2024 সালের মতো 2025 সালেও কিছু অসাধারণ স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। প্রতি বছরের মতো এই বছরও ফ্ল্যাগশিপ মডেল থেকে শুরু করে বাজেট রেঞ্জের স্মার্টফোনের বিভিন্ন অসাধারণ অপশন আসতে চলেছে। 2025 সালের শুরুতে ওয়ানপ্লাস 12 এবং ওয়ানপ্লাস 12আর স্মার্টফোন লঞ্চ করা হবে। এরপর Samsung Galaxy S25 সিরিজ এবং iPhone এর নতুন সিরিজ পেশ করা হবে। এছাড়া ভিভো, শাওমি, রিয়েলমি, মোটোরোলা, ইনফিনিক্স, আইকু মতো কোম্পানিগুলি তাদের নতুন স্মার্টফোন নিয়ে আসতে চলেছে। যারা নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন, এই পোস্টটি তাদের সিধান্ত নিতে সাহায্য করবে। এই লিস্টিঙের মাধ্যমে কোন ফোন কবে লঞ্চ করা হবে সেই বিষয়ে জানা যাবে। নিচে 2025 সালে আসন্ন বেশ কিছু গুরুত্বপূর্ণ স্মার্টফোনের স্পেসিফিকেশন, অ্যাডভান্স ক্যামেরা ফিচার, আপডেটেড সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
2025 সালে আসন্ন স্মার্টফোনের লিস্ট
স্মার্টফোন মডেল | লঞ্চ ডেট |
OnePlus 13 | 7 জানুয়ারি, 2025 |
OnePlus 13R | 7 জানুয়ারি, 2025 |
Oppo Reno 13 Series | জানুয়ারি 2025 (সম্ভাব্য) |
Realme 14 Pro Series | জানুয়ারি 2025 (সম্ভাব্য) |
Samsung Galaxy S25 Series | জানুয়ারি 2025 (সম্ভাব্য) |
Vivo V50 Series | ফেব্রুয়ারি 2025 (সম্ভাব্য) |
Apple iPhone SE 4 | মার্চ 2025 (সম্ভাব্য) |
Motorola Razr 60 Serie | জুন 2025 (সম্ভাব্য) |
Samsung Galaxy Z Fold 7 & Galaxy Z Flip 7 | জুলাই 2025 (সম্ভাব্য) |
Nothing Phone 3 | জুলাই 2025 (সম্ভাব্য) |
Motorola Edge 60 Series | আগস্ট-সেপ্টেম্বর 2025 (সম্ভাব্য) |
Google Pixel 10 Series | আগস্ট-সেপ্টেম্বর 2025 (সম্ভাব্য) |
Apple iPhone 17 Series | সেপ্টেম্বর-অক্টোবর 2025 (সম্ভাব্য) |
Xiaomi Redmi Note 15 Series | নভেম্বর-ডিসেম্বর 2025 (সম্ভাব্য) |
Vivo X300 Series | ডিসেম্বর 2025 (সম্ভাব্য) |
OnePlus 13
লঞ্চ ডেট: 7 জানুয়ারি, 2025
2025 সালের 7 জানুয়ারি ফ্ল্যাগশিপ OnePlus এর সিরিজ লঞ্চ করা হবে। OnePlus 13 ফোনে LTPO AMOLED প্যানেল দিয়ে তৈরি 6.82 ইঞ্চির 2K+ স্ক্রিন দেওয়া হবে। এই স্ক্রেইনে 120হার্টস রিফ্রেশ রেট সহ 4500nits পীক ব্রাইটনেস এবং আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। OnePlus 13 ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং OxygenOS 15 সহ লঞ্চ করা হবে। প্রসেসিঙের জন্য ফোনে কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট দেওয়া হবে। এই ফোনটি চীনে 12GB, 16GB এবং 24GB RAM সহ লঞ্চ করা হয়েছে। তাই ফোনটি ভারতেও 16GB LPDDR5X RAM সহ পেশ করা হবে। অন্যদিকে এই স্মার্টফোনে 256GB এবং 512GB UFS 4.0 Storage ফিচার দেওয়া হতে পারে। ওয়ানপ্লাস ফোনে Hasselblad ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থকবে। ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি ওআইএস সেন্সর, 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50 মেগাপিক্সেল সোনি LYT600 পেরিস্কোপ টেলিফটো সেন্সর দেওয়া হবে। একইভাবে ফ্রন্টে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যোগ করা হবে। এতে 100 ওয়াট ওয়্যার ফাস্ট চার্জিং এবং 50 ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000এমএএইচ ব্যাটারি থাকবে।
OnePlus 13R
লঞ্চ ডেট: 7 জানুয়ারি, 2025
নতুন বছরের 7 জানুয়ারি OnePlus 13R ফোনটি লঞ্চ করা হবে। OnePlus 13R ফোনে 6.78-ইঞ্চির পাঞ্চ হোল ডিসপ্লে, 1.5K রেজোলিউশন এবং LTPO প্যানেল দেওয়া হবে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 4500nits ব্রাইটনেস সাপোর্ট করে। উল্লেখ্য OnePlus 13R ফোনে Hasselblad পাওয়া যাবে না। কোম্পানি এটি শুধুমাত্র OnePlus 13 ফোনের জন্যই রেখেছে। OnePlus 13R ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি সেন্সর এবং ফ্রন্ট প্যানেলে 16MP সেলফি ক্যামেরা রয়েছে। এই ফোনটিতে 6,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। প্রসেসিঙের জন্য Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর দেওয়া হবে। এই ফোনটি 12GB RAM এর সঙ্গে 256GB ও 512GB Storage দেওয়া হতে পারে।
Oppo Reno 13 Series
লঞ্চ ডেট: জানুয়ারি 2025 (সম্ভাব্য)
গত 25 নভেম্বর Oppo চীনে তাদের Reno 13 Series এর স্মার্টফোন লঞ্চ করেছিল। 2025 সালের জানুয়ারি মাসে ব্র্যান্ড ভারত সহ গ্লোবাল মার্কেটে Oppo Reno 13 Series 5G লঞ্চের পরিকল্পনা করছে। Oppo Reno 13 সিরিজে Oppo Reno 13 এবং Oppo Reno 13 Pro নামের দুটি স্মার্টফোন পেশ করা হবে। শীঘ্রই ফোনগুলির ভারতে লঞ্চ ডেট ঘোষণা করা হবে, তবে যেহেতু সিরিজের দুটি ফোনই চীনে পেশ করা হয়েছে তাই আমরা ফোনগুলির ফিচার সম্পর্কে জানি। Oppo Reno 13 সিরিজের ভ্যানিলা এবং প্রো মডেলে বড় ক্যামেরা সেন্সর রয়েছে। Reno 13 সিরিজের ফোনগুলি Android 15 ও ColorOS 15 সহ পেশ করা হয়েছে এবং এতে Dimensity 8350 প্রসেসর যোগ করা হয়েছে। উভয় ফোনে 16GB পর্যন্ত RAM এবং 1TB পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং 5600mAh/5800mAh ব্যাটারি রয়েছে, এছাড়াও সিরিজের প্রো মডেলটি 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। Reno 13 Pro ফোনটিতে 50MP+8MP+50MP ক্যামেরা সেটআপ এবং Reno 13 ফোনে 50MP+8MP ক্যামেরা সেটআপ রয়েছে।
Realme 14 Pro Series 5G
লঞ্চ ডেট: জানুয়ারি 2025 (সম্ভাব্য)
2025 সালে Realme ভারতে তাদের 14 Pro সিরিজ লঞ্চ করবে। এই সিরিজে Realme 14 Pro এবং Realme 14 Pro Plus স্মার্টফোন পেশ করা হতে পারে। উভয় ফোনে Snapdragon 7s Gen 3 প্রসেসর যোগ করা হতে পারে। এতে AI Clarity 2.0 ও AI Image Stabilization এর মতো AI ফিচার দেওয়া হবে। এই সিরিজের ফোনগুলিতে দারুণ AI ফিচার, অ্যাডভান্স ক্যামেরা এবং ফাস্ট পারফরমেন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
Samsung Galaxy S25 Series
লঞ্চ ডেট: জানুয়ারি 2025 (সম্ভাব্য)
