দুর্গাপূজার মধ্যেই ভারতের বাজারে এই সপ্তাহে লঞ্চ হবে এইসব স্মার্টফোন, দেখে নিন লিস্ট

ভারতে উৎসবের মরশুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সাধারণ মানুষ মোবাইল ফোনের কেনাকাটাও শুরু করে দিয়েছে। বছরের এই সময়ে নতুন ফোন কম লঞ্চ হয় এবং কোম্পানিগুলি তাদের পুরনো ফোনগুলি অতিরিক্ত ডিসকাউন্ট সহ সেল করে থাকে। এই সপ্তাহে 29 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবরের মধ্যে বেশ কিছু ফোন ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে। এই সপ্তাহে আসন্ন স্মার্টফোনগুলির ডিটেইলস সম্পর্কে নিচে আলোচনা করা হল।

Realme 15 Pro Game of Thrones Edition

গত জুলাই মাসে রিয়েলমি 31,999 টাকা দামে ভারতে তাদের Realme 15 Pro 5G ফোন লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই ফোনের নতুন Game of Thrones Edition লঞ্চ করতে চলেছে। এই সপ্তাহে ফোনটি ইউনিক ডিজাইন সহ ভারতে পেশ করা হবে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Realme 15 Pro Game of Thrones Edition ফোনের 12GB RAM + 512GB স্টোরেজ অপশনের দাম 44,999 টাকা রাখা হবে।

প্রসেসিঙের জন্য ফোনটিতে Snapdragon 7 Gen 4 প্রসেসর দেওয়া হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য Realme 5G ফোনে 7,000mAh ব্যাটারি থাকবে এবং চার্জ করার জন্য 80W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হবে। ফটোগ্রাফির জন্য Realme 15 Pro Game of Thrones Edition ফোনটিতে 50MP ফ্রন্ট ক্যামেরা এবং রেয়ার প্যানেলে 50MP IMX896 + 50MP OV50D ক্যামেরা সেটআপ থাকবে। ফোনটিতে 6.8-ইঞ্চি 1.5K 144Hz ডিসপ্লে সাপোর্ট করবে।

Vivo V60e

এই সপ্তাহে Vivo তাদের Vivo V60e ফোনটি বাজারে লঞ্চ করতে পারে। এই ফোনটি ভিভোর প্রথম 200MP প্রাইমারি ক্যামেরা ফোন হতে চলেছে, এতে 85mm টেলিফটো পোর্ট্রেট লেন্স সাপোর্ট করবে। এই ফোনের প্রাথমিক দাম 28,999 টাকা রাখা হতে পারে, অন্যদিকে ফোনের 12GB RAM + 256GB স্টোরেজ অপশন 31,999 টাকা দামে লঞ্চ করা হতে পারে। Vivo V60e ফোনটি IP68 + IP69 রেটিং সহ লঞ্চ করা হতে পারে। একইসঙ্গে ডিসপ্লেতে Diamond Shield Glass লেয়ার প্রোটেকশন থাকবে।

Vivo V60e ফোনটি MediaTek Dimensity 7300 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী ফোনটিতে 6,500mAh ব্যাটারি দেওয়া হবে এবং ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 90W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হবে। আপকামিং Vivo V60e 5G ফোনটি 3 জেনারেশনের অ্যান্ড্রয়েড ওএস আপডেট এবং 5 বছরের সিকিউরিটি আপডেট সহ লঞ্চ করা হবে বলে জানা গেছে।

realme 15x 5G

এই সপ্তাহে রিয়েলমির তাদের কম দামে 5G ফোনটি ভারতের বাজারে লঞ্চ অফিসিয়াল ঘোষণা করতে পারে। সম্প্রতি লিক অনুযায়ী ফোনটির প্রাথমিক দাম 16,999 টাকা রাখা হতে পারে। আসন্ন ফোনটি MediaTek Dimensity 6300 প্রসেসর সহ 8GB RAM দেওয়া হবে। ফোনটিতে 8GB এক্সপ্যান্ডেবল RAM টেকনোলজি থাকবে। এটি একটি 50MP সেলফি ক্যামেরা সহ ফোন হতে চলেছে এবং এতে 50 মেগাপিক্সেল সেন্সর দেওয়া হতে পারে।

realme 15x 5G ফোনটি শক্তিশালী 7,000mAh ব্যাটারি এবং 60W ফাস্ট চার্জিং ফিচার সহ লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী এই ফোনটিতে 6.8-ইঞ্চির পাঞ্চ-হোল ডিসপ্লে থাকবে। একইসঙ্গে এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই ফোনটি জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP69 রেটিং সহ পেশ করা হতে পারে। আপকামিং ফোনটির টপ ভেরিয়েন্ট 8GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম প্রায় 19,999 টাকা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here