একদিকে যেখানে দেশের আবহাওয়া ঠাণ্ডা হচ্ছে অপরদিকে স্মার্টফোন বাজারের উষ্ণতা বাড়তে শুরু করেছে। এই সপ্তাহে ভারতের বাজারে বেশ কিছু নতুন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। আজ অর্থাৎ 9 ডিসেম্বর থেকে আগামী 13 ডিসেম্বরের মধ্যে প্রায় আধ ডজন অর্থাৎ ছয়টিরও বেশি স্মার্টফোন লঞ্চ হবে। এইসব আপকামিং ফোনের লঞ্চ ডেট সহ অন্যান্য ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
এই সপ্তাহে লঞ্চ হবে এইসব স্মার্টফোন
Redmi Note 14 5G
লঞ্চ ডেট – 9 ডিসেম্বর
আজ অর্থাৎ 9 ডিসেম্বর ভারতে Redmi Note 14 5G ফোনটি লঞ্চ হবে। অ্যান্ড্রয়েড 14 ও Hyper OS সহ এই ফোনটিতে Dimensity 7025 Ultra প্রসেসর থাকবে এবং ভারতের বাজারে ফোনটি 12GB RAM সহ সেল করা হবে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50MP LYT-600 ডুয়েল রেয়ার ক্যামেরা এবং সেলফির জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা থাকবে। এই ফোনে 6.67 ইঞ্চির 120Hz FHD+ এমোলেড ডিসপ্লে থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,110mAh ব্যাটারি যোগ করা হবে।
Redmi Note 14 Pro
লঞ্চ ডেট – 9 ডিসেম্বর
আজ Redmi Note 14 সিরিজের Note 14 Pro ফোনটিও ভারতের বাজারে আনা হবে। এই ফোনে 12GB RAM এর সঙ্গে MediaTek Dimensity 7300 Ultra প্রসেসর যোগ করা হবে। এতে ফটোগ্রাফির জন্য 50MP LYT-600 ট্রিপল রেয়ার ক্যামেরা এবং 20MP সেলফি ক্যামেরা দেওয়া হবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 45W ফ্যাট চার্জিং ফিচার সহ 5,500mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এই ফোনটিতে 6.67 ইঞ্চির 1.5K OLED স্ক্রিন যোগ করা হবে।
Redmi Note 14 Pro Plus
লঞ্চ ডেট – 9 ডিসেম্বর
Redmi Note 14 Pro Plus ফোনটি এই সিরিজের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন হতে চলেছে। এই ফোনে Hyper OS সহ Snapdragon 7s Gen 3 প্রসেসর থাকতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP+50MP+8MP ট্রিপল রেয়ার ক্যামেরা এবং 20MP সেলফি ক্যামেরা দেওয়া হবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 90W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি যোগ করা হবে বলে আশা করা হচ্ছে। ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট ও 3000nits ব্রাইটনেস সহ 6.67 ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে দেওয়া হতে পারে।
Moto G35 5G
লঞ্চ ডেট – 10 ডিসেম্বর
আগামীকাল অর্থাৎ 10 ডিসেম্বর ভারতে Moto G35 5G ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনটির দাম 10 হাজার টাকার চেয়েও কম রাখা হতে পারে। এই ফোনটি 12 5G Bands সহ সেগমেন্টের সবচেয়ে ফাস্ট ফোন বলে জানানো হয়েছে। এই ফোনে 4GB RAM এর সঙ্গে ইউনিসক টি760 অক্টাকোর প্রসেসর যোগ করা হবে। এই ফোনে RAM Boost টেকনোলজিও পাওয়া যাবে। ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সহ 6.72-ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হবে। ফটোগ্রাফির জন্য এতে 50 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা এবং সেলফির জন্য 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 5,000mAh ব্যাটারি যোগ করা হবে।
Vivo X200
লঞ্চ ডেট – 12 ডিসেম্বর
আগামী 12 ডিসেম্বর ভারতে Vivo X200 স্মার্টফোন লঞ্চ হবে। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা এবং 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে। 12GB RAM সহ এই ফোনে MediaTek Dimensity 9400 প্রসেসর দেওয়া হবে। এর সঙ্গে এই ফোনে V3+ Imaging Chip ও থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 90W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,800mAh ব্যাটারি যোগ করা হবে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেট ও 4500nits ব্রাইটনেস সহ 6.67 ইঞ্চির ডিসপ্লে দেইয়া হবে।
Vivo X200 Pro
লঞ্চ ডেট – 12 ডিসেম্বর
Vivo X200 Pro ফোনটি ভারতের প্রথম 200MP ZEISS APO Telephoto Camera স্মার্টফোন হতে চলেছে। এই ফোনের 200MP সেন্সর 1X থেকে 20X HyperZoom সাপোর্ট করবে। এই ফোনে 32MP Front camera দেওয়া হবে। এতে MediaTek Dimensity 9400 অক্টাকোর প্রসেসর যোগ করা হবে। ফোনটিতে 6.67 ইঞ্চির Quad Curved ডিসপ্লে থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 90W ফাস্ট চার্জিং এবং 30W wireless চার্জিং সাপোর্টেড 6,000mAh দেওয়া হবে।