2025 সালের জানুয়ারি মাসে আসন্ন সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন সিরিজ হিসাবে বাজারে আসতে চলেছে Samsung Galaxy S25 সিরিজ। এই সিরিজে Samsung Galaxy S25, Galaxy S25+ এবং Samung Galaxy S25 Ultra স্মার্টফোন পেশ করা হবে। স্যামসাং জানিয়ে দিয়েছে এই সিরিজের ফোনগুলি One UI 7 সহ পেশ করা হবে। Galaxy S25 সিরিজে Snapdragon 8 Elite চিপসেট, 16GB RAM এবং 1TB স্টোরেজ দেওয়া হবে। সিরিজের Ultra মডেলে 200MP প্রাইমারি এবং 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে। এছাড়া ফোনগুলিতে One UI 7 সহ Android 15 অপারেটিং সিস্টেম ebn ntun Galaxy AI ফিচার যোগ করা হবে।
Vivo V50 Series
লঞ্চ ডেট: ফেব্রুয়ারি 2025 (সম্ভাব্য)
2025 সালে Vivo দুটি দুর্দান্ত প্রোডাক্ট লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে একটি কোম্পানির V-Series হতে চলেছে। এই বছর কমাপ্নির পক্ষ থেকে Vivo V40 সিরিজের অধীনে Vivo V40, Vivo V40 Pro এবং Vivo V40e স্মার্টফোন লঞ্চ করা হয়েছিল। 2025 সালে Vivo তাদের V40 সিরিজের সাক্সেসার হিসাবে Vivo V50 সিরিজ বাজারে আনতে চলেছে। এই সিরিজে Vivo V50, V50 Pro এবং V50e নামের তিনটি ফোন পেশ করা হতে পারে। কোম্পানি বর্তমানে Vivo V50 এবং V50e মডেলের টেস্টিং করছে। ইতিমধ্যে এই দুটি ফোন IMEI ডেটাবেসে দেখা গেছে। নেটওয়ার্ক টেস্টের লিস্টিং থেকে স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায়নি, তবে বোঝা যাচ্ছে কোম্পানি এই সিরিজ লঞ্চের প্রস্তই নিচ্ছে। সম্প্রতি EEC সার্টিফিকেশন সাইটে Vivo V50 এবং V50e ফোনগুলি দেখা গেছে।
Apple iPhone SE 4
লঞ্চ ডেট: মার্চ 2025 (সম্ভাব্য)
2025 সালে Apple তাদের iPhone SE সিরিজের নেক্সট জেনারেশন বাজারে আনার প্রস্ততি নিচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত iPhone SE 4 ফোনের লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি কিছুই জানানো হয়নি, তবে ফোনটি সম্পর্কে প্রায়ই বিভিন্ন লিক রিপোর্ট পাওয়া যাচ্ছে। iPhone SE 4 ফোনে A15 Bionic চিপসেট এবং 8GB RAM থাকবে বলে আশা করা হচ্ছে। এটি Apple এর সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন হতে চলেছে। এতে ইমেজ প্রসেসিং এবং ভয়েস রেকর্ডিঙের মতো বিভিন্ন AI ফিচার পাওয়া যাবে। এই ফোনে ইন হাউস 5G চিপসেট যোগ করা হবে। iPhone SE 4 ফোনে 48MP প্রাইমারি এবং 12MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতে পারে। ফোনটিতে 6.1-ইঞ্চির LTPS OLED ডিসপ্লে এবং Face ID টেকনোলজি দেওয়া হবে। এই ফোনটি মূলত সেইসব মানুশ্নদের জন্য একটি সুন্দর অপশন হতে চলেছে যারা কম দামের মধ্যে অ্যাপেলের পারফরমেন্স প্যাঁতে চান।
Motorola Razr 60 Series
লঞ্চ ডেট: জুন 2025 (সম্ভাব্য)
Motorola এর নেক্সট জেনারেশন ফোল্ডেবল স্মার্টফোন সিরিজ Moto Razr 60 Series এর অধীনে Razr 60 এবং Razr 60 Ultra নামের দুটি ফোন পেশ করা হবে। ফোনদুটিতে ফাস্ট চিপসেট, সুন্দর ক্যামেরা এবং শক্তিশালী ব্যাটারির মতো বিভিন্ন অসাধারণ ফিচার পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। Razr 60 ফোনের দাম ₹50,000 এবং Razr 60 Ultra ফোনের দাম ₹85,000 রেঞ্জে রাখা হতে পারে। Moto Razr সিরিজের ফোনগুলি Samsung, OnePlus এবং Vivo ফোনের তুলনায় সস্তা ফোল্ডেবল স্মার্টফোন অপশন হতে চলেছে।
Samsung Galaxy Z Fold 7 & Galaxy Z Flip 7
