেবেছিলেন তাদের টুইটার হ্যাক হয়ে গেছে।
টুইটারের দায়িত্ব ইলন মাস্কের হাতে আসার পর টুইটারের আরেকটি বড় পরিবর্তন সামনে এসেছে। মাইক্রো-ব্লগিং সাইটে এখন ‘নীল পাখির’ জায়গায় Doge এর ছবি দেখা যাচ্ছে। এই পরিবর্তন চিরস্থায়ী হবে নাকি কিছু সময়ের জন্য করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। টুইটারে ব্লু বার্ড অদৃশ্য হওয়ার সাথে সাথেই #DOGE এবং #TwitterLogo ট্রেন্ড শুরু হয়েছে। সোমবার রাত থেকেই লোগোতে এই পরিবর্তন দেখা যাচ্ছে। আরও পড়ুন: নিশ্চিত হল ভারতে Samsung Galaxy A24 এর লঞ্চ, ওয়েবসাইটে লাইভ হল সাপোর্ট পেজ
টুইটারে নীল পাখির জায়গায় কুকুরের লোগো দেখে সবাই অবাক যায়। প্রথমে সবাই মনে করেছিল যে টুইটার হ্যাক হয়েছে, কিন্তু তারপর ইলন মাস্ক একের পর এক টুইট করে নিশ্চিত করেছেন যে টুইটার হ্যাক হয়নি বরং তিনি লোগো পরিবর্তন করেছেন। কিছু ইউজারদের ধারণা এটাই টুইটারের পারমানেন্ট লোগো হবে।
মজার মিম শেয়ার করেছেন ইলন মাস্ক
— Elon Musk (@elonmusk) April 3, 2023
টুইটারে লোগো পরিবর্তনের পর এলন মাস্ক নিজস্ব ভঙ্গিতে একের পর এক অনেক টুইট করেছেন। তিনি একটি মেম শেয়ার করেছেন যেখানে একটি কুকুর ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাচ্ছে এবং ট্রাফিক পুলিশকে সে তার ড্রাইভিং লাইসেন্স দিয়েছে, যেখানে নীল পাখির ছবি রয়েছে। এই বিষয়ে কুকুরটি বলে যে এটি একটি পুরানো ছবি। ইলন মাস্কের এই টুইটের পরে ইউজাররা বলছে যে হয়তো এবার থেকে এটি টুইটারের পারমানেন্ট লোগো হতে পারে। আরও পড়ুন: 100W চার্জিং, 5000mAh ব্যাটারি এবং 1.5K ডিসপ্লেসহ লঞ্চ হল Realme GT Neo 5 SE স্মার্টফোন, জেনে নিন ফিচার
লোগো পরিবর্তনের বিষয়ে আগেই ইঙ্গিত দেওয়া হয়েছিল
The new CEO of Twitter is amazing pic.twitter.com/yBqWFUDIQH
— Elon Musk (@elonmusk) February 15, 2023
এই টুইটের পর থেকেই টুইটার হ্যাক সংক্রান্ত জল্পনার অবসান ঘটে৷ তিনি এই বছরের ফেব্রুয়ারিতে একটি টুইট পোস্ট করেছিলেন, যেখানে একটি CEO এর টি-শার্ট পরা একটি কুকুরকে অফিসের চেয়ারে বসে থাকতে দেখা যায়। এই ছবিটি শেয়ার করে তিনি লিখেছিলেন যে এই নতুন CEO কিন্তু অসাধারণ। এই কুকুরটির সামনের টেবিলে একটি পেপারও ছিল, যেখানে কুকুরটির নাম লেখা ছিল ফ্লোকি এবং সে চিফ এক্সিকিউটিভ অফিসার ছিল।
প্রতিশ্রুতি পূরণ করলেন মাস্ক
As promised pic.twitter.com/Jc1TnAqxAV
— Elon Musk (@elonmusk) April 3, 2023
ইলন মাস্ক আরেকটি টুইটে জানান, প্রতিশ্রুতি অনুযায়ী তিনি লোগো পরিবর্তন করেছেন। তিনি একটি স্ক্রিনশট শেয়ার করেছেন যেখানে তিনি জিজ্ঞাসা করেছিলেন যে একটি নতুন প্ল্যাটফর্মের প্রয়োজন কি না। যেখানে চেয়ারম্যান নামে একজন ইউজার তাকে পরামর্শ দিয়েছিলেন যে তিনি যেন টুইটার কিনে নেয় এবং টুইটারের লোগো বদলে Doge র ছবি লোগোতে ব্যবহার করেন৷ আরও পড়ুন: 16GB RAM এবং 108MP ক্যামেরা সহ লঞ্চ হল OnePlus Nord CE 3 Lite 5G স্মার্টফোন
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন