ডিসেম্বর মাসে লঞ্চ হতে চলেছে এইসব স্মার্টফোন, বাজারে আসবে 15 হাজারের থেকে সস্তা এবং 50 হাজারের চেয়ে দামী ফোন

2024 সাল শেষ হতে চলেছে। তবে বছর শেষ হওয়ার আগেও টেক বাজারে দারুণ প্রভাব পড়বে। বছরের শেষ মাস ডিসেম্বরেও ভারত সহ গ্লোবাল বাজারে বেশ কিছু সুন্দর স্মার্টফোন আসতে চলেছে। এইসব আপকামিং ফোনগুলির ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Upcoming Phone in December 2024

iQOO 13

লঞ্চ ডেট – 3 ডিসেম্বর

ডিসেম্বর মাস শুরু হবে ফ্ল্যাগশিপ স্মার্টফোন iQOO 13 লঞ্চের মধ্য দিয়ে। এই ফোনে Snapdragon 8 Elite প্রসেসর দেওয়া হবে এবং এতে 16GB RAM যোগ করা হবে। ভারতের বাজারে এই ফোনটি 120W Fast Charging সাপোর্টেড 6,000mAh সহ লঞ্চ করা হবে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা এবং 32MP সেলফি ক্যামেরা থাকবে। এই ফোনটি বিশ্বের প্রথম 6.82-ইঞ্চির Q10 2K 144Hz Ultra Eyecare LTPO AMOLED ডিসপ্লে সহ স্মার্টফোন হতে চলেছে।

Redmi Note 14 5G

লঞ্চ ডেট – 9 ডিসেম্বর

ভারতে 9 ডিসেম্বর Redmi Note 14 5G ফোনটি লঞ্চ করা হবে। অ্যান্ড্রয়েড 14 ও Hyper OS সহ এই ফোনে Dimensity 7025 Ultra চিপসেট যোগ করা হবে। ভারতে ফোনটি 12GB RAM সহ লঞ্চ করা হবে। এতে 50MP LYT-600 ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। ফোনটিতে 6.67 ইঞ্চির 120Hz FHD+ AMOLED ডিসপ্লে থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,110mAh ব্যাটারি দেওয়া হবে।

Redmi Note 14 Pro

লঞ্চ ডেট – 9 ডিসেম্বর

Redmi Note 14 সিরিজের অধীনে 9 ডিসেম্বর একইসঙ্গে Redmi Note 14 Pro ফোনটিও লঞ্চ হবে। এই ফোনে 12GB RAM এর সঙ্গে MediaTek Dimensity 7300 Ultra প্রসেসর যোগ করা হবে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP LYT-600 ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং সেলফির জন্য 20MP ফ্রন্ট ক্যামেরা থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 45W ফাস্ট চার্জিং সহ 5,500mAh দেওয়া হতে পারে। ভারতের বাজারে এই ফোনটি 6.67 ইঞ্চির 1.5K OLED স্ক্রিন সহ লঞ্চ করা হবে।

Redmi Note 14 Pro Plus

লঞ্চ ডেট – 9 ডিসেম্বর

রেডমি ব্র্যান্ডের নোট সিরিজের লেটেস্ট এবং সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন হিসাবে আগামী 9 ডিসেম্বর ভারতে লঞ্চ হবে Redmi Note 14 Pro Plus। এই ফোনে Hyper OS এর সঙ্গে Snapdragon 7s Gen 3 প্রসেসর দেওয়া হবে। এতে 50MP+50MP+8MP রেয়ার ক্যামেরা এবং 20MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 90W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি যোগ করা হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেট ও 3000nits ব্রাইটনেস সহ 6.67 ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

Realme 14x

লঞ্চ ডেট – জানা যায়নি

রিয়েলমি তাদের লেটেস্ট Realme 14x ফোনটির মধ্যে দিয়ে কোম্পানির নতুন নাম্বার সিরিজের সূচনা করবে। আগামী মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে এই ফোনটি ভারতে লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনটি সম্পর্কে কিছু জানানো হয়নি, তবে আশা করা হচ্ছে Realme GT 7 Pro ফোনটি লঞ্চের পর Realme 14x ফোনটি টিজ করা হবে। এই ফোনটি 15 হাজার টাকার বাজেটে লঞ্চ করা হবে এবং এতে 6,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা দেওয়া হতে পারে।

Vivo X200

লঞ্চ ডেট – জানা যায়নি

গত অক্টোবর মাসে ভিভো চীনে তাদের Vivo X200 সিরিজ লঞ্চ করেছিল। এবার ডিসেম্বর মাসে এই সিরিজ ভারতের বাজারে আনা হবে। সিরিজের Vivo X200 ফোনে MediaTek Dimensity 9400 প্রসেসরের সঙ্গে 16GB RAM যোগ করা হয়েছে। এতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 90W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,800mAh ব্যাটারি রয়েছে। এতে 6.67 ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে যোগ করা হয়েছে।

Vivo X200 Pro

লঞ্চ ডেট – জানা যায়নি

চীনে ডিসেম্বর মাসে Vivo X200 Pro ফোনটি লঞ্চ হতে পারে। এই ফোনেও 16GB RAM এর সঙ্গে MediaTek Dimensity 9400 থাকতে পারে। এই ফোনে 200MP প্রাইমারি রেয়ার ক্যামেরা এবং 32MP ক্যামেরা পাওয়া যাবে। এতে 120Hz রিফ্রেশ রেট এবং 4500nits ব্রাইটনেস সহ 6.78 ইঞ্চির 1.5K OLED স্ক্রিন থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 90W ওয়্যার্ড এবং 30W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি যোগ করা হবে।

Realme Narzo 70 Curve

লঞ্চ ডেট – জানা জায়ন্নি

Realme Narzo 70, Narzo 70x এবং Narzo 70 Turbo ফোনের পর এবার কোম্পানি সিরিজের চতুর্থ স্মার্টফোন হিসাবে ডিসেম্বর মাসে ভারতের বাজারে Realme Narzo 70 Curve 5G স্মার্টফোন লঞ্চ করতে পারে। ব্র্যান্ডের পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি এই ফোনটি সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে ফোনটি মিড বাজেট সেগমেন্টে লঞ্চ করা হতে পারে। প্রসেসিঙের জন্য এতে MediaTek Dimensity প্রসেসর দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি 8GB RAM সহ লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here