লঞ্চ ডেট: জুলাই 2025 (সম্ভাব্য)
2025 সালের মাঝের দিকে Samsung এর আগামী জেনারেশন ফোল্ডেব স্মার্টফোন হিসাবে Galaxy Z Fold 7 এবং Galaxy Z Flip 7 পেশ করা হতে পারে। লিক থেকে জানা গেছে এই প্রিমিয়াম সিরিজে এবার কোম্পানি Snapdragon প্রসেসরের বদলে Exynos চিপসেট যোগ করতে পারে। Galaxy Z Flip 7 ফোনটিতে Exynos 2500 প্রসেসর থাকবে বলে শোনা যাচ্ছে। এছাড়াও কোম্পানি এবার Galaxy Z Fold 7 SE এবং Galaxy Z Flip 7 SE নামের আরও দুটি কম স্পেসিফিকেশন সহ মডেল পেশ করতে পারে। SE মডেলগুলিতে Exynos 2400e প্রসেসর থাকতে পারে।
Nothing Phone 3
লঞ্চ ডেট: জুলাই 2025 (সম্ভাব্য)
Nothing এবার তাদের Nothing Phone 3 পেশ করতে পারে। সম্প্রতি এই ফোনটি Geekbench সাইটে দেখা গেছে। এই ফোনের মডেল নাম্বার A059 ছিল এবং লিস্টিং থেকে এই আপকামিং ফোনটির বেস কিছু গুরত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। Nothing Phone 3 ফোনে সম্ভবত Snapdragon 7s Gen 3 অক্টাকর প্রসেসর যোগ করা হবে। ফোনটি Geekbench প্ল্যাটফর্মে মাল্টি কর টেস্টে 2813 স্কোর পেয়েছে। লিস্টিং অনুযায়ী এই ফোনে 8GB RAM, 512GB স্টোরেজ এবং AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এবার কোম্পানির পক্ষ থেকে Nothing Phone 3 এবং Nothing Phone 3 Pro নামের দুটি ফোন পেশ করা হতে পারে।
Motorola Edge 60 Series
লঞ্চ ডেট: অগাস্ট-সেপ্টেম্বর 2025 (সম্ভাব্য)
Motorola এই বছর তাদের Edge 50 সিরিজের অধীনে বিভিন্ন সময়ে Moto Edge 50, Moto Edge 50 Pro, Moto Edge 50 Neo, Moto Edge 50 Fusion এবং Moto Edge 50 Ultra নামের মোট পাঁচটি স্মার্টফোন পেশ করা হয়েছে। কোম্পানির Edge 60 সিরিজে সুন্দর স্পেসিফিকেশন, ডিজাইন এবং AI ফিচার সহ চারটি মডেল পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। Moto Edge 60 Ultra ফোনে আগের চেয়ে ভালো উড ও ভেগান লেদার ব্যাক প্যানেল দেওয়া হতে পারে। এই ফোনে 144Hz বা 165Hz রিফ্রেশ রেটযুক্ত 6.8-ইঞ্চির 2K OLED ডিসপ্লে দেওয়া হবে। ক্যামেরা সেটআপ আগের মতোই (50MP + 50MP + 64MP) থাকতে পারে, তবে সেন্সর, অটো ফোকাস, নাইট মোডের মতো সফটওয়্যার এনহ্যান্সমেন্ট এবং স্টেবিলাইজেশ আগের চেয়ে ভালো হবে। Edge 60 Ultra ফোনে Snapdragon 8 Elite বা Snapdragon 8 Gen 4 প্রসেসর থাকতে পারে। এই ফোনগুলি 16GB RAM এবং 1TB স্টোরেজ সহ পেশ করা হতে পারে। এই সিরিজের ফোনগুলি Android 15 অপারেটিং সিস্টেমে কাজ করবে এবং এতে 125W ওয়্যার্ড ও 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 5500mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
Google Pixel 10 Series
লঞ্চ ডেট: অগাস্ট-সেপ্টেম্বর 2025 (সম্ভাব্য)
