Exclusive: লঞ্চের আগেই দেখে নিন Honor Play 4T এবং Play 4T Pro এর ফুল স্পেসিফিকেশন

কিছু দিন আগে টেক কোম্পানি Honor জানিয়েছিল কোম্পানি আন্তর্জাতিক মঞ্চে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়াতে চলেছে। জানা গেছে এই সিরিজে Honor Play 4T এবং Play 4T Pro নামে দুটি স্মার্টফোন লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনদুটির কোনো ডিটেইলস শেয়ার করা হয়নি। কিন্তু ফোনগুলি লঞ্চের আগেই আমরা Honor Play 4T এবং Play 4T Pro এর স্পেসিফিকেশন সম্পর্কে এক্সক্লুসিভ তথ্য পেয়েছি। সবার আগে জানিয়ে রাখি আগামী 9 এপ্রিল টেক মঞ্চে ফোনদুটি পেশ করা হবে।

আরও পড়ুন: 8 GB RAM ও 5000 mAh ব‍্যাটারীর সঙ্গে চলে এল Vivo Y50, জেনে নিন ফিচার ও দাম

Honor Play 4T Pro

নাম থেকেই বোঝা যায় এই ফোনটি এই সিরিজের ‘প্রো’ অর্থাৎ অ্যাডভান্সস ভার্সন হতে চলেছে। আমাদের পাওয়া এক্সক্লুসিভ তথ্য অনুযায়ী Honor Play 4T Pro ফোনটি 6.3 ইঞ্চির ফুল এইচডি+ ওএল‌ইডি ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে। এই ফোনের স্ক্রিন 418 পিপিআই সাপোর্টেড হবে। এছাড়া এই ফোনটির ডায়মেনশন 157.4 × 73.2 × 7.75 এম‌এম হবে এবং এর ওজন হবে 165 গ্ৰাম।

Honor Play 4T Pro ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হবে এবং এটি ম‍্যাজিক ইউআই 2.1 এ কাজ করে। আশা করা হচ্ছে লঞ্চের পর খুব তাড়াতাড়ি ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর আপডেট পেয়ে যাবে। প্রসেসিং সম্পর্কে জানা গেছে Honor Play 4T Pro হুয়াইয়ের কিরীন 810 চিপসেটে রান করবে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি 6 জিবি ও 8 জিবি র‍্যামের সঙ্গে পেশ করা হবে। এই দুটি ভেরিয়েন্টেই 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে।

আরও পড়ুন: 48 MP কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ ও পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Infinix Note 7 সিরিজ

ফোটোগ্ৰাফির জন্য Honor Play 4T Pro ফোনটিতে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এই সেট‌আপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর থাকবে। এর সঙ্গে এই ফোনে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারের‌ই ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের তৃতীয় সেন্সর থাকবে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Honor Play 4T Pro তে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হবে।

Honor Play 4T Pro সম্পর্কে আমরা যা তথ্য পেয়েছি তা অনুযায়ী এই ফোনে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে। চার্জিং ও ডেটা ট্রান্সফারের জন্য এতে ইউএসবি টাইপ সি পোর্ট থাকবে। সিকিউরিটির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। এছাড়াও এই ফোনে 3.5 এম‌এম অডিও জ‍্যাক ও ব্লুটুথ 5.0 দেখা যাবে। কোম্পানি তাদের Honor Play 4T Pro ফোনটি ব্ল‍্যাক, এমারেল্ড ও আইসল‍্যান্ডিক ভিশন কালার ভেরিয়েন্টে লঞ্চ করবে।

আরও পড়ুন: GST এর পর সমস্ত ব্র‍্যান্ড বাড়িয়েছে তাদের স্মার্টফোনের দাম, দেখে নিন পুরো লিস্ট

Honor Play 4T 

কোম্পানির আগামী Honor Play 4T ফোনটির ডায়মেনশন 159.81 × 76.13 × 8.13 এম‌এম এবং ওজন 176 গ্ৰাম হবে। এই ফোনে 269 পিপিআই সাপোর্টেড 6 4 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হবে। কোম্পানি তাদের Honor Play 4T ফোনটি 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজসহ লঞ্চ করা হবে। এই ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে ম‍্যাজিক ইউআই 3.1 এ কাজ করবে।

প্রসেসিঙের জন্য Honor Play 4T তে হুয়াইয়ের কিরীন 710 চিপসেট দেওয়া হবে। এই ফোনের ব‍্যাক প‍্যানেলে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর ও 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সরযুক্ত ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। এক‌ইভাবে সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর থাকবে। সিকিউরিটির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী থাকবে। এই ফোনটি ব্ল‍্যাক ও ব্লু কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here