UPI এর নতুন রেকর্ড! এক মাসের মধ্যে 9.41 বিলিয়ন ট্রানজংকশন, করা হয়েছে 14.89 লক্ষ কোটি টাকার লেনদেন

Highlights

  • মে, 2023 মাসে করা হয়েছে এই ট্রানজংকশন।
  • 10 দিনে করা হয়েছে 3.96 লক্ষ কোটি টাকার লেনদেন।
  • 2000 টাকার নোট বন্ধ হওয়ার পর এই ঘটনা ঘটেছে।

UPI দিন দিন ভারতীয় নাগরিকদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠছে। সামান্য চায়ের দোকান থেকে শুরু করে প্রিমিয়াম জিনিসের কেনাকাটা পর্যন্ত সব জায়গাতেই সাধারণ মানুষ ইউপিআই পেমেন্ট করতে শুরু করেছে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) তাদের হিসাব শেয়ার করে জানিয়েছে গত মে মাসে ভারতে 9.41 বিলিয়ন ইউপিআই ট্রানজংকশন করা হয়েছে এবং জনগণ মোট 14.89 লক্ষ কোটি টাকা অনলাইনে লেনদেন করেছে। আরও পড়ুন: আন্তর্জাতিক স্প্যাম নম্বরসহ ভারতে ব্যান হল 74 লাখ WhatsApp অ্যাকাউন্ট, জেনে নিন ডিটেইলস

বেড়েছে ইউপিআই পেমেন্ট

NPCI এর তথ্য অনুযায়ী মে মাসে এপ্রিলের তুলনায় 2 শতাংশ বেড়ে মোট 14.3 ট্রিলিয়ন টাকার ইউপিআই পেমেন্ট করা হয়েছে। সংখ্যার দিক থেকে করা হয়েছে মোট 9.41 বিলিয়ন ট্রানজংকশন এবং এপ্রিল মাসে এই সংখ্যা ছিল 8.89 বিলিয়ন অর্থাৎ প্রায় 6 শতাংশ কম।

গত আর্থিক বছর অর্থাৎ 2022-23 এর মে মাসের তুলনায় লেনদেন 58 শতাংশ বেড়েছে বলে জানানো হয়েছে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে মে মাসের শুধুমাত্র শেষ 10 দিনের মধ্যে 3.96 লক্ষ কোটি টাকার UPI Transactions করা হয়েছে। জানিয়ে রাখি এর আগেই ভারত সরকারের তরফ থেকে 2000 টাকার নোট বন্ধ করার ঘোষণা করা হয়েছিল। আরও পড়ুন: কতটা ক্ষতিকর হতে পারে স্মার্টফোনের রেডিয়েশন? কীভাবে চেক করবেন আপনার ফোনের SAR Value?

UPI Lite

এনপিসিআই সম্প্রতি ইউপিআই লাইটের সুবিধা চাউ করেছে। ইউপিআই পিন ছাড়াই টাকা ট্রান্সফারের জন্য বেশ কিছু ডিজিটাল ওয়ালেট তাদের প্ল্যাটফর্মে এই সার্ভিস শুরু করেছে। এই পরিষেবায় এক দিনে অর্থাৎ 24 ঘন্টার মধ্যে মাত্র সর্বোচ্চ দিনে দুইবার 4,000 টাকার ট্রানজংকশন করা যায়।

UPI lite এর মাধ্যমে সিঙ্গেল ট্যাপ করে 200 টাকার ইনস্ট্যান্ট পেমেন্ট করা যায়। এমনকি ব্যাঙ্ক সার্ভার ডাউন হলেও এই ট্রানজংকশন ফেইল হয় না। জানিয়ে রাখি এটি 3-লেভেল ব্যাঙ্ক গ্রেড সিকিওর টেকনোলজিতে কাজ করে যা যথেষ্ট সিকিওর। আরও পড়ুন: জেনে নিন OIS ফিচার কি এবং কিভাবে কাজ করে এই ফিচার

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here