দেখে নিন এই সপ্তাহে আসন্ন স্মার্টফোনের লিস্ট, লঞ্চ হবে 200MP ক্যামেরা, 7500mAh ব্যাটারি এবং Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ মোবাইল ফোন

নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে ভারতের স্মার্টফোন বাজারে আলোড়ন সৃষ্টি হতে চলেছে। এই সপ্তাহে অর্থাৎ 17 নভেম্বর থেকে 23 নভেম্বরের মধ্যে ভারতে বেশ কিছু নতুন স্মার্টফোন লঞ্চ করা হবে। একদিকে যেমন OPPO Find X9 সিরিজ বাজারে আসতে চলেছে তেমনই লঞ্চ হতে চলেছে নতুন ফ্ল্যাগশিপ Realme GT 8 Pro স্মার্টফোন। এছাড়াও মার্কেটে পা রাখতে চলেছে একদম নতুন একটি স্মার্টফোন ব্র্যান্ড। এই পোস্টে মার্কেটে আসন্ন স্মার্টফোনের লিস্ট শেয়ার করা হল।

OPPO Find X9

লঞ্চ ডেট – 18 নভেম্বর

গ্লোবাল মার্কেটে ইতিমধ্যে OPPO Find X9 সিরিজ লঞ্চ হয়ে গেছে এবং আগামী 18 নভেম্বর ভারতেও এই সিরিজের ফোনগুলি পেশ হতে চলেছে। সিরিজের ভ্যানিলা মডেল অর্থাৎ Find X9 ফোনে Dimensity 9500 প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনে 6.59-ইঞ্চির 1.5K ফ্ল্যাট OLED ডিসপ্লে যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এতে 80W ফাস্ট ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 7025mAh ব্যাটারি রয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপে 50MP Sony LYT808 OIS প্রাইমারি সেন্সর, 50MP Samsung JN5 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP LYT600 পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে ফোনটির ফ্রন্ট প্যানেলে 32MP Sony IMX615 সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।

OPPO Find X9 Pro

লঞ্চ ডেট – 18 নভেম্বর

আগামী 18 নভেম্বর ভারতে OPPO Find X9 Pro ফোনটিও লঞ্চ করা হবে। এই ফোনেও Dimensity 9500 প্রসেসর রয়েছে এবং এর সঙ্গে Trinity Engine দেওয়া হয়েছে। এই ফোনে 6.78-ইঞ্চির 2K AMOLED ডিসপ্লে যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 7,500mAh ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি 80W SUPERVOOC ওয়্যার্ড, 50W AIRVOOC ওয়্যারলেস এবং 10W Reverse চার্জিং সাপোর্ট করে। 200MP ক্যামেরা সহ এই ফোনটির রেয়ার ক্যামেরা সেট‌আপে 50MP Sony LYT828 OIS সেন্সর এবং 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফ্ল্যাগশিপ ফোনটিতে IP66 + IP68 + IP69 রেটিং রয়েছে।

Wobble 1 5G

লঞ্চ ডেট – 19 নভেম্বর

আগামী 19 নভেম্বর ভারতের বাজারে একটি নতুন স্মার্টফোন ব্র্যান্ড লঞ্চ হতে চলেছে। ভারতীয় টেক কোম্পানি Indkal Technologies তাদের নিজস্ব স্মার্টফোন ব্র্যান্ড পেশ করতে চলেছে। কোম্পানির এই প্রথম ফোনটি Wobble 1 5G নামে লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী এই ফোনে 2.6GHz MediaTek Dimensity 7400 প্রসেসর দেওয়া হবে। এই ফোনে 8GB RAM এর সঙ্গে 256GB স্টোরেজ যোগ করা হতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP OIS সেন্সর সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং সেলফির জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। Wobble Smartphone সম্পূর্ণ মেড ইন ইন্ডিয়া স্মার্টফোন হতে চলেছে। এই ফোনটি 15 হাজার থেকে 20 হাজার টাকার রেঞ্জে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

Realme GT 8 Pro

লঞ্চ ডেট – 20 নভেম্বর

Realme GT 8 Pro ফোনটি কোম্পানির প্রথম Snapdragon 8 Elite Gen 5 চিপসেট সহ স্মার্টফোন। মোবাইল গেমিঙের জন্য এই ফোনে GT BOOST 3.0 টেকনোলজি এবং HyperVision AI Chip দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 120W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 7,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এতে 6.79-ইঞ্চির QHD+ AMOLED ফ্লেক্সিবল ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 3200Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 7000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 200MP + 50MP + 50MP রেয়ার ক্যামেরা এবং সেলফির জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Lava Agni 4

লঞ্চ ডেট – 20 নভেম্বর

এই সপ্তাহেই লাভা ভারতে তাদের Lava Agni 4 ফোনটি লঞ্চ করবে। এই মিড বাজেট ফোনটির দাম 20 থেকে 25 হাজার টাকার মধ্যে রাখা হতে পারে। রেয়ার ক্যামেরা সেট‌আপের কারণে Lava Agni 4 ফোনটির ব্যাক প্যানেল দেখতে অনেকটা iPhone Air ফোনের মতো হবে। লিক অনুযায়ী এই ফোনে MediaTek Dimensity 8350 প্রসেসর থাকবে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 7,000mAh battery দেওয়া হতে পারে। এই ফোনে 6.78-ইঞ্চির ফুল এইচডি+ AMOLED ডিসপ্লে যোগ করা হতে পারে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ থাকতে পারে।

OPPO Reno 15

লঞ্চ ডেট – 17 নভেম্বর (চীন)

এই সপ্তাহে চীনে OPPO Reno 15 সিরিজ লঞ্চ করা হবে এবং আগামী ডিসেম্বর বা জানুয়ারি মাসে এই সিরিজের ফোনগুলি ভারতে পেশ করা হবে। লিক অনুযায়ী OPPO Reno 15 ফোনে 80W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 6,200mAh ব্যাটারি দেওয়া হবে। এই ফোনটির ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপে 200MP + 50MP + 50MP সেন্সর এবং ফ্রন্ট প্যানেলে 50MP সেলফি ক্যামেরা যোগ করা হতে পারে। এই ফোনে 6.32-ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে থাকতে পারে। এই ফোনটি Android 16 বেসড ColorOS 16 অপারেটিং সিস্টেমে কাজ করবে।

OPPO Reno 15 Pro

লঞ্চ ডেট – 17 নভেম্বর (চীন)

আগামী 17 নভেম্বর চীনে OPPO Reno 15 Pro ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনে Dimensity 8400 বা Dimensity 8450 প্রসেসর যোগ করা হতে পারে। এই ফোনটি 16GB RAM সহ পেশ করা হতে পারে। লিক অনুযায়ী এই ফোনে 6.78-ইঞ্চির ফুল এইচডি+ OLED ডিসপ্লে পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 200MP প্রাইমারি সেন্সর, 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP টেলিফটো লেন্স দেওয়া হতে পারে। এই আপকামিং ফোনটিতে 6,300mAh battery যোগ করা হবে বলে শোনা যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here