মার্চ মাস শেষ হতে চলেছে। তবে পুরোপুরি শেষ হওয়ার আগে মাসের শেষ সপ্তাহে বিভিন্ন টেক ব্র্যান্ড ভারতের বাজারে তাদের ন্ত্রুন স্মার্টফোন লঞ্চ করবে। সবচেয়ে বড় কথা এই সপ্তাহে আসন্ন ফোনগুলি সবকটিই লো বাজেট সেগমেন্টে পেশ করা হবে এবং এগুলির দাম হবে মাত্র 15 হাজার টাকার মধ্যে। 23 মার্চ থেকে 30 মার্চ পর্যন্ত আসন্ন ফোনগুলির ডিটেইলস এবং লিক রিপোর্ট সম্পর্কে নিচে আলোচনা করা হল।
এই সপ্তাহে আসন্ন স্মার্টফোনের লিস্ট
Acer Smartphone
লঞ্চ ডেট – 25 মার্চ
বিখ্যাত ল্যাপটপ কোম্পানি এসার এবার ভারতের বাজারে তাদের স্মার্টফোন পেশ করতে চলেছে। সম্প্রতি কোম্পানির পক্ষ থেকে শপিং সাইট আমাজনে ‘The Next Horizon’ ট্যাগলাইন সহ এই আপকামিং স্মার্টফোন টিজ করেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছিল আগামী 25 মার্চ Acer Smartphone পেশ করা হবে। তাই আশা করা হচ্ছে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার এই স্মার্টফোন লঞ্চ করা হবে। এই ফোনটি মাত্র 15 হাজার টাকার রেঞ্জে এবং Mediatek প্রসেসর সহ পেশ করা হতে পারে।
Realme C71
লঞ্চ ডেট – 25 মার্চ
এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানানো না হলে, সম্প্রতি আমাদের টীম জানতে পেরেছে Realme ভারতে তাদের সি সিরিজের পরিধি বিস্তার করতে চলেছে। ব্র্যান্ড ভারতে আগামী 25 মার্চ Realme C71 এবং Realme C75 স্মার্টফোন লঞ্চ করতে পারে। এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে এখনও পর্যন্ত সঠিকভাবে কিছু জানা যায়নি, তবে এই লো বাজেট ফোনের দাম 8 হাজার থেকে 10 হাজার টাকার মধ্যে হতে পারে। এতে মিডিয়াটেক প্রসেসর এবং 4GB RAM দেওয়া হতে পারে।
Realme C75
লঞ্চ ডেট – 25 মার্চ
Realme C71 ফোনটির সঙ্গেই কোম্পানি আগামী 25 মার্চ Realme C75 ফোনটিও ভারতে লঞ্চ করতে পারে। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনে মিডিয়াটেকের Dimensity 6300 প্রসেসর থাকতে পারে। এই ফোনটি 4GB এবং 6GB RAM অপশনে সেল করা হতে পারে। ফটোগ্রাফির জন্য এতে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে। লিক ডিটেইলস থেকে জানা গেছে এই ফোনটি মিডনাইট লিলি, পার্পল ব্লসাম এবং লিলি হোয়াইট কালারে সেল করা হবে।
Infinix Note 50x 5G
লঞ্চ ডেট – 27 মার্চ
Infinix Note 50x 5G ফোনে MediaTek Dimensity 7300 Ultimate প্রসেসর যোগ করা হবে। এই ফোনটির দাম 12 হাজার টাকার কাছাকাছি রাখা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই ফোনে MIL-STD-810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন এবং IP64 রেটিং পাওয়া যাবে। এই ফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি দেওয়া হবে। এতে ফটোগ্রাফির জন্য 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা শয়েটাও থাকবে বলেও জানা গেছে। ভারতে এই ফোনটি 6GB RAM অপশনে সেল করা হতে পারে।