ইন্টারনেট ছাড়াও UPI Payment সম্ভব! ফিচার ফোন থেকেও করা যাবে টাকা ট্রান্সফার, জেনে নিন সহজ পদ্ধতি

আপনার সাথে কি কখনও এমন হয়েছে যে আপনাকে UPI এর মাধ্যমে কাউকে টাকা পাঠাতে হবে কিন্তু আপনার ফোনে ইন্টারনেট কাজ করছে না? এই ধরনের পরিস্থিতিতে সত্যি আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। Paytm, PhonePe বা Google Pay অথবা অন্য যে কোনও ডিজিটাল ওয়ালেট যদি প্রয়োজনে না আসে তাহলে সবাই রেগে যায়। আজকের এই পোস্টে আমি আপনাদের এমন একটি পদ্ধতি সম্পর্কে জানাবো যার মাধ্যমে আপনারা ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করতে পারবেন। আরও পড়ুন: জলে ডুবলে কিংবা পাথরে পড়লেও কোন ক্ষতি হবে না! শীঘ্রই লঞ্চ হতে চলেছে শক্তিশালী Nokia XR30 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

ইন্টারনেট ছাড়া UPI পেমেন্ট করার পদ্ধতি

সাধারণত UPI পেমেন্টের জন্য আমরা যেকোনো ডিজিটাল ওয়ালেট বা অ্যাপের সাপোর্ট নিয়ে থাকি। কিন্তু ভারত সরকার এবং NPCI (ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া) এর তরফ থেকে USSD (আনস্ট্রাকচার্ড সাপ্লিমেন্টারি সার্ভিস ডেটা) ভিত্তিক মোবাইল ব্যাঙ্কিং পরিষেবাও জারি করা হয়েছে। যার মাধ্যমে ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করা যাবে। এই USSD কোড টি হল *99#

অফলাইন UPI পেমেন্ট করার পদ্ধতি

1) অফলাইন UPI পেমেন্টের জন্য সবার প্রথমে আপনার ফোন থেকে *99# ডায়াল করুন।

2) USSD কোডে কল করার পরে আপনার মোবাইল নম্বরের সাথে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইলস সামনে আসবে।

3) ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম সামনে আসার সাথে সাথে নিম্নলিখিত সাতটি অপশন দেখানো হবে

  • Send Money
  • Request Money
  • Check Balance
  • My Profile
  • Pending Request
  • Transactions
  • UPI PIN

4) টাকা পাঠানোর জন্য প্রথম অপশন ‘Send Money’ সিলেক্ট করুন এবং 1 টাইপ করে উত্তর দিন।

5) এখানে চারটি অপশন আসবে, যেকোন একটি বেছে নিন।

এই অপশনগুলি হবে:

  • Mobile No
  • UPI ID
  • Saved Beneficiary
  • IFSC, A/C No

6) মোবাইল নম্বরে টাকা পাঠাতে চাইলে 1 লিখে রিপ্লাই দিতে হবে।

7) এবার যে ফোন নম্বরে টাকা পাঠানো হবে সেটি লিখতে হবে।

8) ফোন নম্বর টাইপ করে সেন্ড বাটনে ক্লিক করলে সেই নম্বরের মালিকের নাম আসবে।

9) এখানে আপনাকে টাকার পরিমান লিখতে হবে যেটা আপনি সেই নম্বরে পাঠাতে চান।

10) টাকার পরিমাণ লেখার পরে, ‘রিমার্ক’ লেখার একটি অপশন থাকবে, এখানে আপনি টাকা পাঠানোর কারণও লিখতে পারেন।

11) আপনি যদি রিমার্ক লিখতে না চান তাহলে আপনাকে 1 লিখে রিপ্লাই দিতে হবে।

12) আপনার মোবাইল স্ক্রিনে ট্রানজেকশন এর ডিটেইলস সামনে আসবে যেখানে পাঠানো অর্থমূল্য এবং নম্বর উভয়ই দেখানো হবে।

13) যদি ডিটেইলস সঠিক হয় তাহলে আপনার UPI পিন দিয়ে উত্তর দিন।

14) UPI পিন দেওয়ার সাথে সাথেই আপনার অ্যাকাউন্ট থেকে টাকা অন্য ব্যক্তির অ্যাকাউন্টে ট্রান্সফার হবে এবং এর রেফারেন্স আইডি সহ কনফার্মেশন আপনার মোবাইলের স্ক্রিনে চলে আসবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here