নিশ্চিত হল ভারতে Samsung Galaxy A24 এর লঞ্চ, ওয়েবসাইটে লাইভ হল সাপোর্ট পেজ

Highlights

  • শীঘ্রই লঞ্চ করা হতে পারে Samsung Galaxy A24।
  • কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে সামনে এল সালাক্সি এ24 এর সাপোর্ট পেজ।
  • এতে স্ন্যাপড্রাগন 680 চিপসেট এবং 5000mAh ব্যাটারি থাকবে।

দীর্ঘদিন ধরেই খবর পাওয়া যাচ্ছে স্যামসাং ভারতে তাদের নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্ততি নিচ্ছে। রিপোর্ট অনুযায়ী কোম্পানির ‘গ্যালাক্সি এ’ সিরিজে Samsung Galaxy A24 ফোনটি পেশ করা হতে পারে। আমাদের টীম স্যামসাঙের ভারতীয় ওয়েবসাইটে Samsung Galaxy A24 এর সাপোর্ট পেজ দেখেছে। যার ফলে মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি ফোনটি দেশের মার্কেটে লঞ্চ করা হতে পারে। অফিসিয়াল সাপোর্ট পেজের মাধ্যমে ফোনটির মডেল নাম্বার সম্পর্কেও জানা গেছে। নিচে এই ফোনটি সম্পর্কে এখনও পর্যন্ত পাওয়া সমস্ত তথ্য জানানো হল। আরও পড়ুন: 100W চার্জিং, 5000mAh ব্যাটারি এবং 1.5K ডিসপ্লেসহ লঞ্চ হল Realme GT Neo 5 SE স্মার্টফোন, জেনে নিন ফিচার

লাইভ হল সাপোর্ট পেজ

ওপরের স্ক্রিনশটে স্পষ্ট দেখা যাচ্ছে Samsung Galaxy A24 ফোনটি Samsung SM-A245F/DS মডেল নাম্বারসহ কোম্পানির ভারতীয় ওয়েবসাইটে সাপোর্ট পেজে লাইভ হয়ে গেছে। তবে সাপোর্ট পেজ দেখে আমরা ফোনটির ফিচার এবং স্পেসিফিকেশন বুঝতে পারিনি।

Samsung Galaxy A24 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

Samsung Galaxy A24 ফোনটিতে 90Hz রিফ্রেশরেটযুক্ত 6.5-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনটি অক্টাকোর প্রসেসরসহ স্ন্যাপড্রাগন 680 চিপসেটে রান করতে পারে। এর সঙ্গে এই ফোনে 4GB RAM এবং 128GB স্টোরেজ যোগ করার সম্ভাবনা রয়েছে। Samsung Galaxy A24 ফোনে আউট অফ দা বক্স OneUI 5.0 স্কিনসহ Android 13 অপারেটিং সিস্টেম পাওয়া যাবে। আরও পড়ুন: 16GB RAM এবং 108MP ক্যামেরা সহ লঞ্চ হল OnePlus Nord CE 3 Lite 5G স্মার্টফোন

ফটোগ্রাফির জন্য স্যামসাং গ্যালাক্সি এ24 ফোনে OIS ফিচারসহ 50MP প্রাইমারি ক্যামেরা লেন্সের সঙ্গে 5MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স থাকবে। এছাড়া সেলফির জন্য এতে 13MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ইউএসবি টাইপ সি পোর্টসহ এবং 25W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হবে বলে মনে করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here