Google Pixel 10 সিরিজ 2025 সালের অন্যতম শক্তিশালী স্মার্টফোন সিরিজ হতে চলেছে। এই বছর কোম্পানি তাদের পিক্সেল সিরিজের অধীনে Pixel 9 Pro Fold এবং Pixel 9 Pro XL স্মার্টফোন পেশ করেছিল। আশা করা হচ্ছে 2025 সালেও এমনটাই হবে। কোম্পানি Google Pixel 10 সিরিজে Google Pixel 10, Google Pixel 10 Pro, Google Pixel 10 Pro Fold এবং Google Pixel 10 Pro XL স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। এখনও ফোনগুলি লঞ্চের যথেষ্ট দেরি আছে, তাই এখনও পর্যন্ত খুব বেশি লিক পাওয়া যায়নি। একটি লিক থেকে জানা গেছে এই সিরিজের ফোনগুলির ডিজাইন Pixel 9 সিরিজের চেয়ে খুব একতা আলাদা হবে না। এতেও আগের মতোই ওভাল শেপের ক্যামেরা মডিউল এবং রাউন্ড কর্নার থাকতে পারে। ডিসপ্লে সাইজ Pixel 9 সিরিজের মতো হলেও এই নতুন সিরিজে Actua বা Super Actua প্যানেল যোগ করা হতে পারে। Pixel 10 ফোনে 64MP প্রাইমারি সেন্সর এবং 42MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। একইভাবেএই সিরিজে Tensor G5 প্রসেসর দেওয়া হতে পারে।
Apple iPhone 17 Series
লঞ্চ ডেট: সেপ্টেম্বর-অক্টোবর 2025 (সম্ভাব্য)
বিশ্বের অন্যতম বড় টেক কোম্পানি অ্যাপেল 2025 সালের দ্বিতীয়ার্ধে তাদের iPhone 17 সিরিজ লঞ্চ করবে। এতে iPhone 17, iPhone 17 Plus, iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max ফোন পেশ করা হবে। এবার iPhone 17 Air নামের একটি হালকা এবং কম স্পেসিফিকেশন সহ ফোনও পেশ করা হতে পারে। iPhone 17 সিরিজের ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ বড় ডিসপ্লে, WiFi 7 সহ দারুণ কানেক্টিভিটি অপশন এবং অ্যাডভান্স ক্যামেরা ফিচার দেওয়া হবে। সিরিজের Pro মডেলে 48MP প্রাইমারি ক্যামেরা থাকতে পারে।
Xiaomi Redmi Note 15 Series
লঞ্চ ডেট: নভেম্বর-ডিসেম্বর 2025 (সম্ভাব্য)
Xiaomi তাদের Redmi Note 14 সিরিজের পর 2025 সালের শেষে Redmi Note 15 সিরিজের অধীনে Note 15, Note 15 Pro এবং Note 15 Pro Plus স্মার্টফোন লঞ্চ করতে পারে। এই সিরিজে 200MP ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজে Android 16 অপারেটিং সিস্টেমের সঙ্গে সঙ্গে বিভিন্ন AI ফিচার যোগ করা হতে পারে। Redmi Note 15 সিরিজের ডিসপ্লে আরও বেশি মজবুত হবে এবং এর ক্যামেরা আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া সফটওয়্যার আপডেটের সংখ্যাও বাড়ানো হতে পারে।
Vivo X300 Series
লঞ্চ ডেট: ডিসেম্বর 2025 (সম্ভাব্য)
Vivo X Series কোম্পানির সবচেয়ে শক্তিশালী ফোনগুলির মধ্যে অন্যতম। সম্প্রতি কোম্পানি Vivo X200 সিরিজের অধীনে Vivo X200 এবং Vivo X200 Pro স্মার্টফোন লঞ্চ করেছে। এই সিরিজের আগের Vivo X100 সিরিজের তুলনায় গুরুত্বপূর্ণ কিছু আপডেট করা হয়েছে। যেহেতু ডিসেম্বর মাসে এই সিরিজ লঞ্চ করা হয়েছে, তাই 2025 সালের শেষের দিকে Vivo X300 সিরিজ পেশ করা হতে পারে। এই সিরিজ লঞ্চের এখনও পর্যন্ত এক বছর বাঁকি রয়েছে, তাই কোনো ধরনের লিক প্রকাশ্যে আসেনি, কিন্তু আগের সিরিজের মতো আপকামিং সিরিজেও বড় আপডেট করা হতে পারে বলে আশা করা হচ্ছে। Vivo X300 সিরিজের ফোনে 120W ওয়্যার ফাস্ট চার্জিং সাপোর্টেড 6900mAh ব্যাটারি দেওয়া হতে পারে। X300 সিরিজে Dimensity 9500 বা Snapdragon 8 Gen 4 প্রসেসর সহ 16GB RAM এবং 1TB পর্যন্ত স্টোরেজ থাকতে পারে। ফটোগ্রাফির জন্য ক্যামেরার 200MP টেলিফটো সেন্সর সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি, কিন্তু বাঁকি সেন্সরের পরিবর্তন হতে পারে।